দৃষ্টি আকর্ষন!!! এই ব্লগে লেখা এটাই আমার প্রথম পোস্ট তাই সকলের দোয়া এবং সহায়তা কামনা করছি।
লিখেছেন লিখেছেন নৈশ শিকারী ০২ আগস্ট, ২০১৫, ০৯:৫৯:০২ রাত
আস সালামু ওয়ালাইকুম, পূর্বে বিভিন্ন ব্লগে লেখা লেখি করলেও এই ব্লগে এটাই আমার লিখা প্রথম ব্লগ; তাই সকলের পক্ষ থেকে শুভ কামনা এবং দোয়া প্রত্যাশা করছি। নিজের ব্যাপারে বলার মতো তেমন কিছু নাই তবু যেই পরিচয়টা দিতে সবচেয়ে গর্ববোধ করি সেটা হচ্ছে আমি মুসলিম। তাছাড়াও নিজের দেয়া একটা নাম আছে আপাতত সেটাই বলছি সামির আল সাইফ, প্রাইভেসির কারনে পিতা-মাতা প্রদত্ত নামটা বলতে পারছিনা কারন ঐ নামটার উপর বহু কালো দাগ রয়েছে।
বয়স ২৮ বছর, পেশায় ব্যাবসায়ী ছিলাম এখন লস খেয়ে দৈন্য দশায় আছি, রাজনীতিকে খুব ভালো না বাসলেও ঘৃনা করিনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার প্রিয় নেতা, বি.এন.পি কে ভালোবাসলেও কোনও দোষে সমালোচনা করতে মোটেও পিছপা হইনা।
কোথায় থাকি সেটা নিদৃষ্ট করে বলতে পারছিনা; তবে এতোটুকুতো বলাই যায় যে ঢাকাতে থাকি। অবসর কাটাই সাধারণত ফেসবুকে, ব্লগে লেখালেখি করে, ইসলাম নিয়ে গবেষনা মূলক কিছু লিখতে এবং পড়তে খুব ভালও লাগে, এটাকেই প্রিয় সখ হিসেবে বেঁছে নিয়েছি।
গঠন মূলক সমালোচনা কারি মুক্তমনাদের সাথে ইসলাম ধর্মের নির্ভূলতা নিয়ে বিতর্ক করতেও ভালোবাসি, তবে যারা নাস্তিকতার মুখোশ পড়ে অন্যান্য ধর্মের হাজার দোষ থাকা সত্যেও শুধু ইসলামকেই অপমান করার চেষ্টা করে তাদেরকে; আমাশয় রোগীর দুর্গন্ধ যুক্ত মলের চেয়ে বেশী ঘৃনা করি তাই এধরনের লোকরা আমার ধারে কাছেও আসার চেষ্টা করবেন না।
নিজের প্রিয় এবং অপ্রিয় মৌলিক ব্যাপারের অনেক কিছু বলে ফেলেছি এইবার কিছু ব্যাক্তিগত বিষয় সম্পর্কে বলি, বৈবাহিক অবস্থা বলতে গেলে বলতে হয় আমি অববিবাহিত আর আমি মনে করি আমার এখনো বিয়ের বয়স এবং যোগ্যতা কোনোটাই হয়নাই কারন আমার বিপদজনক জীবনে কাউকে জড়িয়ে তার জীবনটা নষ্ট করতে চাইনা। এই পৃথিবিতে সবচেয়ে বেশী ভালোবাসি যেই মানুষটাকে তিনি আমার "মা", যদিও শত আগ্রহ থাকা সত্যেও মায়ের পাশে থাকতে পারিনা নিজের জীবনের কিছু ভূলের কারনে।
যাই হোক বুঝতে পারছি লেখার এই পর্যায়ে আপনাদের বিরক্ত করে ফেলেছি সেজন্য ক্ষমা প্রার্থী, আমিও লেখার শেষ পর্যায়ে আছি এখন শুধু একটা কথাই বলতে চাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেনো আপনাদের পাশে থেকে সকলের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক রক্ষা করতে পারি। (ধন্যবাদ)
বিষয়: বিবিধ
১৩১৩ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবার লিখা পড়ুন এবং মন্তব্য করুন। নিজেও লিখতে পারবেন ভাল।
২৮ বছরে বিয়ের বয়স বা যোগ্যতা না হওয়ার কোন কারন নাই!!!
আপনার ব্লগিং সুন্দর হোক।
সফল হোক আপনার শুভ পদচারণা-এই কামনা!
ফুলের শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি। শুভ ব্লগিং....
মন্তব্য করতে লগইন করুন