ছায়ালীন
লিখেছেন লিখেছেন ইকবাল হোছাইন পরশ ১৭ আগস্ট, ২০১৫, ০৬:১৩:০৬ সন্ধ্যা
বিকেলের মেঘে খেলাকরি আমি
আঁকি
তোমার অস্ফুট মুখখানি লিলুয়া
বাতাসে
আলুথালু তোমার চুল
মুখটা আড়ালে ঢাকা কেন? বৃত্তপথে
পৃথিবীর সময় আবার এখানে এনে দেয়
উড়াল
এই বিকেল,
বাতাসে উড়তে থাকা প্রিয় তোমার
শাড়ির আঁচল
ঢেকে দেয় আমায় মোহনীয় শূণ্যতায়
আলোরা খেলা করে যেখানে
আমার ভালোলাগার একচিলতে রদ্দুর
সেখানেই আমার স্বপ্নিল পৃথিবী তুমি
সেখানে নেই কেন?
আমি হেঁটে বেড়াই অচেনা পথে
যেখানে স্বপ্নালু চোখ কিছু খুঁজে
বেড়ায়
পার্কের
বেঞ্চিতে কিংবা খরস্রোতার
প্রতিটি
বাঁকে
ভীষণ আঁধারে আর
ডানামেলা গাংচিলে আটলান্টিক
পেরিয়ে বহু দূরে আর গ্র্যান্ড
ক্যানিয়নের
উদাসি রুক্ষতায়
তবু তুমি আড়ালেই থাকো ছোঁয়ার
বাইরে
রংধনু হয়ে বহুদৃূরে
থাক তুমি পাশাপাশি অনুভবে ছায়ার
মাঝেই বসবাস তোমার হয়ে যাও
ছায়ালীন।
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন