প্রিয় গান-১

লিখেছেন লিখেছেন তুই নাস্তিক ১৭ আগস্ট, ২০১৫, ০৭:০৫:৩৬ সন্ধ্যা



আমার বলার কিছু ছিল না, না গো-২

চেয়ে চেয়ে দেখলাম

তুমি চলে গেলে-২

চেয়ে চেয়ে দেখলাম

আমার বলার কিছু ছিল না, না গো-২


সবকিছু নিয়ে গেলে যা দিয়েছিলে

আনন্দ হাসি গান

সব তুমি নিলে-২

যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে

স্মৃতিটাই গেলে তুমি ফেলে

তুমি চলে গেলে

আমার বলার কিছু ছিল না, না গো-২

দু’হাতে তোমার ওগো এতকিছু ধরে গেলো

ধরল না শুধু এই স্মৃতিটা

রয়ে গেল শেষ দিন

রয়ে গেল সেদিনের

প্রথম দেখার সেই প্রীতিটা

কোথা থেকে কখন যে কী হয়ে গেল

সাজানো ফুলের বনে

ঝড় বয়ে গেলো

সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো

তবু দেখি দীপ গেছো জ্বেলে

তুমি চলে গেলে

আমার বলার কিছু ছিল না,

চেয়ে চেয়ে দেখলাম

তুমি চলে গেলে-২

আমার বলার কিছু ছিল না, না গো-২

বিখ্যাত ভারতীয় কন্ঠ শিল্পী হৈমন্তী শুক্লার এই গানটি শুনছিলাম কাজীর দেউরির জিয়া শিশু পার্কে গত ১৪ই আগষ্ট বিকেলে। আমার অত্যন্ত প্রিয় একটি গান। ছেলেদের নিয়ে বেড়াতে গিয়েছিলাম ঐদিন বিকেলে। সন্ধ্যা হয়ে আসছে, একের পর এক গান মাইকে বাজছে। হঠাৎ থমকে দাঁড়ালাম প্রিয় শিল্পীর গান শুনে। কিন্তু আনন্দক্ষণ বেশি স্থায়ী হলো না। তৃপ্তি মিটলো না, অনেক দিন পর শুনেছি তো! ছোটবেলায় কত্তো শুনেছি?

আজ সন্ধ্যায় ইউটিউবে বসে বসে আরো কয়েকবার শুনলাম, মনে হচ্ছে বার বার শুনি।

চমৎকার এই গানটি ইউটিউব থেকে শুনে শুনে ড্রাফট করলাম..যদি লেখায় কোন ভুল হয়ে থাকে সেই দায় আমার।



=====

বিষয়: বিবিধ

৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File