এবার ঠেলা সামলাও, ২০২০সালের মধ্যেই ভারত দখল করবে আইএস

লিখেছেন লিখেছেন ফাতেমা চৌধুরী আমেরিকা ১২ আগস্ট, ২০১৫, ১১:৫০:১২ সকাল

নয়াদিল্লি: ২০২০ সালের মধ্যে ভারতসহ বিশ্বের বিস্তীর্ণ অংশ নিজেদের দখলে আনবে ইসলামিক স্টেট।



প্রকাশ্যে এই কথা ঘোষণা করার পরই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। একই সঙ্গে কোন কোন এলাকা তারা দখল করবে ইতিমধ্যে তা-ও ছকে ফেলেছে জঙ্গি গোষ্ঠীটি।

আইএস সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে পশ্চিমে স্পেন থেকে পূর্বে চীন পর্যন্ত তারা নিজেদের দখলে আনবে।

?

ওই বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে রয়েছে ভারতীয় উপমহাদেশ, মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা এবং ইউরোপের একাংশ।

এখানেই শেষ নয়, মানচিত্রে ওই জায়গাগুলির ইতিমধ্যেই তারা নামকরণ করে ফেলেছে তারা। সেখানে ভারতীয় উপমহাদেশের নামকরণ করা হয়েছে ‘খুরাসান’। স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের একত্রে নাম দেওয়া হয়েছে ‘আন্দালুস’।

আইএস-এর এই পরিকল্পনা কি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে?

এ নিয়ে যারা সংশয় প্রকাশ করেছেন তাদের জন্যও উত্তর এসেছে অন্য একটি মহল থেকে।

২০ বছের আগেই সাতটি পরিকল্পনার কথা ঘোষণা করেছিল আইএস-এর প্রতিষ্ঠাতা মাসাব-আল-জারকাউই।

প্রথমত, ২০০০-’০৩-এর মধ্যে আমেরিকা ‘ইসলামিক ওয়ার্ল্ড’ বা মুসলিম বিশ্বের বিরুদ্ধে লড়াইয়ে নামবে।

দ্বিতীয়ত, ২০১০-’১৩-র মধ্যে আরব দেশগুলিতে গণঅভ্যুত্থান হবে।

তৃতীয়ত, বিশ্বের বেশিরভাগ অংশ চলে আসবে এই জঙ্গিগোষ্ঠীর দখলে।

প্রথম দু’টি ইতিমধ্যেই মিলে গিয়েছে। তৃতীয় পরিকল্পনা বাস্তাবায়িত কি সম্ভব, এখন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আইএসের আরো ঘোষণা, যদি তারা তৃতীয় লক্ষ্যটি পূরণ করতে পারে তা হলে বিশ্বের বাকি অংশও নিজেদের দখলে আনতে চেষ্টা করবে।

ইতিমধ্যেই আমেরিকা ও রাশিয়াসহ ৬০টি দেশ আইএস-এর বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে।

আর আমেরিকা বলছে, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে জিততে বহু বছর লেগে যেতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

বিষয়: বিবিধ

১৪৫১ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335340
১২ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ। আসলে এটা আইওয়াশ। আইএস তৈরিতে ইন্ডিয়ারও ভুমিকা আছে। কারণ ইসরাইল ও ইন্ডিয়ার স্বার্থ এক ও অভিন্ন বলে ইতিমধ্যে প্রমাণিত।

১২ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৮
277310
ফাতেমা চৌধুরী আমেরিকা লিখেছেন : অনেক ধন্যবাদ
335345
১২ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৩
জ্ঞানের কথা লিখেছেন : বাংলাদেশ! দখল করবে কি!
২১ আগস্ট ২০১৫ রাত ১০:৪৯
279048
ফাতেমা চৌধুরী আমেরিকা লিখেছেন : করতেও পারে.........Waiting
335349
১২ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৮
অপি বাইদান লিখেছেন : আতুর অক্ষম আল্লাকে দিয়ে মুমিনের স্বপ্ন সফল হবে না।
335353
১২ আগস্ট ২০১৫ দুপুর ০১:২০
নাবিক লিখেছেন : তালিকায় বঙ্গদেশ নাই কেনু? নাকি আইএস ও বঙ্গদেশেরে ভারতের অঙ্গরাজ্য মনে করে?
২১ আগস্ট ২০১৫ রাত ১০:৪৯
279049
ফাতেমা চৌধুরী আমেরিকা লিখেছেন : আমি জানিনা
335358
১২ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪৯
এ,এস,ওসমান লিখেছেন : আপু আপনার নামের সাথে আমেরিকা লাগানো কেন ?
২১ আগস্ট ২০১৫ রাত ১০:৫০
279050
ফাতেমা চৌধুরী আমেরিকা লিখেছেন : কোন অসুবিধা ?
২১ আগস্ট ২০১৫ রাত ১১:১৫
279067
এ,এস,ওসমান লিখেছেন : ছি ছি।আমার অসুবিধা কেন অসুবিধা হবে কেন? শুধু জানতে আগ্রহী Yawn Yawn Yawn
335369
১২ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৭
নিউজিল্যান্ড প্রবাসী লিখেছেন : ভালো লাগলো..ধন্যবাদ আপনাকে
২১ আগস্ট ২০১৫ রাত ১০:৫০
279051
ফাতেমা চৌধুরী আমেরিকা লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
335380
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০১
egypt12 লিখেছেন : দেখা যাক তাদের প্রভু আমেরিকা কতটুকু সাহায্য করতে পারে।
২১ আগস্ট ২০১৫ রাত ১০:৫১
279052
ফাতেমা চৌধুরী আমেরিকা লিখেছেন : দেখার পালা
335398
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৯
হতভাগা লিখেছেন : আইএস এসব না করে আমেরিকা দখল করলেই পারে ! নাকি, নিজের দেশ আবার দখল করে কিভাবে ?
২১ আগস্ট ২০১৫ রাত ১০:৫১
279053
ফাতেমা চৌধুরী আমেরিকা লিখেছেন : সেটাই
335414
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৩
শুভ কবি লিখেছেন : বঙ্গদেশে কি তাহারা আসিবেন???
২১ আগস্ট ২০১৫ রাত ১০:৫১
279054
ফাতেমা চৌধুরী আমেরিকা লিখেছেন : পান্তা ইলিশ খেতে ?
১০
335467
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
চোথাবাজ লিখেছেন : এ,এস,ওসমান লিখেছেন : আপু আপনার নামের সাথে আমেরিকা লাগানো কেন ?
২১ আগস্ট ২০১৫ রাত ১০:৫২
279055
ফাতেমা চৌধুরী আমেরিকা লিখেছেন : কারণ নিশ্চয আছে
১১
335471
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আইএস এর নাম ব্যবহার করে ভারত নতুন কোন অপকর্ম করতে চলছে।
২১ আগস্ট ২০১৫ রাত ১০:৫২
279056
ফাতেমা চৌধুরী আমেরিকা লিখেছেন : তেমন নাও হতে পারে
১২
335510
১২ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৮
আবু জান্নাত লিখেছেন : আল্লাহই ভালো জানেন। দখল হলেই কি, আর না হলেই কি! আমরা তো জন্ম থেকেই ইন্ডিয়া নামক জালিমের অধিনে।
হয়তো দখলবাজদের পরিবর্তন হবে, কিন্তু মাজলুমের পরিবর্তন হবে না।
২১ আগস্ট ২০১৫ রাত ১০:৫২
279057
ফাতেমা চৌধুরী আমেরিকা লিখেছেন : খারাপ বলেননি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File