এরপরেও কোন বিবেকবান মুসলিম আওয়ামিলিগকে সমর্থন করবেন???

লিখেছেন লিখেছেন নৈশ শিকারী ০১ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৬:৩৩ রাত

মুসলমানের ঘরে জন্ম নিয়েও যারা আওয়ামিলীগ করছেন আপনাদের ঈমানকে নিজেদের বিবেক দিয়ে পরীক্ষা করুন...

১. তথাকথিত আল্লাহর শাসন দিয়ে কিছুই হবেনা। -সৈয়দ আশরাফ।

২. আগামীবার ক্ষমতায় আসলে রাষ্ট্রধর্ম ইসলামও তুলে দেব। -সুরঞ্জিত সেন।

৩. কোরআনের তাফসিরের প্রকাশনা বন্ধ-সরকারী ডিজি।

৪. আগামীতে ক্ষমতায় এলে ধর্মের ছায়াটুকুও মুছে ফেলা হবে। -সৈয়দা সাজেদা চৌধুরী।

৫. ধর্ম হল নেশার মত। - আব্দুল লতিফ।

.

৬. রাসুল (সাঃ) কে কটুক্তি করা একটি স্বাভাবিক বিষয়। এটা নিয়ে হৈচৈ করা ঠিক নয়। -তথ্যমন্ত্রী ইনু

৭.রাসুল (সাঃ) হিন্দুদের পূজার জন্য, মসজিদের অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছিলেন। -ধর্মপ্রতিমন্ত্রী।

৮. রাসুল (সাঃ) ধর্মনিরপেক্ষ ছিলেন। (নাউজুবিল্লা) -এমপি বাদল।

৯. মা দূর্গা গজে চড়ে এসেছিলেন বলে, ফলন ভালো হয়েছে। -প্রধানমন্ত্রী হাসিনা।

১০. গ্রামগঞ্জে ইসলামিক জলসা বন্ধ করতে হবে - পঙ্কজ ভট্টাচার্য।

.

১১. মেয়েদেরকে বোরকার হাত থেকে, রক্ষা করতে হলে, তাদের নাচ-গান এর শিক্ষা দিতে হবে। -হাসান মাহমুদ

১২. বোরকার ব্যবহার ৫০০% বেড়ে গেছে, এটা বন্ধ করতে হবে। -সজিব ওয়াজেদ জয়।

১৩. সেনা বাহিনীতে কওমী মাদ্রাসার ছেলে বেড়ে গেছে (কওমি সনদের সরকারী স্বীকৃতি নেই) -সজিব ওয়াজেদ জয়।

১৪. ২৫ বছরের মধ্যে বাংলাদেশে হিন্দু প্রধানমন্ত্রী চাই। -সজিব ওয়াজেদ জয়।

১৫. সেনাবাহিনী থেকে ইসলামপন্থীদের বিতাড়িত করতে হবে। -সজিব ওয়াজেদ জয়।

.

১৬. কুৎসিত চেহারা ঢাকতেই মেয়েরা বোরকা পরে। -ডেপুটি স্পীকার।

১৭. আমি মুসলিম ও নই হিন্দুও নই।

(তাহলে কি সে নাস্তিক!) -সৈয়দ আশরাফ।

১৮. বঙ্গবন্ধু মদ- জুয়া হারাম করেছেন -নৌমন্ত্রী শাহজাহান।

১৯. কওমী মাদ্রাসার ছেলেরা কিচ্ছু জানেনা। উজবুক, এরা শুধু মুখস্থ করে। -অর্থমন্ত্রী মুহিত।

২০. কওমি মাদ্রাসাগুলো জঙ্গী প্রজননকেন্দ্র। -আইনমন্ত্রী শফিক।

.

২১. ইসলামিক ফাউন্ডেশনের ডিজি -সে ওলামাগনের সম্মেলনে নাচ-গানের জলসা আয়োজন করে এবং বলে যে "ইসলামেই এত সন্ত্রাসী আছে, যা অন্যধর্মে এত সন্ত্রাসী নেই।

২২. সাভারের ঘটনা কিছুই না। -আবুল মাল মুহিত।

২৩. সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না। -কবির চৌধুরী।

২৪. মাদ্রাসা গুলো জঙ্গি বানায়, ও মসজিদগুলো হচ্ছে গরুর খোঁয়াড়। -শাহবাগ চত্বর।

২৫. হেফাজতের ১৩টা দাবি (কুফরী) ..! সংবিধানের সাথে এটি সাংঘর্ষিক বিধায়, মানা জাবে না। -দিপু মনি।।

.

জানিনা কতটুকু আপনার বিবেকে বাধলো...তবে পড়ার জন্য ধন্যবাদ ।

এখনওকি বলবেন আপনি মুসলমান? সময় থাকতে তওবা করুন আর ফিরে আসুন আল্লাহর পথে। অন্যথায় শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবেই। ৯০% মুসলমানের দেশে সরকারের মুরতাদ মন্ত্রীরা যখন ইসলাকে অপবাদ দেয় তখন সরকার নীরব ভূমিকা পালন করে, যখন কোন মুসলিম প্রতিবাদ করে তখন তার বুকে গুলি চালানো হয়, বিশ্বের এমন কোন মুসলিম রাষ্ট্রে এমন নজির খুজে পাবেন না বাংলাদেশ ছাড়া, কারন অসম্ভবকে সম্ভব করার দেশ আমার বাংলাদেশ ।

(Collected)

বিষয়: বিবিধ

১৬৫৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339109
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা আওয়ামি লিগ সমর্থক তারা এসব জেনেই করে। সুতারাং তাদের পরিচয় তাই ই।
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪৮
280505
নৈশ শিকারী লিখেছেন : আপনার মন্তব্যের সাথে সহমত, ধন্যবাদ।
339110
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪০
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মুসলমানেরা নামেই মুসলমান
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫২
280506
নৈশ শিকারী লিখেছেন : আসলে সবার কথা বলা ঠিক না, তবে অধিকাংশই বলা যায়!
339116
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১৫
নাবিক লিখেছেন : কি মচতকার সব ভাণী! এই অচাধারণ ভাণীগুলা ডেলিভারি দেয়ার জন্য তেনাদের সবাইরে নুবুল পেরাইজ দেওন উচিত।
০২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৯
280603
নৈশ শিকারী লিখেছেন : হা হা হা! থিক কতা কইতেন ভায়া।
339207
০২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৮
নৈশ শিকারী লিখেছেন : হা হা হা! থিক কতা কইতেন ভায়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File