নায়ক জলিলের কথায় অসম্ববকে সম্বব করা

লিখেছেন লিখেছেন ফুরফুরি ১৩ মার্চ, ২০১৬, ০৪:০৫:২১ বিকাল

আপনারা কি বিশ্বস করেন মা মাহফুজা বেগম তার ২ সন্তনকে হত্যা করেছে। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিনা মা ঘুমন্ত সন্তানকে ঘুম থেকে উঠিয়ে তার গলা চেপে ধরবেন। আপনাদের ঐশির কথা মনে আছে যে কিনা তার মা-বাবাকে মেরে ফেলেছে। সেও কিন্তু অনুতপ্তা না। ঐশি ছিল নেশা গ্রস্ত আর এখানে মা কিন্তু নেশা গ্রস্ত না সুস্থ একজন মানুষ। ঐশির অবাধ স্বাধীনতা ছিল সে বুঝতে পেরেছিল আমি একাই নিজের জীবন চালাতে পারবো। আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম সন্তানও মায়ের কাছে নিরাপদ না। এ ঘটনা পড়ে আমার ১০ বছরের ছেলে বলে বাচ্চা ২টোকে ওর মাই মেরে ফেলেছে। আমি আমার ছেলের মুখের দিকে তাকাতে পারি নাই কিসের যেন একটা লজ্জা। আমি নিজে মা হয়ে লজ্জিত আমাকে ক্ষমা করবেন।

বিষয়: বিবিধ

১২৬০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362341
১৩ মার্চ ২০১৬ বিকাল ০৪:৪৬
কুয়েত থেকে লিখেছেন : এখানে অনেক কিছু শিখার আছে মা হচ্ছেন পৃথিবীর সব চেয়ে সন্তানের জন্য নিরাপদ আশ্রয় স্থল। কিন্তু ইসলামী শিক্ষার অভাবে এসব অপকর্ম হচ্ছে। আজ সমাজ জীবনে আমরা আধূনিত হতে গিয়ে সব কিছুই যেন এলোমেলো করেদিচ্ছি। আল্লাহ আমাদেরকে সঠিক ইসলামের উপর প্রতিষ্টিত রাখুন। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File