লাইসেন্সে প্রাপ্ত পতিতা সম্রাজ্ঞি এবং সাবেক পর্নো তারকা সানি লিওনকে না বলুন।
লিখেছেন লিখেছেন নৈশ শিকারী ১৯ আগস্ট, ২০১৫, ০৮:২৭:০৯ রাত
গুঞ্জনের ইতি ঘটিয়ে অবশেষে ঢাকা আসছে নীল জগত থেকে বলিউডে পা রাখা সানি লিওন। বসুন্ধরার কনভেনশন হলে ৪ ক্যাটাগরির আসন বিন্যাসের মাধ্যমে এ শো’টি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আয়োজক সূত্রে আরো জানা যায়, এই শো'র সর্বনিম্ন টিকেট মূল্য ১৫ হাজার টাকা রাখা হয়েছে। সানি লিওনের বাংলাদেশে আসার কথাটা শোনার পর আমার মনের মাঝে খুব আক্ষেপ, ঘৃনা আর কষ্টের জন্ম নিয়েছে কেন নিয়েছে তা ক্রমানুসারে বলছি,
অই মিঁয়া ফুটানি মারান? বাসের কন্ট্রাকটার ৫টাকা বেশী চাইলে চড় মারেন, ৩জন রিকশাতে উঠে রিকশা ওয়ালাকে ১০টাকা বেশী দিতে গেলে আপনি মিতব্যায়ি হয়ে জান অথবা ভিক্ষুককে ১০টাকা দিয়ে ৫টাকা খুচরা ফেরত নেন, তাহলে সানি লিওনের অর্ধনগ্ন শরীরের কাম উত্তেজক অঙ্গভঙ্গি দেখার জন্য সর্বনিন্ম ১৫০০০টাকা খরচ করতে আপনার বিবেক কিভাবে সায় দিবে? আর তাকে দেখারই বা কি আছে? বুকে হাত দিয়ে বলেনতো অর পা থেকে মাথা পর্যন্ত কোনও অঙ্গ দেখা আপনার বাকি আছে কিনা? তবুও যদি দেখতে মন চায় তাহলে ১৫০০০টাকা খরচ করতে হবে কেন? ১৫টাকার MB কিনলে যার পুরো বডিটা পোশাক সহ অথবা পোশাকহীন ভাবে দেখা যায় সেখানে ১৫০০০টাকা খরচ করাটা আধিক্ষেতা না?
আমাদের দেশের ৯৫%ই মুসলিম জনগন, আর ইসলামি শরিয়তে গান বাদ্য হারাম, এখন যেহেতু আমাদের নাচ গানের মতো আবর্জনা গ্রহনই করতে হবে তাহলে একটু পরিচ্ছন্ন আবর্জনাই কি গ্রহন করা উচিত না? মানে আমি বোঝাতে চেয়েছি নীল ছবির নায়িকার নাচগানকে গ্রহন না করাটাই কি শ্রেয় না ? সে এখন যতই বলুক আমি ভালো হয়ে গেছি, ভার্জিন হয়ে গেছি কিন্তু আসলেই কি সে ভালো হয়ে গেছে? বর্তমানে তার অভিনীত মুভি গুলো একটু দেখলেই বোঝা যায়, আগে পুরো খুলে পারফম করতো আর এখন একটু ঢেকে পারফম করে, যা তার চরিত্রের তেমন পরিবর্তন এনে দিতে সক্ষম হয় নাই।
লিওন কালাচারটা আমাদের দেশের মতো ভদ্র কালচারের সাথে যায়না, এই দেশে যৌন উত্তেজক একটা দৃশ্য প্রচার করা আর যুব সমাজকে ধর্ষণে উৎবুদ্দ করা একই কথা, কিন্তু ভারতের মতো; বিশ্বে ধর্ষণে পঞ্চম স্থান অধিকার কারি দেশের জন্যই লিওন কালচার পারফেক্ট।
ভাইরা সকলের কাছে একটা রিকোয়েস্ট সবায় এক বাক্যে সানি লিওনকে না বলুন, নীল ছবির এই নায়িকার শরীর প্রদর্শনের অপয়া সংস্কৃতিকে না বলুন, এই নোংরা সংস্কৃতি আমাদের দেশে ঢুকলে আমাদের সংস্কৃতির যতোটুকু অবশিষ্ট আছে সেটাও হারিয়ে যাবে।
আপনাদের যার যার জায়গা থেকে এই বিষয়ে প্রতিরোধ গড়ে তুলুন, আপনার আমার প্রতিরোধ হয়তো সানির মতো নষ্ট পতিতার এদেশে আসাটা আটকাতে পারবে, তাই এখন থেকেই প্রতিবাদ শুরু করেন।
আর যারা আগে থেকেই প্ল্যান করে রেখেছেন যে সানি আসলে বিনোদনের জন্য সেই পার্ফমেনস দেখতে যাবেন তাহলে এখনি থামুন, যদি সত্যিকারের বিনোদন এবং আনন্দ উপভোগ করতে চান তাহলে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশুদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন সেই টাকা দিয়ে যেই টাকাটা আপনি নোংরামি উপভোগ করার জন্য রেখে ছিলেন। আপনার সেই দানে যখন পথ শিশু গুলোর মুখে হাসি ফুটবে তখন আপনি নিজেই অনুভব করতে পারবেন এরচেয়ে সুখের ও আনন্দের আর কিছুই হতে পারেনা।
বিষয়: বিবিধ
১৮৫৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন