দৃষ্টি আকর্ষন!!! এই ব্লগে লেখা এটাই আমার প্রথম পোস্ট তাই সকলের দোয়া এবং সহায়তা কামনা করছি।

লিখেছেন লিখেছেন নৈশ শিকারী ০২ আগস্ট, ২০১৫, ০৯:৫৯:০২ রাত

আস সালামু ওয়ালাইকুম, পূর্বে বিভিন্ন ব্লগে লেখা লেখি করলেও এই ব্লগে এটাই আমার লিখা প্রথম ব্লগ; তাই সকলের পক্ষ থেকে শুভ কামনা এবং দোয়া প্রত্যাশা করছি। নিজের ব্যাপারে বলার মতো তেমন কিছু নাই তবু যেই পরিচয়টা দিতে সবচেয়ে গর্ববোধ করি সেটা হচ্ছে আমি মুসলিম। তাছাড়াও নিজের দেয়া একটা নাম আছে আপাতত সেটাই বলছি সামির আল সাইফ, প্রাইভেসির কারনে পিতা-মাতা প্রদত্ত নামটা বলতে পারছিনা কারন ঐ নামটার উপর বহু কালো দাগ রয়েছে।

বয়স ২৮ বছর, পেশায় ব্যাবসায়ী ছিলাম এখন লস খেয়ে দৈন্য দশায় আছি, রাজনীতিকে খুব ভালো না বাসলেও ঘৃনা করিনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার প্রিয় নেতা, বি.এন.পি কে ভালোবাসলেও কোনও দোষে সমালোচনা করতে মোটেও পিছপা হইনা।

কোথায় থাকি সেটা নিদৃষ্ট করে বলতে পারছিনা; তবে এতোটুকুতো বলাই যায় যে ঢাকাতে থাকি। অবসর কাটাই সাধারণত ফেসবুকে, ব্লগে লেখালেখি করে, ইসলাম নিয়ে গবেষনা মূলক কিছু লিখতে এবং পড়তে খুব ভালও লাগে, এটাকেই প্রিয় সখ হিসেবে বেঁছে নিয়েছি।

গঠন মূলক সমালোচনা কারি মুক্তমনাদের সাথে ইসলাম ধর্মের নির্ভূলতা নিয়ে বিতর্ক করতেও ভালোবাসি, তবে যারা নাস্তিকতার মুখোশ পড়ে অন্যান্য ধর্মের হাজার দোষ থাকা সত্যেও শুধু ইসলামকেই অপমান করার চেষ্টা করে তাদেরকে; আমাশয় রোগীর দুর্গন্ধ যুক্ত মলের চেয়ে বেশী ঘৃনা করি তাই এধরনের লোকরা আমার ধারে কাছেও আসার চেষ্টা করবেন না।

নিজের প্রিয় এবং অপ্রিয় মৌলিক ব্যাপারের অনেক কিছু বলে ফেলেছি এইবার কিছু ব্যাক্তিগত বিষয় সম্পর্কে বলি, বৈবাহিক অবস্থা বলতে গেলে বলতে হয় আমি অববিবাহিত আর আমি মনে করি আমার এখনো বিয়ের বয়স এবং যোগ্যতা কোনোটাই হয়নাই কারন আমার বিপদজনক জীবনে কাউকে জড়িয়ে তার জীবনটা নষ্ট করতে চাইনা। এই পৃথিবিতে সবচেয়ে বেশী ভালোবাসি যেই মানুষটাকে তিনি আমার "মা", যদিও শত আগ্রহ থাকা সত্যেও মায়ের পাশে থাকতে পারিনা নিজের জীবনের কিছু ভূলের কারনে।

যাই হোক বুঝতে পারছি লেখার এই পর্যায়ে আপনাদের বিরক্ত করে ফেলেছি সেজন্য ক্ষমা প্রার্থী, আমিও লেখার শেষ পর্যায়ে আছি এখন শুধু একটা কথাই বলতে চাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেনো আপনাদের পাশে থেকে সকলের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক রক্ষা করতে পারি। (ধন্যবাদ)

বিষয়: বিবিধ

১৩১৩ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333245
০২ আগস্ট ২০১৫ রাত ১০:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : স্বাগতম
সবার লিখা পড়ুন এবং মন্তব্য করুন। নিজেও লিখতে পারবেন ভাল।


২৮ বছরে বিয়ের বয়স বা যোগ্যতা না হওয়ার কোন কারন নাই!!!
০২ আগস্ট ২০১৫ রাত ১০:১৯
275371
নৈশ শিকারী লিখেছেন : ধন্যবাদ, আসলে পুরুষ হিসেবে বিয়ের সব যোগ্যতা থাকলেও আওয়ামি দুঃশাষনের দৌরাত্বের কারণে বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে আছি, তাই এই অবস্থায় কাউকে জীবনে জড়ানো মানে তার জীবনটাকেই অনিশ্চয়তায় ফেলে দেয়া, তাই বলেছি আমি বিয়ের যোগ্য না।
333246
০২ আগস্ট ২০১৫ রাত ১০:০৪
রক্তলাল লিখেছেন : আপনাকে স্বাগতম।
০২ আগস্ট ২০১৫ রাত ১০:৩৩
275372
নৈশ শিকারী লিখেছেন : ধন্যবাদ
333247
০২ আগস্ট ২০১৫ রাত ১০:০৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আসসালামু আলাইকুম
আপনার ব্লগিং সুন্দর হোক।
০২ আগস্ট ২০১৫ রাত ১০:৩৮
275374
নৈশ শিকারী লিখেছেন : ওয়ালাইকুমাস সালাম ভাই। আপনাকেও ধন্যবাদ।
333249
০২ আগস্ট ২০১৫ রাত ১০:২১
দুষ্টু পোলা লিখেছেন : আপনাকে স্বাগতম। পিলাচ Applause Applause Thumbs Up
০২ আগস্ট ২০১৫ রাত ১০:৩৯
275375
নৈশ শিকারী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
333250
০২ আগস্ট ২০১৫ রাত ১০:২২
নাবিক লিখেছেন : ব্লগে স্বাগতম, অন্যদের তুলনায় আমিও এই ব্লগে একজন নতুন ব্লগার। আশা করছি আপনাকে সবসময় পাশে পাবো।
০২ আগস্ট ২০১৫ রাত ১০:৫৪
275376
নৈশ শিকারী লিখেছেন : সর্বাত্নক চেষ্টা করবো ভাই, ধন্যবাদ।
333253
০২ আগস্ট ২০১৫ রাত ১১:০২
আবাবীল লিখেছেন : নতুন ভ্রাতাকে আমাদের প্রিয় ব্লগে সু-স্বাগতম।
০৩ আগস্ট ২০১৫ রাত ১২:২০
275378
নৈশ শিকারী লিখেছেন : অসংখ্য ধন্যবাদ ভাই, এই ব্লগে রেজিস্ট্রেশন করার পর সত্যি আমি মুগ্ধ। সামুতে এতোদিন যাবৎ লিখেছি কিন্তু এই ব্লগের ব্লগারদের মতো এতো সহানুভূতিপূর্ণ আচরন আর কোথাও পাই নাই।Angel
০৩ আগস্ট ২০১৫ সকাল ০৮:১৭
275425
আবাবীল লিখেছেন : হুম :Thinking বুঝতে হবে!
333268
০২ আগস্ট ২০১৫ রাত ১১:৪১
আফরা লিখেছেন : আপনার জন্য অনেক অনেক শুভ কামনা এবং দোয়া রইল । অন্যের লিখা পড়ুন মন্তব্য করুন আর আমাদের সত্যও সুন্দর সুন্দর লিখা উপহার দিন ।

০৩ আগস্ট ২০১৫ রাত ১২:২৬
275379
নৈশ শিকারী লিখেছেন : ইনশাআল্লাহ সর্বাত্নক চেষ্টা করবো ভালো লেখা উপহার দেয়ার জন্য! আপনাকে ধন্যবাদ এবং আপনার প্রতি শুভ কামনা রইলো।
333279
০৩ আগস্ট ২০১৫ রাত ১২:৪৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : শুভকামনা রইলো, চালিয়ে যান.....
০৩ আগস্ট ২০১৫ রাত ০১:০২
275382
নৈশ শিকারী লিখেছেন : ধন্যবাদ
333290
০৩ আগস্ট ২০১৫ রাত ০২:১৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! এই ব্লগে স্বাগতম আপনাকে.....শুরু করুন আপনার লেখার জীবন এখান থেকে! আর আমাদেরকে নতুন কিছু শেখার সুযোগ করে দিন! পরামর্শঃ বেশী বেশী পড়ুন, মন্তব্য করুন প্রতিদিন অন্তত একটি লেখা দিতে ট্রাই করুন! কল্যাণকর হোক আপনার ব্লগীং জীবন! সময় করে আসবেন আমার ব্লগ পাড়ায়.......!
০৩ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৬
275428
নৈশ শিকারী লিখেছেন : ওয়ালাইকুমাস সালাম, ইনশাআল্লাহ নিজের সমস্ত বুদ্ধিমত্তার প্রয়োগ করে আপনাদেরকে ভালো লেখা উপহার দেয়ার চেষ্টা করবো, মুল্যবান পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ, বর্তমানে একটু ব্যাস্ত কিন্তু সময় পেলেই আপনার ব্লগে যাব কথা দিলাম।
১০
333299
০৩ আগস্ট ২০১৫ রাত ০৪:৩২
কাহাফ লিখেছেন : ব্লগাংগিনায় আপনাদের মত বিশ্বাসী ব্লগারদের প্রয়োজনীয়তা খুউব বেশী!
সফল হোক আপনার শুভ পদচারণা-এই কামনা!
০৩ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৯
275429
নৈশ শিকারী লিখেছেন : ধন্যবাদ ভাই দোয়া করবেন যেনো আপনাদের পাশে থাকতে পারি।
১১
333410
০৩ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
ফুলের শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি। শুভ ব্লগিং....
০৩ আগস্ট ২০১৫ রাত ০৯:২৩
275559
নৈশ শিকারী লিখেছেন : ধন্যবাদ
১২
337298
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার ফেসবুক লিংক দিনতো!!
২১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০০
279011
নৈশ শিকারী লিখেছেন : আমার এমনিতেই অনেক শত্রু, তার উপরে নিয়মিত ক্ষমতাসীন দলের সমালোচনায় লিপ্ত আছি আর ঘাড়ের উপর মামলার অভাব নাই তাই এই পাবলিক প্লেসে লিংটা দিতে পারছিনা; প্লিজ কিছু মনে কইরেন না, আমার মতো যদি আপনার সমাস্যা না থাকে আপনার লিংকটা দিন।
২১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
279020
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লিংকটা মুছে দিয়েন।
২২ আগস্ট ২০১৫ রাত ১২:৫৬
279073
নৈশ শিকারী লিখেছেন : Done
২২ আগস্ট ২০১৫ রাত ০১:৫৩
279080
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Facebook a asun
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪৬
279094
নৈশ শিকারী লিখেছেন : Winking
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:২৪
279123
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লিংক দিতে বললেন দিলাম!!! যোগাযোগতো হলোনা!!
২২ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৩
279141
নৈশ শিকারী লিখেছেন : আমি টেক্সট পাঠিয়েছি ইনবক্স চেক করে দেখুন, আর আপনার ফ্রেন্ডস প্রাইভেসিটা পাবলিক করা আছে "অনলি মি" করে দেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File