পতিতালয়ে যাওয়া ও তার ফলাফল আল্লাহর নৈকট্য !

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ০৭ অক্টোবর, ২০১৫, ০৯:১৩:১০ সকাল

পতিতালয়ে যাওয়া ও তার ফলাফল আল্লাহর নৈকট্য !

.

বায়জিদ সাহেব এলাকার খুব ভাল একজন মানুষ !

.

পরহেযগারীর দিক থেকেও তার নাম চারদিকে !

.

তাই এলাকার সবাই তাকে সম্মান করে !

.

এলাকার কোন প্রবলেম হলে তিনিই সবকিছুর সমাধান দেন !

.

হঠাত্ বায়জিদ শুনতে পেল তার এলাকায় একটি পতিতালয়ের আবিষ্কার গঠেছে !

.

গভীর চিন্তায় পরে গেলেন তিনি , কি করবেন এই পতিতালয় ?

.

বায়জিদ ঠিক করলেন তিনি পতিতালয়ে যাবেন !

.

পতিতালয়ে যাবার জন্য হাতে কিছু টাকা নিয়ে একদিন তিনি রওনা দিলেন !

.

পতিতালয়ের সামনে উপস্থিত হওয়ার পর সবার মাঝেই শুরূ হয় কানাকানি !

.

এত ভাল আর পরহেযগার বলে যাকে আমরা এতদিন সম্মান করতাম, তিনিও এখানে আসলেন!

.

অবাক দৃষ্টিতে উপস্থিত সবাই তাকিয়ে আছে বায়জিদ সাহেবের দিকে !

.

কাউন্টারে টাকা জমা দিয়ে বায়জিদ ভিতরে প্রবেশ করলেন !

.

ভিতরের একটা রূমের দিকে তার দৃষ্টি গেল !

.

আর ঐ রূম থেকে এক মহিলা বায়জিদকে ডাকছে ,এদিকে আসেন এদিকে আসেন !

.

তিনি মহিলাকে সালাম দিয়ে রূমে প্রবেশ করলেন !

.

মহিলাটি অবাক দৃষ্টিতে তাকিয়ে

আছে,কেউ তো এখানে এসে কোন দিন আমাকে সালাম দেয় না!

.

তাহলে তিনি কেমন মানুষ যে আমাকে সালাম দিল !

.

বায়জিদ রূমের এক পার্শ্বে এসে

বসলেন !

.

তারপর মহিলাকে উদ্দেশ্য করে বললেন, আপনি এখন কার ?

.

মহিলা উত্তর দিল আপনার !

.

বায়জিদ আবার বললেন, কাউন্টার থেকে আমাকে যতক্ষন সময় দেয়া হয়েছে তথক্ষন আপনি আমার !

.

মহিলাটি হ্যাঁ সূচক উত্তর দিল !

.

আবারও বায়জিদ বললেন ,তাহলে আমি যা বলি তা আপনি করবেন?

.

মহিলাটি হ্যাঁ সূচক উত্তর দিল ।

.

বায়জিদ মহিলাকে বললেন,আপনি গোসল করে আসেন !

.

মহিলা গোসল করে আসল !

.

মহিলাটি গভীর চিন্তায় পরে গেল,কি করবে বায়জিদ তাকে দিয়ে ?

.

বায়জিদ মহিলাকে নিয়ে পবিত্র স্থানে পর্দার সহিত বসল !

.

এবং তাকে কালিমা শাহাদাত্ পরিয়ে তওবা করালেন !

.

মহিলাটির মন ছোট্র শিশুর মত আল্লাহর ভয়ে কেঁদে উঠল !

.

বায়জিদ তাকে নিয়ে ২রাকাআত নামাজ পড়লেন !

.

মহিলাটি নামাজেও আল্লাহর ভয়ে

হাউমাও করে কাঁদছে !

.

নামাজ শেষে বায়জিদ মহিলাকে নিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করছে !

.

মহিলাটিও মুনাজাত করছে হে আল্লাহ জীবনে যা করেছি সব ভূল করেছি তা আর করব না !

.

তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও বাকী জীবন তোমার গোলাম হিসাবে আমাকে কবুল কর !

.

মুনাজাত শেষে বায়জিদ সালাম দিয়ে মহিলার কাছ থেকে বিদায় নিল !

.

মহিলাটি ছোট্র শিশুর মত তখনও কাঁদছে তার পাপের কথা স্বরন করে !

.

এ মহিলাটি বাকী জিবন আল্লাহর

গোলামী করে ঈমানের সাথে মৃত্যু বরণ করেছিলেন !

.

একজন পতিতাকে বায়জিদ তার কৌশলে এভাবেই আল্লাহর পথ দেখালেন ।

.

সে বায়জিদ হলেন জগত বিখ্যাত আল্লাহর হযরত বায়জিদ বোস্তামী রহঃ !

.

আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা

মানুষকে বায়জিদের মত চরিত্রবান হওয়ার তাওফিক দান করূন !

.

আমীন !

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344751
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমিন!
344752
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৩০
নৌশাদ আল নোমানী লিখেছেন : লায়লা আপু @ওয়ালাইকুম সালাম ওরাহমাতুল্লাহ । আমীন । জাযাকাল্লাহ খায়ের !
344807
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : পড়ে খুবই মানবিক মূল্যবোধ জাগানিয়া অনুভুতি পেলাম...ধন্যবাদ ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File