আরব বসন্তের গান !
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০২:২৩:২৮ দুপুর
একটা গান আরব বসন্তে সবচেয়ে বেশি আন্দোলিত করেছিল !
.
যে গানের ধ্বনিতে মিশর সহ কয়েকটি
দেশে মানুষ ইসলামী আন্দোলনে দলে দল
যোগ দিয়েছিল !
.
সে গানটি সাইয়্যেদ কুতুব জেলের
ভিতরে এক বন্ধুকে উদ্দেশ্য করে
লিখেছিলেন !
.
গানটি হলঃ
শত বাঁধার আড়ালে তুই স্বাধীন ওরে
ভাই !
.
অন্তরীলে থেকেও রে তুই মুক্ত
স্বাধীন, ভাই !
.
আল্লাহকে যদি রাখতে পারো শক্ত
হাতে ধরে !
.
ক্রীতদাসের কুট মন্ত্রণা কীইবা করতে
পারে ?
.
তোমার গায়ে হীন জোয়ানে তীর ছুড়েছে
তাই ,
.
গাদ্দারেরই অথর্ব হাত উঠেছে তোমার
গায় !
.
ভাঙ্গবে ও হাত ‘সবরে জামিল’ তোমার
থাকা চাই ,
.
নেকড়ে দলের আবাস কিন্তু চিরস্থায়ী
নয় !
.
দু’হাত, ও ভাই, রক্ত রাঙা ঝরছে
অঝরে ,
.
শক্ত বাঁধন, হাত দুখানা নিথর তাই
কিরে ?
.
মনে রাখিস এ কুরবানী আকাশ পানে
ধায় ,
.
এই রক্তে তোর চিরস্থায়ী জীবন
সুনিশ্চয় !
.
আল্লাহ আমাদেরকে এ গান থেকে
মিশরবাসীদের মত শিক্ষা নেয়ার
তাওফিক দিন !
.
আমীন !
বিষয়: বিবিধ
১৮০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন