কি হবে এই কুরবানি দিয়ে.....
লিখেছেন লিখেছেন ফরিদুল ইসলাম তুষার ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৩:৫০ সকাল
__চাচা আসসালামু অয়ালাইকুম। কেমন আছেন?
__ অয়ালাইকুম আসসালাম। তো বাজান তুমি কেমন আছো? কবে আসছো??
__আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ ভালই রাখছেন। আর আমি আসছি গত কালকে।
তো চাচা এবার কুরবানির কি ব্যাবস্থা করলেন?
__আর বলিয়ো না বাজান! প্রতি বছর তো গরু ই দেই। কিন্তু এইবার আর গরু দেওয়া হচ্ছে না।
__কেন চাচা টাকা পয়সার সমস্যা না কি??
__না! না! টাকা-পয়সার সমস্যা হবে কেন?
তুমি তো জানই তোমার চাচীর ২মাস আগে হার্ট এর অপারেশন করাইছি। ডাক্তার বলেছেন গরুর মাংস খাওয়া যাবে না। আর ছেলেটার কিছু দিন হতে বুকের ব্যাথা। ডাক্তার বলেছে গরুর মাংস, চিংড়ী মাছ না খাওয়াই ভাল।
খাওয়ার শুধু আমি আর আমার ছোট মেয়েটা।
তাই চিন্তা করেছি ভালো দেখে একটা ছাগল কুরবানি দিব।।।
#আমার মনে হয় যদি এমন হত যে, যারা কুরবানি দিবে তারা ঐ পশুর গোস্ত খেতে পারবেনা। তাহলে যে কয়জন কুরবানি দিত আল্লাহ্ মালুম।
আসুন আমরা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে নয়, আল্লাহ্ কে খুশি করার উদ্দেশ্য কুরবানি করি।
সেই সাথে___
মনের পশু কোরবানি দাও অহঙ্কার ও জিদ,
সবার ঘরে আসবে তখন সত্যিকারের ঈদ।।
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন