আমরা রাসূল সাঃ কে ভালবাসি !

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ২০ অক্টোবর, ২০১৫, ০৮:১০:৩৭ রাত

আওয়ামি লীগের কর্মীরা শেখ মুজিবকে যতটুকু ভালবাসে !

.

বিএনপির কর্মীরাও শহীদ জিয়াকে

তথটুকু ভালবাসে !

.

জাতীয় পার্টিও এর ব্যতিক্রম নয়

তারাও তাদের প্রিয় নেতা এরশাদকে অনেক ভালবাসে !

.

উপরের তিনজন নেতাকে তাদের

কর্মীরা যথটুকু ভালবাসে তথটুকু ভালবাসাও যদি বিশ্ব জাহানের

মুক্তির দূত রাসুল(সাঃ)কে ভালবাসত .

.

তাহলেও দুনিয়া ও আখিরাতে আমরা সাফল্যমণ্ডিত

হয়ে যেতাম !!!

.

ভাগ্যের পরিহাস আমরা রাসূল(সাঃ)কে ভূলে গিয়ে কম্বল চোর আর বিশ্ব বেহায়াদের ভালবাসি !

.

.

যখন কাফেররা রাসূল(সাঃ) এর জীবন দর্শনে আজ দলে দলে ইসলাম গ্রহন করছে !

.

ঠিক তখনি আমরা কম্বল চোর আর বিশ্ব বেহায়াদের

জীবন দর্শনে ব্যস্ত !

.

আজ এই চোর এবং বেহায়াদের দল আমাদেরকে রাসূল

(সাঃ)এর আদর্শ থেকে দূরে রেখেছে !

.

তাদের শয়তানি আদর্শ শিক্ষা দিতে তারা ব্যস্ত ।

.

রাসূল(সাঃ)যে বিশ্ব ইসলামী

আন্দোলনের নেতা এবং বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসক

ছিলেন এটাই তারা মানতে চাই না!

.

তাই আমি বলতে চাই মুজিব,জিয়া আর এরশাদ আমাদের নেতা নই !

.

আমাদের নেতা হলেন বিশ্ব জাহানের মুক্তির দূত

প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) !

.

তার আদর্শই আমাদের জন্য উত্তম

আদর্শ !

.

আল্লাহ রাব্বুল আলামামীন আমাদেরকে রাসূল (সাঃ)এর আদর্শ মত চলার তাওফিক

দান করুন !!

বিষয়: বিবিধ

১২১৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346583
২০ অক্টোবর ২০১৫ রাত ১০:১৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

হাদীসে রাসূল(ﷺ)- (ভাবার্থ)
তোমাদের কেউ মুমিন বলে গণ্য হবেনা যতক্ষণ আমি তার পিতা-মাতা, সন্তানাদি ও সকল মানুষ- এমনকি আপন প্রাণের চেয়েও বেশী প্রিয় না হই!

রাসূল আমার ভালোবাসা
রাসূল আমার আলো আশা....
346613
২১ অক্টোবর ২০১৫ রাত ০১:৩০
শেখের পোলা লিখেছেন : আল্লাহ আমাদের জ্ঞান বৃদ্ধি কর৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File