শহীদের ফাঁসী আর নোমানীর হাঁসি !
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ০৫ অক্টোবর, ২০১৫, ০১:০৫:১৩ দুপুর
শহীদের ফাঁসী আর নোমানীর হাঁসি !
.
আমাদের লেনের এক ব্যাক্তির নাম আব্দুস শহীদ !
.
সবাই তাকে শহীদ বলে ডাকে !
.
জন্ম থেকেই তার পায়ে প্রবলেম এবং কিছুটা সে মানসিক ভারসাম্যহীন !
.
শহীদের বয়স প্রায় ৪০
বছরের উপরে !
.
তার ছোট আরও দুটি ভাই আছে , ছোট ভাইগুলি বড় ভাইকে রেখে কিছুদিন হল বিয়ে করে !
.
এদিকে মহল্লার কিছু খারাপ ছেলে
শহীদকে বিয়ের করার জন্য উস্কানি দিচ্ছিল !
.
তুর ছোট দুভাইরা বিয়ে করে ফেলল আর তুই এখনও বিয়ের বাকী ?
.
শহীদ তার বাবা মার কাছে বলল,সে বিয়ে করবে ,বাবা মাও শহীদকে নিয়ে চিন্তায় পরে গেল !
.
এমন ভারসাম্যহীন ছেলের কাছে কে বিয়ে দিবে ?
.
এদিকে খারাপ ছেলেদের উস্কানি আর বিয়ে করতে না পেরে শহীদ তার ফেমেলির সাথে রাগ করে !
.
হঠাত্ তার মাথায় এক কু বুদ্ধি এসে বসল ,সে আত্ব্যহত্যা করবে !
.
আত্ব্যহত্যার জন্য বাসা থেকে দঁড়ি নিয়ে সে বেরিয়ে পরল !
.
তাদের বাসার পিঁছনে ছিল ছোট্র একটি আম গাছে !
.
ঐ আম গাছে ফাঁসী নিতে প্রথমে সে গাছে দঁড়ি বাঁধে !
.
দঁড়ি বাঁধা শেষে নিজের গলায় সে দঁড়ি দিয়ে বাঁধল !
.
গলায়ও দঁড়ি বাঁধা শেষে শহীদ গাছ থেকে দিল এক লাফ !
.
আত্মহত্যার জন্য শহীদের বডি এখন গাছের মধ্যে ঝুলছে !
.
এমন সময় আম গাছের ডাল ভেঙ্গে শহীদ মাটিতে পরে যায় !
.
শহীদ চিত্কার করছে আমাকে বাচাও ,আমাকে বাচাও আমি মরে গেলাম !
.
তার চিত্কার শুনে বাসা থেকে ফেমেলি মেম্বাররা ছুটে আসল !
.
এদের দেখে ভারসাম্যহীন শহীদ ছোট্র শিশুদের মত কাঁদতে লাগল!
.
কেঁদে কেঁদে বলল, গাছের ডাল ভেঙ্গে না পরলে আমি আজ শেষ হয়ে যেতাম !
.
মা ,মা আমি আর বিয়ে করমু না!
.
ঘটনার পর কেউ বিয়ের কথা বললে ,সে বলে তোরা বিয়ে কর , আমি বিয়ের স্বাদ বুঝে গেছি !
.
ফাঁসী নেয়ার পর শহীদ এখন মুখে দাঁড়ি এবং মসজিদে গিয়ে নামাজ পরে !
.
মৃত্যু যে কত কষ্টের তা আমি বুঝেছি ফাঁসীর দঁড়ি গলায় পরে !
.
তাই বাকী জীবন মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কিছু করে যেতে চায়!
.
আলহামদুলিল্লাহ আব্দুস শহীদ এখন মানসিকভাবেও অনেকটা সুস্থ হয়ে গেছে !
বিষয়: বিবিধ
৮২৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন