"আহ শ্রাবণী"
লিখেছেন লিখেছেন জাহাঙ্গীর ফারুক ০৯ আগস্ট, ২০১৫, ১০:৪০:২৩ সকাল
এমন বাদল দিনে বরিষণ ক্ষণে,
মনে হয়
আছি বসে বুঝি তব মুখপানে ।
হাসি আলাপন গল্প গান,
সুরের উল্লফন ।
ধুমায়িত চা কপি চলছে,
দেদারছে।
মুগ্ধ নয়নে তাহারি নয়ন পানে,
চেয়ে চেয়ে রই।
শ্রাবণী আমার সম্মুখ রয়,
মৃদু হাসি আর গান কলতানে।
বাহ কি বসন্ত সুবাস,
এই শ্রাবনে ফিরে পেল প্রান ।
তারপর ও ফিরে আসি বারবার
সবুজ মাঠে আর
ঘাসেদের নির্জনতায়।
ঝরা পাতার সাথে মিশে আছে
প্রেম।
আহ সে কি ফিরে আসা !
সাথে প্রেম ভালবাসা।
রিনি ঝিনি বাজে শ্রাবনের সুর,
শ্রাবণী আহ কি আনন্দ লাগে।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন