খাদিজা আক্তার রেজাই !
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ০৭ অক্টোবর, ২০১৫, ১০:০০:৫১ রাত
খাদিজা আক্তার রেজাই ইসলামী
সাহিত্য ও সাংবাদিকতার জগতের এক উজ্জ্বল নক্ষত্র !
.
তার প্রতিটা লেখার মধ্যমে ফুঁটে উঁঠেছে ইসলামী আন্দোলনের গুরূত্বের কথা !
.
বাংলাদেশের মহিলা সাংবাদিকদের মাঝে তার অবস্থান একে বারে১ম লাইনে !
.
তিনি ছিলেন ‘দৈনিক সংগ্রাম’-এর
প্রথম মহিলা সম্পাদিকা !
.
আশির দশকের দিকের তিনি খুলনার ‘দৈনিক জনবার্তা’র
সাহিত্য ও মহিলা সম্পাদিকা হিসেবে কয়েক বছর দায়িত্ব পালন করেন !
.
বই লেখার ক্ষেত্রেও তিনি পিছিয়ে নেয় ,ইসলামী আন্দোলনের জন্য তার লিখিত রয়েছে অনেক অনেক বই !
.
তার লিখিত গ্রন্থঃ 1.মুসলিম নারীর দায়িত্ব ও কর্তব্য
2.নির্বাচিতার কলাম 3.বুবু 4.নূরী 5.নারী এলিজাবেথের দেশে 6.তিন তলার সিঁড়ি’ উল্লেখযোগ্য !
.
দেশের দৈনিক,সাপ্তাহিক ও মাসিক
পত্রিকা গুলিতে তার শত শত গল্প,
প্রবন্ধ ও কবিতা প্রকাশিত হয়েছে!
.
তার গুরুত্বপূর্ণ সাহিত্য কর্মের
মধ্যে রয়েছে বর্তমান কালের শ্রেষ্ঠ
মুসলিম নাট্যকার তওফীকুল হাকীম মিশরীর ঐতিহাসিক প্রমাণ্য নাটক ‘মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’,এর বঙ্গানুবাদ !
.
‘আর রাহীকুল মাখতুম’ গ্রন্থের
অনুবাদ সম্পর্কে লেখক ও কবি আল মাহমুদ অনুবাদ গ্রন্থটিকে বাংলা সাহিত্যের একটি নতুন নির্মাণ বলে অভিহিত করেন !
.
সৈয়দ আলী আহসান তার লিখিত
প্রবন্ধে বলেন, খাদিজার অনুবাদে
মাতৃভাষার দীপ্ত অহঙ্কার ও অঙ্গীকার দুটোই রয়েছে !
.
তার আরেক পরিচয় তিনি আল কুরআন একাডেমী লন্ডনের চেয়ারম্যান হাফেজ মুনির উদ্দিন আহমেদের স্ত্রী !
.
আল কুরআন একাডেমী লন্ডন
প্রতিষ্টায় তার রয়েছে বিরাট
অবদান !
.
১৯৭৯ সাল থেকে খাদিজা আখতার রেজাই লন্ডনে আছেন এবং সেখানে বসেই তিনি তার সাহিত্য সাধনা চালিয়ে
যাচ্ছেন !
.
আল্লাহ রাব্বুল আলামীন এ মহান
নারীকে নেক হায়াত দান করূন !
.
আমীন !
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনি অনেক ইসলামী গান এবং নাটক লিখেছেন।
সঠিক বানান টি রেজায়ি হবে। উনি এভাবেই লিখেন।
মন্তব্য করতে লগইন করুন