Please help me

লিখেছেন লিখেছেন ফুরফুরি ১৫ মার্চ, ২০১৬, ০৪:০৪:৫২ বিকাল

আমার ১৪ বছরের ছেলে আমার নোকিয়া আশা ফোনটি নিয়ে হেড ফোন দিয়ে গান শুনছিল। আমার বাসার কাজের মেয়ে আমাকে ইশারায় বললো ও ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি পিছন থেকে এসে দেখলাম ও স্পিকারটা ছেড়ে দিল। আমি সাথে সাথে বললাম মোবাইলের লাইন কাটবা না। ও সাথে সাথে মোবাইলে ক্যানসেল বাটনে চাপ দিল। আমি হাত থেকে মোবাইটি নিয়ে দেখলাম মোবাইলের ইনকামিং কল এবং আউট গোইং কলে নতুন কোন নাম্বার নেই। এটা কি ভাবে সম্ভব তোমরা যদি যান তাহলে আমাকে একটু জানাও প্লিইজ। এটাতে আমার ছেলে খুব মাইন্ড করেছে। ও বারে বারে বলছে আমি কাউকে কল দেই নেই। আমি গান শুনছিলাম কথা হল ও লাইন কেন কাটবে।

বিষয়: বিবিধ

১৩৯৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362544
১৫ মার্চ ২০১৬ বিকাল ০৫:৪২
কুয়েত থেকে লিখেছেন : নিজেদের সন্তান ছেলে মেয়েদের ব্যপারে অত্যান্ত শর্তক থাকতে হবে। ধন্যবাদ আপনাকে
362548
১৫ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্দেহের দৃষ্টিতে নয় সোহাগ আর আদবের মাঝে এদেরকে আদর্শিক পরিমণ্ডলে বেড়ে উঠতে সাহায্য করুণ। দেখবেন অনেক শান্তি বিরাজ করছে চারিদিকে।
362549
১৫ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫৬
ঠোঁটকাটা লিখেছেন : তাজকিন আপু,ছেলেকে এতো সন্দেহ করা ঠিক না। ও আসলে গানই শুনছিল। হঠাত আপনার ভয়ে গানটিই ক্যানসেল করেছিল।তই এর পরের বার চেষ্টা করবেন হাতে নাতে ধরতে। দিন কাল ভাল না। এখন থেকে কড়া নজর রাখতে হবে । ১৪ বছর বয়স খুব ভাল না।
362554
১৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৪৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনি মারাত্মক অপরাধ করেছেন ছেলের ওজর গ্রহন না করা ও সন্দেহ প্রকাশ করাতে!

আল্লাহতায়ালা ক্ষমা করুন!!

তার মনের এ ক্ষত হয়তো শুকাবে, কিন্তু দাগটা মুছবেনা কখনো!!

বাবা-মায়ের বেঠিক আচরণ/শাসনের কারণেও সন্তানদের বিপথগামিতা বেড়ে যায়!!

Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File