আমার প্রিয় তারিক রমাদান !

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৫:০৯ সকাল

আমার প্রিয় তারিক রমাদান !

.

বর্তমান বিশ্বে ৫জন ইসলামিক

স্কলার আমার সবচেয়ে প্রিয় !

.

সে ৫জনের অন্যতম হলেন প্রফেসর

ড.তারিক রমাদান !

.

আজকে তার জন্মদিন অর্থ্যাত্ ২৬ই

আগস্ট ১৯৬২সালে তার জন্ম !

.

তারিক রমাদানের পিতার নাম সাঈদ

রমাদান আর মাতার নাম ওয়াফা আল

বান্না !

.

ওয়াফা আল বান্না হলেন মিশরের শহীদ

হাসানুল বান্নার মেয়ে !

.

সেদিক থেকে হাসানুল বান্না হলেন

তারিক রমাদানের নানা !

.

তারিক রমাদান যখন তার মায়ের গর্বে

,তখন তার মা তাকে নিয়ে পবিত্র হজ্ব

পালন করেন !

.

তার বাব সাঈদ রমাদান মুসলিম

ব্রাদারহুডের প্রথম সারির নেতা

হওয়ায় ,

.

তত্কালীন মিশরের জালেম জামাল

আবুল নাসের তার বাবাকে মিশর থেকে

সুইজারল্যান্ডে নির্বাসিত করেন !

.

সেই সুইজারল্যান্ডের জেনেভা শহরেই

তারিক রমাদানের জন্ম !

.

তিনি জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে

দর্শন এবং ফরাসি সাহিত্যে

স্নাতোকোত্তর ডিগ্র অর্জন করেন !

.

আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে

আরবী এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগে

ডক্টরেট ডিগ্রি অর্জন করেন !

.

আল আজহারে পড়াকালীন ড.তারিক

প্রতিদিন সকাল ৫টা থেকে রাত ১১টা

পর্যন্ত একাধারে পড়াশুনা করতেন !

.

পড়াশুনার পাশাপাশি তিনি

সুইজারল্যান্ডে গড়ে তুলেন এক মুসলিম

ছাত্র সংঘটন !

.

ছাত্র জীবন শেষে ফ্রান্সের সাবেক

ক্যাথলিক পরবর্তীতে মুসলিম এক

মেয়েকে বিবাহ করেন !

.

এই দম্পটির রয়েছে ৪টি সন্তান !

.

প্রফেসর ড. তারিক রমাদান ৩০টি বই

এবং ৭০০টিরও বেশী প্রবন্ধ

লিখেছেন !

.

তিনি পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন

বিশ্ববিদ্যালয় এবং বড় বড় তর্ক

মঞ্চে বক্তব্য রাখেন !

.

তার সহজ সরল ভাষা আর যুক্তি খুব

অল্প সময়ের ভিতরে মানুষকে আকৃষ্ট

করে তুলে !

.

তারিক রমাদানের অন্য আরেকটা

বিশেষ গুন হল বিভিন্ন ডায়লগ

আবিষ্কার করা !

.

আর সে ডায়লগ অনুযায়ী তিনি

বর্তমান বিশ্বে ইসলামের দাওয়াত তুলে

ধরছেন !

.

যার কারণে মানুষ খুব তাড়াতাড়ি

ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে !

.

সবশেষে তারিক রমাদানের মূল পরিচয়

পাঠকদের কাছে তুলে ধরা জরুরী মনে

করি !

.

তারিক রমাদান হলেনঃ একজন সুইস

শিক্ষাবিদ ,লেখক ,বুদ্ধিজিবী,

ইসলামীক স্কলার এবং ২১শতাব্দীর

অন্যতম সেরা দার্শনিক !

.

৫২ থেকে ৫৩বছরে পা রাখা ড.তারিক

রমাদানের জন্য দোয়া করি ,

.

আল্লাহ রব্বুল আলামীন তাকে নেক

হায়াত দান করুন !

.

আমীন !

বিষয়: বিবিধ

৯৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385463
০২ জুন ২০১৮ রাত ১২:৫৬
আনসারী লিখেছেন : অনেক ধন্যবাদ
385464
০২ জুন ২০১৮ রাত ১২:৫৭
আনসারী লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File