সবার কাছ থেকে দোয়া চাই

লিখেছেন লিখেছেন ফুরফুরি ২৮ এপ্রিল, ২০১৬, ০৪:১১:৪৭ বিকাল

আমার শরীরটা কয়দিন থেকে খারাপ যাচ্ছে। খুবই ঠান্ডা লাগছে। সব সময় গায়ে গায়ে জ্বর থাকে ৯৯ - ১০০ ডিগ্রী এর মধ্যে। মুখে কিছু ভাল লাগেনা সব কিছুই বিশ্বাদ লাগে। কবে যে রিপোর্ট দেখে ডা: আমার রোগ নির্নয় করে চিকিৎসা করবেন। আমার যে কোন সমস্যার জন্য Square Hos ডা: কে দেখাই উনি কিছু টেষ্ট দিয়েছেন রিপোর্ট দিবে শুক্রবার সন্ধা্য় তবে ডা: সেদিন চেম্বারে বসবেন না। আমাকে দেখাতে হবে শনিবার দুপুর ১২ টায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন খারাপ কিছু ধরা না পরে।

বিষয়: বিবিধ

১২৬৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367395
২৮ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতায়লা আপনাকে সুস্থতা দিন।
367398
২৮ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৬
ফুরফুরি লিখেছেন : ধন্যবাদ রিদওয়ান ভাই। আপনি আমার জন্য দোয়া করছেন আল্লাহতায়লা আপনাকেও সুস্থতা দিন।
367407
২৮ এপ্রিল ২০১৬ রাত ০৮:১৪
শেখের পোলা লিখেছেন : আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক৷
367414
২৮ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৬
আফরা লিখেছেন : আল্লাহ আপনাকে বড় রকমের অসুখ থেকে হেফাজত করুন ও সুস্থ্যতা দান করুন । আমীন ।
367420
২৮ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫১
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ আপনার উপর রহম করুন
367428
২৮ এপ্রিল ২০১৬ রাত ১১:২৫
জ্ঞানের কথা লিখেছেন : আল্লাহ শেফা দিন, আমীন। লাবাসা তওয়াহহারুন ইনশাআল্লাহ।
368405
০৮ মে ২০১৬ বিকাল ০৫:১৪
ফুরফুরি লিখেছেন : ডা: রিপোর্ট দেখেছেন সব কিছু ওলোট পালোট এন্টোবায়োটিক খাচ্ছি এখন অনেকটা সুস্হ্যবোধ করছি। ভাল থাকবেন, আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File