কষ্ট কবিতা

লিখেছেন লিখেছেন নৈশ শিকারী ২০ মার্চ, ২০১৮, ০৭:৫৮:৩৩ সকাল



জন্মটাই যার জন্য আজন্ম পাপ,

বেঁচে থাকাটা তার কাছে সবচেয়ে বড় অভিশাপ।

অবহেলা যার প্রতিমুহূর্তের সাথী,

দুঃখের সাথে খেলা করাটা তার নিত্য চড়ুইভাতি।

সুখ পাখির আশায় যে রঙিন স্বপ্নে বিভোর,

দুঃখ আলিঙ্গনে শুরু হয় তার প্রতিটি ভোর।

পরাজয়ের গ্লানি যার ঝরে প্রতি শ্বাসে,

বেঁচে থাকার শেষ আশা টুকুও তাকে তাচ্ছিল্য করে হাসে।

লুকানো অশ্রুই যার প্রিয় সখা; কষ্ট ছাড়েনা পিছু!

জীবনের কাছে পাওয়া দূরে থাক; তার হারাবারও নেই কিছু।।

বিষয়: সাহিত্য

১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File