আমার ভাবনা
লিখেছেন লিখেছেন ফরিদুল ইসলাম তুষার ০৬ আগস্ট, ২০১৫, ০৬:৩৫:৪০ সন্ধ্যা
আমার মোবাইল এ সকাল ৪:৫০ মিনিটে এলারম দেওয়া থাকে। এর মধ্যে অযু করে নামাজ পড়ি। সকাল ৭টার মধ্যে নাস্তা করে অফিসে যাই। আমি নিয়মিত রাতে ১১টার মধ্যে ঘুমিয়ে পরি।
সেদিন ব্লগে কি যানি একটা লেখা পড়তে পড়তে প্রায় ১২:৩০ মিনিট বেজে যায়। তো ১:০০ টার দিকে ঘুমানোর জন্য শুয়ে পরলাম কিন্তু ঘুম আর আসে না। এইপাশ ঐপাশ করতে করতে ২টা পার হয়ে গেল কিন্তু ঘুম আসে না।
কেন ঘুম আসে না, এই চিন্তায় আরো ঘুম আসে না। আবার চিন্তা করি কালকে অফিস করবো কিভাবে। হঠাট মনে হল এলাম ট বন্ধ করে দেই। না, তাহলে অফিস যাব কি করে। আবার এলাম সেট করলাম ৬:৩০ মিনিটে। এবার চোখ বন্ধ করে শুয়ে আছি।
আচ্ছা আমি কি নামাজের চেয়ে অফিস কে বেশি গুরুত্ব দিতেছি। আমি যদি এখন মারা যাই। অফিস যাব না কি জাহান্নামের যাব।
না কখনো ই নামাজের চেয়ে অফিস বড় না।
অতঃপর এলাম ৪:৫০মিনিট।
আসুন আমরা মনটাকে সবসময় মসজিদে ঝুলিয়ে রাখি।
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন