মুক্তমনারা সাবধান!!! গুটি কয়েক মুসলিমের ভূলের জন্য ১৫০কোটি মুসলিমের উপর সন্ত্রাসবাদের দোষ চাপাবেন না।

লিখেছেন লিখেছেন নৈশ শিকারী ০৯ আগস্ট, ২০১৫, ০৫:১৩:১৫ বিকাল

আপনি ধর্ম নিরপেক্ষ তাতে আমার এক বিন্দুও আপত্তি নাই আমার আপত্তি তখন যখন আপনি অন্য কোন ধর্মাবলম্বীর ধর্মীয় চেতনায় আঘাত করেন গালি দিয়ে, গণতান্ত্রিক দেশে বাকস্বাধীনতা মানে এটা না যে আপনি যাকে খুশি তাকে তার ধর্মীয় আল্লাহ, গড, ভগবান অথবা ইশ্বরকে গালি দিয়ে নিজের আবাল পুষ্ট শ্রেষ্ঠত্ব জাহির করবেন, আর আমাদের দেশীয় সংবিধানেও এইসব নিষেধ আছে। আমার এই বক্তব্যে আপনার এটা ভাবার কারন নাই যে আমি এই হত্যা কান্ডের মৌন সম্মতি জানিয়েছি, আমি সকল প্রকার বিচার বহির্ভূত হত্যা ঘৃনা করি হোক সেটা র্যাবের বন্দুক যুদ্ধ অথবা গনপিটুনির মৃত্যু। নিলয় যদি ধর্মীয় চেতনায় আঘাত কারি হয় তবে তার দেশীয় আইনে বিচার হবে কিন্তু বিচারহীন ভাবে কাউকে মেরে ফেলা কিছুতেই যুক্তি যুক্ত নয়।

আর মুষ্টিমেয় কিছু লোকের কর্ম কান্ডর জন্য আপনি একটা জাতিকে দোষী করতে পারেন না, আমি মুসলিম হয়ে যেমন এই হত্যার নিন্দা জানাচ্ছি তেমনি আমার মতো কোটি মুসলিমও এর নিন্দা জানচ্ছে, সত্য ধর্ম মানুষকে সভ্য হতে শেখায় বর্বর হতে শেখায় না, ধর্মের সঠিক শিক্ষা আজ সমাজে পরিচালিত হলে এমন বিচার বহির্ভূত হত্যা হয়তো আর দেখা লাগতো না।

আজ একজন নাস্তিক ব্লগারের মৃত্যু ঘটেছে কিছু মুসলিমের হাতে তাই আপনাদের সেকুলার চেতনার সব আবেগ ঝরে পড়েছে আপনাদের ব্লগে, ফেসবুকে অথবা মিডিয়াতে অথচ আজ র্যাব বা পুলিশের কথিত বন্দুক যুদ্ধে কেউ নিহত হলে অথবা ঠুনকো সন্দেহের বসে গণপিটুনিতে কেউ মারা গেলে তখন কোথায় থাকে আপনার মানবতাবাদি সেকুলার চেতনা অথবা গণজাগরণ মঞ্চের কার্যক্রম?

বেশি বারাবারিতে যাচ্ছিনা রাজন হত্যার কথাই ধরেন যেখানে আপনাদের কয়দিন ফেসবুকে লেখালেখি মানব বন্ধন পর্যন্তই কার্যক্রম শেষ। অথচ ১৯৭১ সালের মানবতা বিরোধীদের ফাঁসি চাই বলে গনজাগরণ মঞ্চের ডাক দিয়ে ফাঁসি কার্যকর না করা পর্যন্ত বাড়ি না ফেরার প্রতিজ্ঞা করে ফাঁসি চাই ফাঁসি চাই বলে জাতিকে উন্মাদ নৃত্য প্রদর্শন করেছেন, তাহলে রাজন হত্যা মামলার আসামিদের ফাঁসি চেয়ে গণজাগরণ মঞ্চের ডাক দিয়ে ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত অবস্থান নিলেন না কেন? রাজাকাররা পরাধীন দেশের শত্রু ছিলো তাদের জন্য এতো কিছু করতে পারলেন আর রাজনের হত্যা কারিরা স্বাধীন দেশের শত্রু হওয়া সত্যেও তাদের ফাঁসির জন্য অন্তত এক মাসের কার্যক্রম গণজাগরণ মঞ্চ হাতে নিতে পারলোনা?

তাহলে রাজন গরিব ছিলো বলে তার জন্য এই অনীহা? নাকি সরকারি মালপানি আর বিরানির অভাবে এই কার্যক্রমকে পিঠ দেখিয়েছেন? এটাই তাহলে আপনাদের মানবতা বাদি মনোভাব? এই দেশে একটা কুত্তার মুল্য আছে কিন্তু আলেম সমাজের মূল্য নাই, তার প্রমান আমরা পেয়েছি হেফাজতে ইসলামের মতিঝিলের কর্মী সমাবেশের উপর প্রশাসনের বর্বরোচিত হামলা থেকে যা প্রচারের কারণে আজও "দিগন্ত চ্যানেল" বন্ধ অথচ আজকের সংবাদের শীর্ষ খবর ব্লগার নিলয় হত্যা কান্ড। এর পরেও বলবেন নাস্তিক সমাজ অবহেলিত?

একজন নাস্তিক মরলে আপনারা সুপার হিরো বানিয়ে দেন অথচ একজন আলেম খুন হলে তার নিউজ টিভি চ্যানেল পর্যন্ত আসেনা, কেনো এই বৈষম্য? মানবতা বাদী মুক্তমনা হলে সবাইকে সম দৃষ্টিতে দেখার চেষ্টা করেন তা না হলে মানবতার বুলি ছারা বন্ধ করেন। নয়তো দেশের জনগনের কাছে আপনারা মুক্তমনার চেয়ে মূত্রমনা অথবা বিষ্ঠামনা হিসেবে বেশী সিকৃতি লাভ করবেন। আর সব কিছু আবেগ দিয়ে ভাবার চেয়ে বিবেক দিয়ে ভাবার চেষ্টা করুণ; না হলে আম ছালা দুটিই হারাতে পারেন।

বিষয়: বিবিধ

১৫২৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334738
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
নাবিক লিখেছেন : মনাদের এইসব চেনা মার্কা কথা-বার্তায় কোনো কাজ হবেনা
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
276772
নৈশ শিকারী লিখেছেন : সমাস্যা হলো বিষ্ঠামনা ছাগু গুলো আজাইরাই ফাল পারে!
334752
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নিলয় যদি ধর্মীয় চেতনায় আঘাত কারি হয় তবে তার দেশীয় আইনে বিচার হবে কিন্তু বিচারহীন ভাবে কাউকে মেরে ফেলা কিছুতেই যুক্তি যুক্ত নয়।
-একমত আছি। ধন্যবাদ..
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
276789
নৈশ শিকারী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File