মাননীয় টুডে ব্লগ কর্তৃপক্ষ সমীপে..
লিখেছেন লিখেছেন তুই নাস্তিক ২১ আগস্ট, ২০১৫, ০৫:৩৭:১৫ বিকাল
আস্সালামু আলাইকুম
আজ এই লেখা যখন লিখছি তখন আমার ব্লগে পদাপর্নের ১২ দিন পূর্ণ হল। ৪টি পোস্টও করেছি। কিনউত কোন কারণে আমার ব্লগ পেইজ ওপেন হচ্ছে না বুঝতে পারছি না। মাননীয় কর্তৃপক্ষ তো শিরোনামে “বাধাহীন লেখার অঙ্গীকার” বলে মুক্ত মত ও পথকে লিখতে উৎসাহিত করেছেন। আমার লেখায় যদি নীতিমালার বিরুদ্ধে কোন কিছু থাকে তাহলে জানালে আমি সংশোধন হব। নতুবা লেখালেখি বন্ধ করে দেব। কারণ মানুষের জন্য একটা দরজা বন্ধ হয়ে গেলে আরো কত দরজা ওপেন হয় তা সবার জানা। আমাকে এভাবে ঝুলিয়ে রেখে মনোবেদনা বাড়িয়ে তোলার কী কারণ থাকতে পারে আমি বুঝতে পরছি না।
মাননীয় ব্লগ কর্তৃপক্ষকে একটা সিদ্ধান্তে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ।
=====
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন