শামসুন্নাহার নিজামী !

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ০৯ অক্টোবর, ২০১৫, ০৩:১৪:৫৭ দুপুর

ইসলামী আন্দোলনে এক বিপ্লবী নারীর নাম শামসুন্নাহার নিজামী !

.

ইসলামী সাহিত্য চর্চায় যে কয়জন নারী বিশেষ ভূমিকা রেখেছে তাঁর অন্যতম শামসুন্নাহার !

.

শামসুন্নাহার ঝিনাইদহ জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন !

.

তার পিতার নাম আফজাল হোসেন, এবং মাতার নাম মরিয়ম নেসা !

.

তিনি ১৯৭৪ সালে রাজশাহী

বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন !

.

১৯৭৮ সালে তিনি মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন !

.

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুসলিম বিশ্বের ইসলামী আন্দোলনের সিপাহসালার মতিউর রহমান নিজামীর সংস্পর্শে এসে শামসুন্নাহার নিজামী

ইসলামী সাহিত্য রচনার বিশেষ

অনুপ্রেরণা লাভ করেন !

.

তাঁর বেশির ভাগ লেখা ৭০-৮০ দশকে প্রকাশিত হয় !

.

ইসলামের বিভিন্ন দিক নিয়ে

তিনি মাসিক বেগম, মাসিক মদিনা, সাপ্তাহিক সোনার বাংলা ও দৈনিক সংগ্রামসহ বিভিন্ন পত্রিকায়ও লেখালেখি করেন !

.

তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো ‘আদর্শ

সমাজ গঠনে নারী’, ‘নারী মুক্তি

আন্দোলন’, ‘নারী নির্যাতনের কারণ ও প্রতিকার’, ‘পর্দা একটি বাস্তব প্রয়োজন’, ‘দ্বীন প্রতিষ্ঠায়

মহিলাদের দায়িত্ব ইত্যাদি !

.

তিনি ইসলামী আন্দোলন ও

সাহিত্য রচনার পাশাপাশি বিভিন্ন

সামাজিক কাজেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন !

.

শামসুন্নাহার নিজামী ১৯৮৯ সাল

থেকে ২০০০ সাল পর্যন্ত মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজে যোগ্যতার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন !

.

আল্লাহ রাব্বুল আলামীন এ মহান

নারীকে নেক হায়াত দান করূন !

.

আমীন !

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345167
০৯ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৫৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
345173
০৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : আমীন আমীন ছুম্মাআমিন ।
345177
০৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
শেখের পোলা লিখেছেন : আমিন৷
345188
০৯ অক্টোবর ২০১৫ রাত ০৮:৪১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমীন আমীন ছুম্মাআমিন
345190
০৯ অক্টোবর ২০১৫ রাত ০৯:১৩
আকবার১ লিখেছেন : আমিন৷
345216
১০ অক্টোবর ২০১৫ রাত ০২:০৩
ব্লগার ছোট ভাইয়া লিখেছেন : আমীন
345223
১০ অক্টোবর ২০১৫ রাত ০২:৫৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
345241
১০ অক্টোবর ২০১৫ সকাল ০৫:১৬
নৌশাদ আল নোমানী লিখেছেন : ধন্যবাদ ।
345361
১১ অক্টোবর ২০১৫ রাত ১০:২৭
হতভাগা লিখেছেন : কি শুরু করছেন এসব ?

শিবিরের পোলাপান পুলিশ ও ছাত্র লীগের মার খায় আর ছাত্রী সংস্থার আপুরা মজা নেয় ঘরে বসে ।

১০
385465
০২ জুন ২০১৮ রাত ০১:০০
আনসারী লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File