একটি চিঠি
লিখেছেন লিখেছেন বাংলার ডাকু ১৭ আগস্ট, ২০১৫, ১০:০৭:২৯ রাত
প্রিয় তুমি,
তোমাকে একটা চিঠি লিখতে
ইচ্ছে হচ্ছে কিন্তু চিঠিতে কি
লিখবো তা কিছুতেই বুঝে উঠতে
পারছিনা| অনেক্ষন খাতা কলম
নিয়ে বসেছিলাম কিন্তু একটি
অক্ষরও লিখতে পারিনি| ধীরে
ধীরে হয়ত সবকিছুই হারিয়ে
যাচ্ছে আমার থেকে , তুমিতো
হারিয়েই গেছো, সৃতি শক্তিও
প্রায় হারিয়েই গেছে এখন আবার
তোমাকে লেখার মত ভাষাও
হারিয়ে ফেলছি| আবার আমি
ফিরে পেতে চাই সেইসব
দিনগুলো যে দিনগুলোর কথা এখন
আর আমার মনেনেই| তুমি কি
ফিরিয়ে দেবে আমাকে আমার
সেইসব দিনগুলো.?? (তোমার
কাছে লেখাটা পৌছবেনা জেনে
একপ্রকার আনন্দ পচ্ছি) যাইহোক
ভালো থেকো..
ইতি আমি
বিষয়: বিবিধ
১০১৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন