প্রশ্নের উত্তর পাল্টা প্রশ্ন

লিখেছেন লিখেছেন বাংলার ডাকু ০৬ আগস্ট, ২০১৫, ১২:২২:৪৯ রাত

প্রশ্ন হচ্ছে আমি সৃষ্টিকর্তকে

দেখিনি তবে বিশ্বাস করব

কেনো..??

পাল্টা প্রশ্ন হচ্ছে তুমি বিগ

ব্যাং দেখনি তবে বিশ্বাস

করো কেনো..??

উত্তর হচ্ছে বিগ ব্যাং

বৈজ্ঞানিক সুত্র দ্বারা

প্রমানিত

প্রতিত্তোর হচ্ছে সৃষ্টিকর্তা

কোরআন দিয়ে প্রমানিত

প্রশ্ন হচ্ছে আমি কোরআন

বিশ্বাস করবো কেনো..??

পাল্টা প্রশ্ন হচ্ছে তুমি

বিজ্ঞানের সুত্র বিশ্বাস

করবা কেনো..??

উত্তর হচ্ছে সুত্রগুলা

বিশ্বাসযোগ্য তাই

প্রতিত্তোর হচ্ছে কোরআন

তারচেয়েও কয়েকশ কোটি গুন

বিশ্বাসযোগ্য

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333986
০৬ আগস্ট ২০১৫ রাত ০২:০৯
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৫:৩৩
276111
অপি বাইদান লিখেছেন : কোরাণ বলেছে কোরাণ সত্য। গোয়ালা বলেছে তার দুধ খাঁটি।
০৭ আগস্ট ২০১৫ রাত ০২:৩৮
276336
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : অপি বাইদান@ এই পোষ্টে যেই বিগ ব্যঙ্গ সমর্থন যারা করছে তাদের দেয়া উত্তরের উপর ভিত্তি করে একটি উত্তর দেয়া হয়েছে।
আর আপনার মত জ্ঞানী লোকেরা যদি বলেন যে কোরান বলেছে কোরান খাটি সেটা আমি মানি না। তাহলে যেভাবে মানেন সেভাবেই প্রমাণ করা যায় যে কোরান খাটি। কিন্তু আপনি মানেন না তো। কোনো কথায় আপনি পেরে না উঠলে অন্য দিকে চলে যান। এটা কি জ্ঞানী মানুষের সাজে?
333990
০৬ আগস্ট ২০১৫ রাত ০২:৪৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখা অল্প হলেও কথার গুরুত্ব আছে ধন্যবাদ।
333999
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৫:০৫
কাহাফ লিখেছেন : চমৎকার চমৎকার চমৎকার!!!
334022
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৮:২৭
নাবিক লিখেছেন : ভালো বলেছেন
334037
০৬ আগস্ট ২০১৫ সকাল ১০:২৮
দ্য স্লেভ লিখেছেন : এক স্রষ্টাকে প্রমান করার আরও বুদ্ধিবৃত্তিক উপায় রয়েছে। ঘটনা যেভাবে বর্ণনা করলেন তাতে শুধু প্রশ্ন তৈরী হল এবং দুজন প্রশ্ন তৈরী করে দু-পথে হেটে চলে গেল...আর কিছু হলনা Happy
334234
০৭ আগস্ট ২০১৫ রাত ০২:৪৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল. অনেক ধন্যবাদ
334306
০৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৭
বাংলার ডাকু লিখেছেন : সবাইকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File