কষ্টগুলো তোমার নিঃশ্বাসে
লিখেছেন লিখেছেন জাহাঙ্গীর ফারুক ০৫ আগস্ট, ২০১৫, ০৩:১৯:১৯ দুপুর
সুখের স্বপ্ন দেখি, কেবল স্বপ্নেই থাকে সুখ।
কস্টগুলো অঝোর ধারায় ঝরছে,
ঝরুক।
যদি মিশে যায় কষ্টগুলো তোমার নিশ্বাসে,
কষ্টে নীল হয়ে কর ধুকপুক !
বুঝে নিবো তুমিও আমার মত
এক স্বাপ্নিক,
স্বপ্নে কাটাও জীবনের না পাওয়া যত সুখ।
বিষয়: বিবিধ
১৪৭৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন