কুকুর হত্যার বিচার

লিখেছেন লিখেছেন বাংলার ডাকু ১১ আগস্ট, ২০১৫, ০৭:৪৯:৪০ সকাল

সংবিধানের ১২নং অনুচ্ছেদ

মতে,সংবিধানের মূলনীতি ধর্ম

নিরপেক্ষতা বজায় থাকবে এবং

কোন ধর্মের প্রতি নিপীড়ন -

কটুক্তি সংবিধান পরিপন্থী!!

এবং সংবিধান লংগন কারী

দেশদ্রোহী হিসেবে বিবেচিত!!

তাহলে দেশদ্রোহী র হত্যা

নিয়ে এত হাহুতাশের কি আছে???

আর যদি বলো মানবতার কথা!!!

তবে বলি যুদ্ধাপরাধী রাও

মানুষ!!!

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335062
১১ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৫
নাবিক লিখেছেন : হুম
335065
১১ আগস্ট ২০১৫ সকাল ০৮:৫১
হতভাগা লিখেছেন : সংবিধানের ১২নং অনুচ্ছেদ

মতে :

সংবিধানের মূলনীতি ধর্ম নিরপেক্ষতা বজায় থাকবে এবং কোন ধর্মের প্রতি নিপীড়ন -কটুক্তি সংবিধান পরিপন্থী!!এবং সংবিধান লংগন কারী
দেশদ্রোহী হিসেবে বিবেচিত!!


০ ইসলাম ধর্মের চেয়েও বড় বিষয় , এটা শুধু ধর্মই নয় । এটা একটা পূর্নাঙ্গ জীবন বিধান ।

সংবিধানে কিন্তু ধর্মের কথা বলা আছে । তাই যারা ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে তারা সংবিধানের ফাঁক গলিয়ে বুঝে শুনেই ইসলামের ব্যঙ্গ করে । তারা জানে যে তারা কোন ধর্ম নিয়ে ব্যঙ্গ করছে না , তারা ব্যঙ্গ করছে একটা জীবন বিধান নিয়ে।

হিন্দু ধর্ম বা খৃষ্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম নিয়ে কাব যাব কিছু বললে সেটাই বরং সংবিধানের এই ১২ নং অনুচ্ছেদ লঙ্ঘনের আওতায় পড়ে যাবে , যেটা ইসলামকে নিয়ে বললে হবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File