বাস্তবিক আমার সাথে ভার্চুয়ালি আমি
লিখেছেন লিখেছেন বাংলার ডাকু ০২ আগস্ট, ২০১৫, ০৩:১১:৩৮ দুপুর
বাস্তবিক আমার
সাথে ভার্চুয়ালি আমার কোন
মিল
থাকেনা..
বাস্তবিক আমার ফোনে পর্ণ
ভিডিও
দিয়ে মেমরি ফুল থাকে।
আজানের সময়
মসজিদের সামনেদিয়ে যাই অথচ
ভুলেতেও মসজিদে ঢুকিনা|
রাস্তায়
মেয়ে দেখলেই কোমরের
নিচে কাপাকাপি চালু হয়ে যায়
মনের
ভিত্রে গান বাজে “ধাক ধাক
কারনে লাগা আমোরা জ্বিয়ারা
ডারনে লাগা”
অথচ সেই আমি ভার্চুয়ালি একজন
ধার্মিক|
এরে ওরে হাদিস
শুনায়া বেড়াই, নারীদের
পর্দা নিয়া লেখালেখি করি,
আবার
শুক্রবারে সবাইকে নামাজের
আহব্বান
দেই..
অপরদিকে আমি নাস্তিক হলেই
ভাবা শুরুকরি “ওরে আমি কি হনু
রে”
নিজেকে সবচেয়ে বেশি সাহসি
ও
যুক্তিবাদি বলে মনেকরি|
মনেকরি মানবতা শুধু আমার
ভেতরেই আছে আর
কারও ভেতরে নাই| “ছলছল
চোখে ২টা টাকার আশায় কচি
দুটি হাত যখন
আপনার সামনে বারিয়ে দেয়
তখন কি আপনার
হৃদয় কাদেনা..?” এই টাইপ
লেখা ভার্চুয়ালে পোষ্ট করি|
কিন্তু সেই আমিই শহরে
পকেটমার
ধরা দেখলে আনন্দের সহিত
২টা লাত্থি দিয়া আসি|
পকেটমাররে কোপাইতে যে কি
মজা যদি সেইটা মহিলা
পকেটমার
হয় ওপস্ তাইলে তো কথাই নাই|
রাইতের
বেলা একটু একটু ভুতের ভয়ও পাই|
মনেহয়
মনের ভিতরে একটু একটু
আস্তিকতাও আছে..
তখন
সব যুক্তি ভুলে দোয়া পড়াও
শুরুকরি..
আজব সবই আজব
আজব ক্যারেক্টার আমাদের.
আমাদের ভার্চুয়ালি আমাকে
বাস্তবিক
আমাতে রুপান্তরিত করতে হবে|
নাস্তিকতা চাইনা |
চাইনা অমানবিকতা| চাই একটি
সুষ্ঠ সমাজ|
ভালবাসা চাই সবার প্রতি|
মানুষ পরিবর্তন
হবে সমাজ পরিবর্তন হবে একটি
উন্নত
দেশের
উন্নত মানুষ হব
আমরা এটাই আশা রাখি....
বিষয়: বিবিধ
১১৬৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন