কুরআনের হাফেজ তিন ক্রিকেটারঃ
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫২:২৭ সকাল
কুরআনের হাফেজ তিন ক্রিকেটারঃ
.
তারা হলেনঃ
১. সরফরাজ আহমেদঃ পাকিস্তানি
উইকেট-কিপার ও ডানহাতি
ব্যাটসম্যান সরফরাজ আহমেদ !
.
২. সাদ নাসিমঃ পাকিস্তানের একজন
উদীয়মান ক্রিকেটার এবং দলের
অন্যতম ডানহাতি মাঝারি সারির
ব্যাটসম্যান !
.
৩. রাজা হাসানঃ রাজা হাসান
পাকিস্তানের একজন উদীয়মান
ক্রিকেটার ,তিনি স্লো লেফট-আর্ম
অর্থোডক্স স্পিন বোলার !
.
তাদের সাথে বিশ্ব ক্রিকেটে আরও
২জন প্লেয়ার আছেন ,
.
যাদেরকে বিশ্ব মুসলিম শ্রদ্ধার চোখে
দেখেন !
.
তারা হলেনঃ
১.দক্ষিন আফ্রিকার ব্যাটসম্যান
হাশিম আমলা !
.
তিনি শুধু ক্রিকেটার না ,ইসলাম ধর্মের
প্রচারকও বটে !
.
তার সম্বন্ধে তার দলেরই সদস্য ডেইল
স্টেইন বলেন ,
"আমার যখন অনুপ্রেরণা দরকার হয়
তখন আমি আমার ডানে তাকায় আর
দেখি হাশিম আমলা কোরআন পড়ছেন" !
.
শুধু তাই নয় ,দক্ষিন আফ্রিকা দলের
জার্সির স্পন্সরে মদের লগো থাকায় সে
জার্সি তিনি Use করেন না !
.
যার কারণে দলের অন্য ক্রিকেটারদের
চেয়ে তার বেতন অনেক কম !
.
২.আর অন্যজন হলেন ইংল্যান্ডের
মঈন আলী !
.
তার দাঁড়ি নিয়ে অনেকে বাজে মন্তব্য
করলেও তিনি কখনো তার প্রতিবাদ
করেন নি !
.
মঈন আলী মাঠে কখনো দাঁড়িয়ে পানি
পান করেন না ,কারন ইসলামে দাঁড়িয়ে
পানি পান করা গুনাহের কাজ !
.
আল্লাহ রাব্বুল আলামীন ইসলামের
তাদের কবুল করুন !
.
আমীন !
বিষয়: বিবিধ
৯১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দাঁড়িয়ে পানি পান করা মাকরুহ তানজিহী।
মন্তব্য করতে লগইন করুন