আল্লাহ কি তোমাদের ভাসূর হন ?
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৭:৫৭ সন্ধ্যা
আল্লাহ কি তোমাদের ভাসুর হন যে,
তোমরা আযান শুনে মাথায় কাপড় দাও !
(নাউজুবিল্লাহ)
.
উপরের উক্তিটি করেছিল ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক
ড.আহমেদ শরীফ !
.
আহমেদ শরীফ ১৩ফেব্রুয়ারি
১৯২১সালে চট্রগাম জেলায় জন্ম
গ্রহন করে !
.
বাংলা সাহিত্যের কিংবদন্তি শাহ
আব্দুল করিম সাহিত্য বিশারদ ছিল
তাঁর চাচা !
.
আহমেদ শরীফ জন্মসূত্রে মুসলমান
হলেও সে ছিল স্বঘোষিত একজন
নাস্তিক !
.
সে এই সর্ব প্রথম নাস্তিক , যে
নিজেকে মিডিয়ার সামনে নাস্তিক
হিসাবে উপস্হাপন করেছে !
.
আহমেদ শরীফ ,নামাযের জন্য আযান
হলে মেয়েরা মাথায় কাপর দিলে সে বলত,
আল্লাহ কি তোমাদের ভাসুর হন যে,
তোমরা মাথায় কাপড় দিবে !
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
থাকাকালীন তাকে কোন ছাত্র সালাম
দিলে ,সে বিরক্তি প্রকাশ করত !
.
বিবাহপূর্ব দৈহিক সম্পর্ক ও চুমু
খাওয়াতে তার কোন আপত্তি ছিল না !
.
বরং তা শিক্ষার জন্য ইউরো স্টাইলে
পারমেসিভ সোসাইটির মাধ্যমে শিক্ষা
দেওয়া প্রয়োজন মনে করত !
.
তার একটি উক্তিঃ
"পুরুষদের যদি সততা দরকার না হয়
তবে নারীদের কেন সতীত্বের দরকার ?
নারীরাও যেভাবে খুশী যৌনাঙ্গ বিলাতে
পারবে" !
.
আহমেদ শরীফের মতে মদ্যপান ভাল
অভ্যাস- এতে খারাপ কিছু নেই !
.
সে পরলোক বিশ্বাস করত না । ধর্মীয়
আচাড়-আচরণ সবটুকুই কুসংস্কার মনে
করত !
.
এই কুখ্যাত নাস্তিক ড.আহমেদ শরীফ
২৪ফেব্রুয়ারি১৯৯৯সালে মৃত্যু বরণ
করে !
.
সর্বশেষ তার ইচ্ছা অনুযায়ী মৃত্যূর
পর জানাজা এবং কবর কোনটা দেয়া হয়
নি !
.
আল্লাহ রাব্বুল আলামীন ডক্টর
আহমেদ শরীফের সঠিক বিচার করুন !
.
আমীন !
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আহমেদ শরীফের সঠিক বিচার করুন !
লেখককে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন