গেল সেপ্টেম্বর মাসের সেরা লেখা.....!!

লিখেছেন লিখেছেন সেরা ব্লগ নির্বাচক ০৩ অক্টোবর, ২০১৫, ১১:১৩:৩৭ রাত



সম্মানিত ব্লগার ও ভিজিটর.... আস্সালামু আলাইকুম, আপনাদের কাছে আমরা অঙ্গীকার করেছিলাম প্রতিদিনের প্রকাশিত লেখার মাঝ থেকে একটি সেরা লেখা বাছাই করে মাসের শেষে পুরো মাসের সেরা লেখা এক সাথে উপহার দেব!!

যাতে করে ব্যস্ততাময় জীবনের কারনে প্রতিদিন যারা ব্লগে ভিজিট করার সুযোগ পাননা অথচ ভালো পাঠক, তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা.....!

প্রতিদিন একটি লেখা সেরা খুঁজতে গিয়ে নির্বাচকদের মধ্যে মতভিন্নতা দেখা দিয়েছে অনেক সময়, বিশেষ করে যে দিনটিতে একাধিক ভালো লেখা পোস্ট দিয়েছেন ব্লগারেরা....! মতভিন্নতা ও লেখার মান বিবেচনা করে একই দিনের ২টি লেখাও যুক্ত করতে হয়েছে....।

আমাদের সংগ্রহ ও লেখা নির্বাচন বিষয়ে পরামর্শ, মতামত, ভালো লাগা মন্দ লাগা জানিয়ে যাবেন, যাতে করে আমাদের ভুলত্রুটি ও ভালো মন্দের ব্যাপারে অবগত হতে পারি।।

বিঃদ্রঃ ১/২/৩ তারিখের সিরিয়াল হিসাবে দেয়া হয়েছে, লেখার শ্রেষ্ঠত্ব হিসাবে নয়, আমরা মনে করি নির্বাচিত সকল লেখা'ই সেরা।

শুভেচ্ছান্তে *সেরা ব্লগ নির্বাচক*

১.নিজের মনুষ্যত্বকে গড়ে তোলা,চরিত্রকে উন্নত করা ও সর্বোপরি সমস্ত অপরাধকে নিজের জীবন থেকে পরিহার করা।সেজন্য পরকে না জেনে আগে নিজেকে জানতে ও বুঝতে শিখুন।আপনার পরীক্ষা আপনি করে নিন আপনার সমাজে আপনি কতটুকু নৈতিক বলে বলিয়ান।আপনি ভাল হলে সমাজের প্রতিটি মানুষ যেমন জানবে তেমনি আপনিও জানাবেন নিজেকে। পরকে জানার আগে নিজেকে জানতে শিখুন। লিখেছেনঃ ((মহিউদ্দীন)) ১ সেপ্টেম্বর

২.(ক) বিপদেই বন্ধুর পরিচয়। এই ছোট্ট কথার মর্মার্থ আপনি তখনি বুঝবেন, যখন বিপদ আপনাকে ঝেঁকে বসবে, একটু সহযোগিতা পাবার আশে দহরম মহরম বন্ধুদের দ্বারে দ্বারে ঘুরে এক বুক হতাশায় দুমড়ে মুচড়ে যাবেন। ‘বুন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল’ কথাটি বড্ড পরিহাস মনে হবে। শিল্পীর ভাষায় শুধু প্রশ্নই করে যাবেন, ‘মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু! রোগ ছড়ানোর ভয়ে সবাই পালিয়ে বেড়ালে রোগীকে সারিয়ে তুলবে কে? লিখেছেনঃ (( গাজী সালাউদ্দিন)) ২ সেপ্টেম্বর

২. (খ) ডা.এ.এস. বেকার টাঙ্গাইলের মধুপুর গড়ে চার একর জমির উপর ‘কাইলাকুড়ি হেলথ কেয়ার সেন্টার’ প্রতিষ্ঠিত করেছিলেন । সেখানে তিনি দরিদ্র গ্রাম বাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেন । গ্রাম বাসীরা তাঁকে ‘ডাক্তার ভাই’ বলে ডাকত ।

৩/৪ বছর আগে ইত্যাদিতে দেখেছিলাম ড.এড্রিক সাজিশন বেকারকে । ডাঃ এড্রিক সাজিশন বেকার কে মানবসেবার জন্য মরনোত্তর সম্মাননায় ভূষিত করা হোক লিখেছেনঃ চাটিগাঁ থেকে বাহার ২ সেপ্টেম্বর

৩. # যারা বলত, কোরআন মোহাম্মদ সঃ নিজেই রচনা করে আল্লাহর নামে চালাচ্ছে, তাদের জবাব হিসেবে বলা হয়েছে৷ এই যে খবর গুলো যা আপনিও জানতেননা বা মুশরীকরাও জানত না, আমি ওহীর মাধ্যমে জানাই তাই আপনি জানেন৷ আগের রুকুর শেষ আয়াতটিতেও ঠিক এমন কথা বলা হয়েছে৷ @@@--এবং পাপিষ্টদের ব্যাপারে আমাকে কোন কথা বলবেন না, অবশ্যই তারা ডুবে মরববে@@@ লিখেছেনঃ ((শেখের পোলা)) ৩ সেপ্টেম্বর

৪. আসুন ! আমরা জনগণকে সাথে নিয়ে ইসলামী গণজাগরণ মঞ্চ বানিয়ে ইসলামবিদ্বেষ ও নাস্তিকতা প্রচার করার জন্য ড. জাফর ইকবাল-সহ গরু করবানীর মধ্যে পরিবেশ দুষণ খুজে পাওয়া লোক এবং ইসলাম ও মুসলিমবিদ্বেষী লোকদের শাস্তির দাবিতে সোচ্চার হই । যারা এই কর্মকান্ড শুরু করতে আগ্রহী তারা হ্যা বলুন । জাফর ইকবালের সেক্সি ড্যান্স ও অপরাধ লিখেছেনঃ ((মোহাম্মদ ফখরুল ইসলাম)) ৪ সেপ্টেম্বর

৫. এসময়েই মানুষ তার জীবনের ভিত্তি রচনা করে। কোন সারিতে নিজেকে দাঁড় করাবে, সমাজের মানুষ তাকে একজন ভাল চরিত্রবান, ন্যায়পরায়ন, সাহসী, ইমানদার যুবক হিসাবে চিহ্নিত করবে ক

মানুষের যৌবন কাল আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। লিখেছেনঃ ((সুমন আহামেদ)) ৫ সেপ্টেম্বর

৬. (ক) অবশেষে লাশের এধরনের পতনে, পচা থেকে গল গল করে পচন রস বের হতে লাগল। মুহূর্তে ছোট্ট গাঁয়ের ঠিক মাঝখানে ভয়ানক দুর্গন্ধ, বীভৎস ও কদাকার পরিস্থিতি তৈরি হল। অবস্থা এমন হল যে, গরুর ছিন্নভিন্ন পচা লাশকে, একমাত্র বালতিতে ভরে নেওয়া ছাড়া আর গত্যন্তর রইল না! ভক্ত কূলের বিরাট মিছিল, পুলিশের পিটুনি ছাড়াই ছত্রভঙ্গ হয়ে গেল! মানুষ নাক ধরে জ্ঞানশূন্য হয়ে দিক্বিদিক ছুটল, গাঁয়ের অসহায় মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে উল্টো গাঁ ছেড়ে পালাল। আচানক! এলাকায় এক দরবেশের অভ্যুদয় (রসাত্মক কাহিনীর শেষ পর্ব) লিখেছেনঃ নজরুল ইসলাম টিপু ৬ সেপ্টেম্বর

৬. (খ) ও যদি দেখেন কোন লোকের প্যান্ট,শার্ট, জুতো ইত্যাদিতে সাদা পেস্ট এর মতো জিনিস লেগে আছে,সবসময় একটা বিরক্তির ভাব,মেজাজ খিটখিটে তাকে দেখে পেইন্টার মনে হলেও তিনি আসলে হাড্ডি-গুড্ডির মানে অর্থপেডিক্স এর ডাক্তার রম্য রচনাঃ ডাক্তার চেনার সহজ উপায় লিখেছেনঃ ((শুভ কবি)) ৬ সেপ্টেম্বর

৭. সমকামিতার মত একটি মানসিক বিকৃতি কে এভাবে দেশের মধ্যে প্রচলিত হতে দিয়ে আমরা মনে হয় কওমে লুত এর পরিনতি বরন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের রক্ষা করবেন কি? যদি আমরা নিজেদের রক্ষা না করি। কওমে লুত পরিনতির দিকে আমরা লিখেছেনঃ ((রিদওয়ান কবির সবুজ)) ৭ সেপ্টেম্বর

৮. আপনার একটি লেখাও যদি হয় আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, খাঁটি মুসলমান বানানোর জন্য তবে এই ব্লগ থেকে আপনি আমি কিছু না পেলেও আল্লাহর কাছে পাবো বিরাট প্রতিদান! সেই প্রতিদানের আকাংখা বুকে নিয়ে, সকল হতাশা মুছে লিখতে থাকুন আপনার মগজের ভাঁজে ভাঁজে থাকা জ্ঞানের কথা মালাকে! আর বিলিয়ে দিন সবার মাঝে! যেমন ভাবে মালির প্রচেষ্টা আর যত্নের ফলে মরা গাছেও ফুল ফোটে! আপনার প্রচেষ্টায় হয়তো কোন বিপথগামি সঠিক পথের সন্ধান পাবে! আর তার সওয়াব ও আপনার আমলনামার একাউন্টে জমা হতে থাকবে! হতাশা কিসের? লিখেছেনঃ ((মাহবুবা সুলতানা লাইইলা)) ৮ সেপ্টেম্বর

৯. (ক) আমরা কাবা’র দিকে মুখ করে দাড়াই, মক্কায় অবস্থিত আল্লাহর পবিত্র ঘরের দিকে, এ সত্য উপলব্ধি করে যে দুনিয়ার সকল মুসলমানেরই মুখ- সে যেখানেই থাকুক না কেন- প্রার্থনায় এই ঘরের দিকেই ফেরানো হয়, আর আমরা সকলে মিলে একটি মাত্র দেহের শামিল এবং আল্লাহ হচ্ছেন আমাদের ধ্যান-ধারণার কেন্দ্র। বিশ্বাস ও বুদ্ধির দ্বন্দ্বঃ আত্মা দেহের অবিচ্ছেদ্য সম্পর্ক লিখেছেনঃ ((আবু সহাফ)) ৯ সেপ্টেম্বর

৯. (খ) সুদীর্ঘ বিরতির পর একগুচ্ছ অনবদ্য সংগীত নিয়ে আবারো আমাদের মাঝে ফিরে এসেছেন মুসলিম উম্মাহর জাতীয় কবি, আলেম, দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ, ইসলামি সংগীত কিংবদন্তি জাগ্রত কবি "মুহিব খান"। জাগ্রত কবির নতুন এলবাম "দাস্তান ই মুহাম্মদ" লিখেছেনঃ (((ব্লগার সাজিদ আল সাহাফ))) ৯ সেপ্টেম্বর

১০. (খ) বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ভ্যাট দেওয়া আর পরোক্ষভাবে আমাদের উপর ভ্যাট চাপানো একই কথা।আর আপনি কোন ২৮ টি পাইভেট ভার্সিটির স্টুডেন্টের দেখলেন,যাদের দৈনিক হাতখরচই ১০০০/- ???আপনার এই সব পাগলামি পাবনা পাগলাগারদে যেয়ে করেন। Frustrated Frustrated Frustrated নো ভ্যাট অন এডুকেশন Frustrated Frustrated Frustrated লিখেছেনঃ ((এ,এস,ওসমান)) ১০ সেপ্টেম্বর

১১.*'হুর' কুরআন মজীদের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে এবং সবখানেই বহুবচন, যদিও কোন নির্দিষ্ট সংখ্যা বরাদ্দ নয়। তারা লিঙ্গ নির্বিশেষে সব মুসলমানদের জন্যই। 'হুর' কি? হুর কি শুধু জান্নাতি পুরুষেদের জন্যইই?? জান্নাতি নারীদের রিওয়ার্ড কি কুরআন কি বলে??? ***************রিওয়ার্ড কি? কুরআন কি বলে? ********* লিখেছেনঃ ((মুক্ত কন্ঠ)) ১১ সেপ্টেম্বর

১২.যখন কেউ সফরে শুরুতেই ঘর থেকে বের হওয়ার দোআ পড়ে নেয়, বিসমিল্লাহ বলে বাহনে পা রাখে, বাহন চলা শুরু করলে সফরের দোআ পড়ে , উপরে উঠার সময় আল্লাহু আকবর , নিচে নামার সময় সুবহানাল্লাহ পড়ে তখন ব্যক্তিটি যেমন মানসিক সুস্থতা লাভ করে তেমনি তাঁর রবের সাথেও সম্পর্ক দৃঢ় ও মজবুত হয়।সফরের পূর্ব কথা.... লিখেছেনঃ ((সাদিয়া মুকিম)) ১২ সেপ্টেম্বর

১৩.(ক) মসজিদ থেকে এশার আজানের সুর ভেসে এলো। এতক্ষণ শাকিলের পথপানে চেয়ে অপেক্ষায় ছিলেন বলে সময় গড়াচ্ছে তার খেয়াল ছিলোনা। এখন এশার আজান শুনে তার মনটা আছানক কি জানি করে উঠলো। এত রাত হলো, এশার আজান হচ্ছে অথচ তার ছেলে এখনো ঘরে ফেরেনি । *****মায়ের ভালোবাসা***** লিখেছেনঃ ((প্যারিস থেকে আমি)) ১৩ সেপ্টেম্বর

১৩. (খ) মানবতার কথা পৃথিবীর প্রত্যেকটি ধর্মেই বলা আছে। দিন দিন মানুষ যেমন ধর্ম বিমূখ হচ্ছে, ধর্মের প্রতি অনিহা দেখাচ্ছে, তেমনি মানবতাহীন হয়ে যাচ্ছে। একজন পানিতে ডুবে মরছে, অন্যজন বাচাতে সাহায্য না করে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ছে। মুক্তমনা কি জিনিস? খায় না মাথায় দেয়? লিখেছেনঃ ((আবু জান্নাত)) ১৩ সেপ্টেম্বর

১৪. শাদ্দাদের বেহেশত বানানোর এই কাহিনী একেবারেই অবাস্তব ও কাল্পনিক; নির্ভরযোগ্য কোনো দলীল দ্বারা তা প্রমাণিত নয়। যারা এটি উল্লেখ করেছেন তারা ইসরাঈলী বর্ণনা থেকে তা এনেছেন। এজন্যই ইমাম ইবনে কাসীর ও আল্লামা ইবনে খালদুনসহ আরো অনেকেই এ কিসসাকে অবাস্তব ও কাল্পনিক বলে অভিহিত করেছেন। Rose Good Luck শাদ্দাদ ও তার বেহেশত Rose লিখেছেনঃ ((নাবিক)) ১৪ সেপ্টেম্বর

১৫.(ক) হে লোকসকল! শুনে রাখ, মুসলমানরা পরস্পর ভাই। সাবধান! আমার পরে তোমরা একজন আরেকজনকে হত্যা করার মত কুফরী কাজে লিপ্ত হয়োনা। হে লোকসকল! আল্লাহ্‌ প্রত্যেকেই তার যথাযথ অধিকার দিয়েছেন। সুতরাং উওরাধিকারীর জন্য কোনরূপ ওসীয়ত কার্যকর হবে না। বিদায় হজ্জের ভাষণ লিখেছেনঃ ((মুসলমান)) ১৫ সেপ্টেম্বর

১৫. (খ) মা'পাখিটি যেমনি ভাবে

করবে আদর যত্ন

আমার কাছে বে-ইন্সাফি

থাকে যদি আবদ্ধ।। পাখির ছানা_(শিশুতোষ ছড়া) লিখেছেনঃ ((আবু তাহের মেয়াজী))

১৬.হঠাৎ আমার মনেপড়লো

কোরআনের আয়াতরে,

তুমি মহান রহমান

আরশের উপরে। অন্তরের ভালোবাসা শুধুই তোমার জন্য Day Dreaming লিখেছেনঃ ((ছালসাবিল)) ১৬ সেপ্টেম্বর

১৭. এখানে জঙ্গি আটক, সেখানে জঙ্গি আটক, ওখানে ব্লগার খুন, ওখানে আনসারুল্লাহর প্রধান আটক..... দুদিন পরেই আবারও শুনি আনসারুল্লাহর প্রধান আটক, অমুক জঙ্গি সংগঠনের প্রধান আটক। কিরে ভাই একই সংগঠনের কয়জন প্রধান থাকেন?? দুদিন পর পরই শুধু প্রধানরাই আটক হন কোথা থেকে?? জনাব সজিব ওয়াজেদ.... জামায়াতে দোষে 'কালিমা' কেনো দুষ্ট হবে? লিখেছেনঃ ((আহামেদ ফিরোজ)) ১৭ সেপ্টেম্বর

১৮. চাইলেই আমরাও আমাদের ক্যামেরার ল্যান্স কাজে লাগিয়ে আমাদের সমাজের অনেক অসংগতি তুলে ধরতে পারি সারা বিশ্বের কাছে। সেলফি নিয়ে পাগলামি....... আসুন নিজেদের ক্যামেরা লেন্সকে একটু ভালো কাজে লাগায়...... লিখেছেনঃ ((Blogger Nil)) ১৮ সেপ্টেম্বর

১৯. (ক) ক্ষণিকের উচ্ছ্বাস, মোহ মেটাতে গিয়ে যে অবৈধ শিশুর জন্ম হচ্ছে তার ভাগ্য ময়লার স্তুপে চাপা পড়ে যাবে কেন ? কাকে দোষ দেব আর কাকে নয়-তা ভেবেই মিলাতে পারছি না । পুতুলের মত ফুটফুটে দেহ, যে দেহ মায়ের নিরাপদ আদরের আঁচলে জড়িয়ে থাকার অধিকার নিয়ে পৃথীবিতে আসে সেই দেহটি যখন কাক-কুকুরে ছিঁড়ে খায় তখন এর অভিশাপ কার ওপর বর্তাবে ? পশুর জৈবিক বৃত্তি পূরণের পদ্ধতিও তো মানুষের চেয়ে উত্তম দেখছি। ডাস্টবিনে পড়ে থাকা নিতর দেহ লিখেছেনঃ ((রাজু আহমেদ)) ১৯ সেপ্টেম্বর

১৯ (খ) তাঁদের কবরের পরিচর্যা করা, কবরে মোমবাতি-আগরবাতি জ্বালানো, কবরের উপর মোশারী টাঙ্গানো, জন্মদিবস-মৃত্যুদিবস পালন এবং প্রতিবছর তাঁদের সন্মানে ওরস করা কর্তব্য। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে জান্নাতুল বাকি........

আমিও মনে করি পীর ধরা ফরজ, জান্নাতে যেতে হলে আপনাকে পীর ধরতে হবে। লিখেছেনঃ ((দিল মোহাম্মদ মামুন)) ১৯ সেপ্টেম্বর

২০.(ক) ৭০২হি.রজব মাসে নির্ভরযোগ্য সূত্রে তাতারীদের আক্রমনের খবর আসলো। ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহ) নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে তৈরি হলেন। মিশরের সুলতানও সসৈন্য তাতারীদের বিরুদ্ধে যুদ্ধ করার নিমিত্তে এসে পৌছালেন। ইমাম সমস্ত আমীরদের নিকট হতে নিজেদের সর্বস্ব বিলিয়ে শত্রুর মোকাবেলা করার শপথ আদায় করলেন। ইমাম আহমদ ইবনে তাইমিয়াহ (রহ.) লিখেছেনঃ ((চিরবিদ্রোহী)) ২০ সেপ্টেম্বর

২০(খ) পারভীন আপা ,আমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখেন। প্রবাসে চলে যাবে তাই সবাইকে বলছি। মেয়েটা একটু শুধু যেন আমার মা বাবার সাথে থাকতে চায়। যৌথ সংসার বনাম একক সংসার প্রথম পর্ব লিখেছেনঃ ((সত্যলিখন)) ২০ সেপ্টেম্বর

২১. যারা বিশেষজ্ঞ হতে চায় তাদেরকে আরো দীর্ঘমেয়াদী রেসিডেন্সী করা লাগে। সফলতার সাথে রেসিডেন্সী শেষ করার পরেই কেবল একজন ডাক্তারী করতে পারে, তাও আবার প্রফেশনাল বোর্ড কর্তৃক সনদ প্রাপ্ত হবার পর। তার মানে উচ্চ মাধ্যমিক পাস করার পরে একজন ছাত্রকে কমপক্ষে আরো ১১ বছর নিরবচ্ছিন্ন পড়াশোনা ও ট্রেনিং করতে হবে ডাক্তার হিসেবে কাজ শুরু করার জন্য। এতে পেশাদারিত্ব ও মেডিকেল নৈতিকতার দীর্ঘ সবকও নিতে হয় তাদের। এ জন্য ডাক্তারী করতে শুরু করতে এখানে একজন সাধারণত ৩০ বছর বয়সে পৌঁছে যান। ডাক্তারি শিক্ষা ও ডাক্তারী করাঃ বাংলাদেশ ও আমেরিকার সংক্ষিপ্ত প্রক্ষিত লিখেছেনঃ ((আবুসামীহা)) ২১ সেপ্টেম্বর

২২. পাঠক, এত উদাহরণ টানার কারণ হল, ইসলাম বিদ্বেশীরা বিশেষত বাংলাভাষী ইসলাম বিদ্বেশীরা যয়নাব (রাঃ) এর সাথে রাসূল ﷺ এর বিবাহের ব্যাপারটি কালিমালিপ্ত করার জন্য সর্বদা জোড়াতালি মারা দুটি গল্প প্রচার করে থাকে সেগুলো হল........ সাদাচোখে বিশ্লেষন: "যায়নাব বিনিতে জাহাশ (রাঃ) এর সাথে মুহাম্মদ ( সাঃ ) এর বিয়ে কি অজাচার (Incest) ছিলো, নাকি ইতিহাস নিয়ে ইসলাম বিদ্ধেশী মহলের চরম মিথ্যাচার? " শেষ পর্ব। লিখেছেনঃ ((ঘুম ভাঙাতে চাই)) ২২ সেপ্টেম্বর

২৩.মানতেই হবে, ইসলামী শরী’য়াতে জন্ম ‍ও মৃত্যু দিবস পালনের কোন রেওয়াজ নেই। থাকলেতো আল্লার রাসূল (সাঃ) এবং সাহাবায়ে কেরামগণের(রাঃ) জন্ম-মৃত্যু দিবস পালনের বিষয়টি সহীহ হাদীস শরীফে উল্লেখ থাকতো। জম্মদিন বিড়ম্বনা এবং কিছু কথা- লিখেছেনঃ ((মোহাম্মদ লোকমান)) ২৩ সেপ্টেম্বর

২৪. ইসলামের উপরে গবেষনা করার জন্য বড় বড় ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে। কাজেই আজকের যুগে পীরের দরকার নেই। আর সবচেয়ে বড় কথা হল, পীরদের ক্ষমতা হিসাবে যে কারামতের কথা বলা হয়, সেটা আসলে কোন কাজে লাগে? একজন গুরু বা শিক্ষক কতখানি যোগ্য সেটা বিচার করা যায় তার জ্ঞান দেখে। অসম্ভব কোন কাজ করে দেখাতে পারলে একজন ভালো শিক্ষক হয়ে যায় কিভাবে? কারামত জিনিসটা পীরের সঙ্গে যায়ই না। মুজেজা, কারামত ও তাওহিদ লিখেছেনঃ ((এলিট)) ২৪ সেপ্টেম্বর

২৬. ঈদ মানে হাসি, ঈদ মানে খুশী আর নির্মল আনন্দের জোয়ারে ভাসা। ******ব্লগ ঈদ আনন্দ****** লিখেছেনঃ ((আফরা)) ২৬ সেপ্টেম্বর

২৭. সভ্যতা যত এগুচ্ছে মানুষ হচ্ছে ততই অসভ্য ততই পাগল। সেলফিময় হজ্জ পালন লিখেছেনঃ ((নারী)) ২৭ সেপ্টেম্বর

২৮. মহানবী (সাঃ) তাঁর জীবদ্দশায় হাজার হাজার লোককে শিক্ষা দিয়েছেন এবং এর ফলে যারা ধর্ম ও নৈতিকতা সম্পর্কে কিছুই জানতো না, তারাও নৈতিকভাবে শ্রেয়তর, ভদ্র, প্রাজ্ঞ, এবং আত্মউৎসর্গকারীতে পরিণত হয়েছে। এমনকি তাঁর ইন্তেকালের কয়েকশত বছর পরও তিনি তাঁর বাণী, আচরণ এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিক্ষা প্রদান অব্যাহত রেখেছেন। তিনি সত্যিকারের মহান পথপ্রদর্শক এবং শিক্ষক। মুসলমানদের নৈতিকতার মাপকাঠি হলো রসূল ( সঃ ) এর চরিত্র অনুসরণ। লিখেছেনঃ ((মহিউদ্দীন)) ২৮ সেপ্টেম্বর

২৯. রেলস্টেশন হতে রিক্সায় হোটেল খুঁজতে বের হলাম। কোলকাতার মতো এখানেও বেশ বিড়ম্বনায় পড়লাম এ নিয়ে। বহরমপুর ব্যস্ততম শহরগুলির একটি। প্রচুর সরকারী বেসরকারী অফিস এখানে, তাই আগে হতে বুকিং না দিলে হোটেল কক্ষ পাওয়া কঠিন। কোলকাতা টু মুর্শিদাবাদ লিখেছেনঃ ((মোঃ ওহিদুল ইসলাম)) ২৯ সেপ্টেম্বর

৩০. এখন পর্যন্ত প্রায় হাজার খানেক মানুষ এমন কান্নাকাটি শোনার কথা শিকার করেছে। আর স্থানীয়ও কেউ এখানে রাতের বেলা ভুল করেও আসে না। পৃথিবীর কিছু ভৌমিক স্থান যার রহস্য এখনো বিজ্ঞান দিতে পারেনি - ০১ লিখেছেনঃ ((মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি)) ৩০ সেপ্টেম্বর

♬♬♬♬♬♬♬আগষ্ট মাসের সেরা........ পড়তে এখানে ক্লিক করুন। ♬♬♬♬♬♬♬

বিষয়: বিবিধ

১৭১৫ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344242
০৩ অক্টোবর ২০১৫ রাত ১১:৪৮
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুপ্রিয় নির্বাচকগন কেমন আছেন আপনারা? আমি তো প্রথম তারিখ থেকেই অপেক্ষায় ছিলাম, কবে জানি আসবে কাঙ্খিত সেই সেরা ব্লগগুলো। অবশেষে পেলাম আলহামদু লিল্লাহ।

এটি আপনাদের অনেক চেষ্টার ফসল বলতে হবে। কারণ যেখানে সবাই নিজ নিজ কাজ ও পরিবার নিয়ে ব্যস্ত, কেউ পড়াশুনায় ব্যস্ত। দুনিয়ার হাজার ব্যস্ততাকে পিছনে ঠেলে আপনারা এই মহতি কাজটি বিনা প্ররিশ্রমিকে আঞ্জাম দিয়ে যাচ্ছেন, সত্যিই মহৎ কাজ। আপনাদের জানাই প্রানঢালা অভিনন্দন ও শুকরিয়া।

অবিরত চলুক আপনাদের কর্মযজ্ঞ, এটাই প্রত্যাশা করি। আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল অনেক অনেক।
০৪ অক্টোবর ২০১৫ রাত ০১:০৪
285585
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশিম রহমত ও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন?

নির্বাচিত লেখা গুলো মাসের প্রথম তারিখে উপহার দেয়ার চেষ্টা থাকে কিন্তু কিছু সমস্যার কারনে ক*দিনদেরী হলো।

আপনার অভিনন্দন আমরা আনন্দের সাথে গ্রহণ করলাম, আপনাদের ভালোবাসা অব্যাহত থাকলে আশা রাখি আমাদের এই ক্ষুদ্র কর্মটি চলবান থাকবে। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন। শুভ ব্লগিং......
344244
০৪ অক্টোবর ২০১৫ রাত ১২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি নাই!!! Crying Crying Crying
০৪ অক্টোবর ২০১৫ রাত ১২:০৯
285569
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : রিদওয়ান কবির সবুজ " আপনি মনে হয় নির্বাচিত পোস্ট গুলো মনযোগ সহকারে পড়েননি!!!
344246
০৪ অক্টোবর ২০১৫ রাত ১২:১২
শেখের পোলা লিখেছেন : আসসালামু আলাইকুম, সুহৃদয় নির্বাচক গণকে অনেক ধন্যবাদ৷এটি একটি মহতী উদ্যোগ, এতে লেখদের মনে আরও ভাল লেখার উৎসাহ আসবে আর পাঠকরা পাবে লেখার আগ্রহ৷আমার কোরআনের তাফসীরের অনুবাদও ঐ পছন্দে এসেছে বলে আবারও ধন্যবাদ৷
০৪ অক্টোবর ২০১৫ রাত ০১:১০
285586
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার ধন্যবাদ গ্রহণ করা হলো..., আমাদের উদ্দেশ্য আপনি বুঝতে পেরেছেন। আপনাকেও ধন্যবাদ।
344249
০৪ অক্টোবর ২০১৫ রাত ১২:২১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এখানে নির্বাচিত হওয়াটাই কিন্তু বড় না আসল উদ্দেশ্য হলো ব্লগারদের মধ্যে চিন্তাচেতনার উন্মেষ ঘটানো এবং সেই্ আলোকে সাধারন পাঠকরা সুন্দর সুন্দর লেখা পড়ে অনেক কিছু জানতে পারা
যাই হউক এ্যাডমিনকে ধন্যবাদ প্রতিমাসে যেন এই ধারা অব্যাহত থাকে
০৪ অক্টোবর ২০১৫ রাত ০১:১৬
285588
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : নির্বাচিত হওয়াটা বড় কথা নয়, আপনি বলেছেনঃ উদ্দেশ্য হলো ব্লগারদের মধ্যে চিন্তাচেতনার উন্মেষ ঘটানো এবং সেই্ আলোকে সাধারন পাঠকরা সুন্দর সুন্দর লেখা পড়ে অনেক কিছু জানতে পারা.....

আপনার সাথে একমত, আশা করছি ব্লগারেরা আমাদের এই প্রচেষ্টা বুঝে সমাজের উন্নয়ন ও সুখি সমাজ গড়ার দিক নির্দেশনা মুলক ও সমাজ সচেতনতা মুলক লেখা উপহার দেবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
344251
০৪ অক্টোবর ২০১৫ রাত ১২:২১
আফরা লিখেছেন : যে লিখা গুলো স্টিকি হয়েছে আপনারা কি সেগুলো নিবেন না, নাকি সেগুলো আপনাদের দৃষ্টিতে সেরা নয় ? ।

অনেক অনেক ধন্যবাদ ।

০৪ অক্টোবর ২০১৫ রাত ০১:২৩
285589
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : স্টিকি লেখা গুলো আমাদের কাছেও সেরা নিসন্দেহে.........। স্টিকি হওয়া লেখাটি ব্লগ কর্তৃপক্ষ কৃতক মূল্যায়ন হয়েছে, তাই আমরা চিন্তা করলাম মূল্যায়নকৃত লেখাটি নিতে গেলে অন্য আর একটি লেখা মূল্যায়ন থেকে দূরে থাকে যাবে।

ধন্যবাদ আপনাকে প্রশ্নববোধক মন্তব্যটির জন্য, মন্তব্যটি না করলে হয়তো সাধারণ ভাবে আরো অনেকে বিভ্রান্তির মধ্যে থাকতো।

শুভ ব্লগিং....
344259
০৪ অক্টোবর ২০১৫ রাত ১২:৪১
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহ!

আমার একটি লিখাও নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ! আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুণ!

অনেক অনেক শুভকামনা রইলো! Good Luck
০৫ অক্টোবর ২০১৫ রাত ০১:২৩
285770
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : আপনার আল্লাহ কবুল করুণ, আমিন। আপনার জন্যও দোয়া রহিলো। শুভ ব্লগিং.....
344260
০৪ অক্টোবর ২০১৫ রাত ১২:৪২
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪২
285644
আবু জান্নাত লিখেছেন : আপু, এটা কি গো! Love Struck Love Struck Love Struck
০৪ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:০৯
285682
সাদিয়া মুকিম লিখেছেন : এটার নাম ব্রোকেন গ্লাস পুডিং! Happy
০৫ অক্টোবর ২০১৫ রাত ০১:২৫
285771
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : অসংখ্য ধন্যবাদ, আপনার দেয়া খাবার নিয়ে আমাদের মাঝে.......!
344269
০৪ অক্টোবর ২০১৫ রাত ০১:৩৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আবু সাইফ (আবু সহাফ নয়)
৯(ক)নং-এ আমার নামটা সংশোধন/ঠিক করে না দিলে অনির্দিষ্টকালের জন্য "বিএনপি-মার্কা২ অসহযোগ আন্দোলন শুরু হবে!!
০৪ অক্টোবর ২০১৫ রাত ০১:৪১
285594
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৫ অক্টোবর ২০১৫ রাত ০১:২৮
285773
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত!

344270
০৪ অক্টোবর ২০১৫ রাত ০১:৩৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছোট্ট ছোট্ট ভালোবাসা থেকে তৈরি হয় বড় সেতু বন্ধন.... এই অভিযাত্রা যেন সেই রকম কিছু হয়।


এবারের নির্বাচনে আমরা নেই.... Frustrated
০৫ অক্টোবর ২০১৫ রাত ০১:২৯
285775
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : Love Struck Love Struck ধন্যবাদ।
১০
344280
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৪:৪৪
প্যারিস থেকে আমি লিখেছেন : এক মাসের মধ্যে একজন লেখকের একাধিক লেখা কি সেরা হতে পারে না ?
নির্বাচিত পোস্টের লেখাগুলো কি আপনাদের কাছে সেরা হিসাবে মনোনিত হয় না ?

ধন্যবাদ আপনাদের এই উদ্যোগকে। এতে করে ব্লগাররা আরো বেশি করে লিখতে উদ্যোগী হবে।
০৫ অক্টোবর ২০১৫ রাত ০১:৩৯
285783
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : এক মাসের মধ্যে একাধিক লেখা সেইরাতে যুক্ত হবার যোগ্য এমন অনেক লেখা নিয়ে আমরাও ধন্ধের মাঝে পড়ে যায়।

আমাদের প্যানেলের সবাই ঐকমত যে এখই লেখকের একটি মাত্র লেখা নির্বাচিত করবো। তাই ভালো লেখা হলেও এখই লেখকের একটির বেশী লেখা নেয়া সম্ভব নয়। যদিও এবারের নির্বাচনে একই লেখকের দুটো লেখা যুক্ত করা হয়েছে!!

স্টিকি পোস্টের ব্যাপারে..... ব্লগার আফরা এর জবাবটি দেখে নেয়ার অনুরোধ রহিলো।

আমাদের উদ্দেশ্যও তাই প্রতিযোগিতা মুলক ব্লগিং হোক.....। আপনাকেও ধন্যবাদ।
১১
344286
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৫:২৭
কাহাফ লিখেছেন : ব্লগ ও ব্লগারদের প্রতি আপনাদের অকৃত্রিম ভালবাসা বুঝা যায় সুন্দর উপকারী এই আয়োজন দেখেই!
ধন্যবাদ নয় শুধু,পরওয়ার দিগার মহান মালিকের কাছে আপনাদের জাযা-ই খাইরের দুয়া করছি!
০৫ অক্টোবর ২০১৫ রাত ০১:৪১
285784
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন আমিন। ভালো থাকুন শুভ কামনা।
১২
344311
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৩৯
হতভাগা লিখেছেন : আমারটা কৈ ? খেলুম না ।





০৪ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩৪
285633
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৪৩
285673
জ্ঞানের কথা লিখেছেন : আল্লাহ আপনার জ্ঞানকে আর বৃদ্ধিকরুন। আপনার পয়েন্টের উত্তর সে কখনই দিতে পারবে না। আপনি মূল পয়েন্টে আঘাত করেছেন যার উত্তর সে আমৃত্যু দিতে পারবে না।
তার লেখাটি জদি সম্মপূর্ন পরতো উৎসাহ দাতারা তাহেল তারা দেখতো যে ঐ ব্যাক্তি রসুল (সা) ও তার সাহাবী (রা) দের কোন দলিল দেন নি। সম্পূর্ণ দলিল তার আকলি দলিল অনুবাদের ফিরিস্তি।

ঐসকল সুবিধাবদী মানুষের জন্য সত্যি কষ্টহয়! যারা জ্ঞানের ভাব ধরে তবে জ্ঞান তাদের নাই বললেই চলে।

আল্লাহ তাদের হেদায়াত দান করুন।
০৫ অক্টোবর ২০১৫ রাত ০১:৪৬
285785
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : হতভাগা যে খেলোয়াড়দের খেলোয়াড় তা আমাদের জানা আছে সুতরাং হুমকিতে কাজ হবেনা..... আপনার পোস্ট গুলো মানুষের উপকারে আসে লিখুন আপনার লেখা পেলে আমরাও খুশি হতাম @ হতভাগা।

জ্ঞানের কথার কথা গুলো বুঝতে পারিনি! কেন কি উদ্দেশ্যে কথা গুলো বুঝিয়ে বললে খুশি হতাম।
০৫ অক্টোবর ২০১৫ রাত ১১:৪২
285911
জ্ঞানের কথা লিখেছেন : যার বোঝার সে বুঝেছে নির্বাচক মুরীদ ভাই।
আপনাদের লেখা নির্বাচনের নীতিমালা থাকা দরকার। জলদি তৈরি করে পেশ করুন জাতীয় আন্তর্জাতিক সকল ব্লগার মুরীদ ভাই/বোনদের জন্য।
১৩
344318
০৪ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪৭
দ্য স্লেভ লিখেছেন : শুভ উদ্যোগ। ধন্যবাদ। তবে আমার দৃষ্টিতে যাদের লেখা অনেক ভালো মনে হয়েছে,তাদেরকে নীচের দিকে দেখেছি,যদিও এখানে উল্লিখিত সকলেই ভালো লেখেন।
০৫ অক্টোবর ২০১৫ রাত ০২:২২
285788
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, আপনার দৃষ্টি হয়তো আমাদের দৃষ্টিও ব্যতিক্রম কিছু নয়। আশা করি আপনার কৌতুহল দূর হবে।
১৪
344335
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ০১:০৪
জ্ঞানের কথা লিখেছেন : ৪ নং লেখা: এরকম জ্ঞানপাপী লেখকের কোন লেখাই সেরা হতে পারে বলে আমি মনে করি না।

১১ নং পোস্ট: সহীহ হাদীস দিয়ে আমি প্রমান করতে পারবো হুর হচ্ছে নারী। যা ঐ পোস্টের বিপরীত। কেননা অনেক সহীহ হাদীস আছে রসুল (সা) এর যেখানে স্পষ্ট হুর বলতে নারীদের বুঝানো হয়েছে। এই লেখটি পড়ে মুসলিম বিভ্রান্ত হবেই।
কোন সাহবী, তাবেঈ, তাবাতবেঈ থেকে প্রমান দেখাতে পারবে না যে তারা হুর বলতে নারীকেই বুঝাননাই।

হুর উ ঈন হচ্ছে নারী। এটাই কুরআন ও সহীহ হাদীসের দাবী ও সালাফদের আকিদা।

অন্যকথা: আপনাদের সেরা লেখা নির্বাচন করার মূলনিতুগুলো জানালে বেশ সুবিধা হতো। আমিও কিছু লেখা দিতাম আমার পীরসাহেবের পক্ষ থেকে। আমার পীরসাহেবের প্রচার দরকার।
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০৪
285662
হতভাগা লিখেছেন : হুর পোস্টে আমিই শুধু কাব যাব করছি । অন্য সবাই - ধন্যবাদ , ভালো লাগলো , শুভেচ্ছা এসব বলে কমেন্ট করেছে ।
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৩৩
285671
জ্ঞানের কথা লিখেছেন : এখন মানুষজন কোরআন ও হাদীসের সালাফদের অনুসারে জ্ঞান রাখে কম। তাই নিজের আকল দিয়ে তারা যাই মচৎকার দেখে তাতেই সুবহানাল্লাহ! আল্লাহু আকবার! বলা শুরু করে যদিও সেটা তাদের বিপরীত।

কবরের ছবি দিয়ে বলে: এটা রসুল (সা) এর কবর, বলুন সুবহানাল্লাহ!
সেখানে আপানি প্রমান সহ দেখাবেন যে কবরটি রসুল (সা)এর নয় তাতে কি হয়েছে, সুবহানাল্লাহর বণ্যা বয়ে যাবে।

আমরা জ্ঞান আহরণ করি কম, কথা বলি বেশি, বুঝি কম, কথা বলি বেশি।

আমার পীরসাহেব বেশি কাবযাব করতে নিষেধ করেছেন তাই যারা বুঝে তাদেরকে বুঝাইন না বুঝলে নাই।
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৩:২৯
285790
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : ৪ নং লেখার লেখকের ব্যপারে আপনার আপত্তি আছে বুঝলাম, কিন্তু লেখার ব্যপারে আপত্তি কেন? আমরা লেখক নির্বাচক নই....! আমরা লেখা নির্বাচক!! সুতরাং আমরা লেখাকে গুরুত্ব দিতে চেষ্টা করি।

যেকোন লেখার ব্যাপারে লেখক নিজে লেখার ব্যাপারে জবাবদিহি করবে এটাই নিয়ম....। যেহেতু আমরা লেখা নির্বাচন করেছি সেহেতু লেখার ব্যাপারে আমাদেরও সামন্যতম দায় আছে....। সেই দায়বদ্ধতা থেকে "হুর নিলে লেখা লেখাটির ব্যাপারে একজন বিশেষজ্ঞের মতামত যুক্ত করলাম, আশা করছি বিভ্রান্তি থেকে কিছুটা হলেও মুক্ত হওয়া যাবে। ভিডিওটা দেখে লিংক....
আমাদের নির্বাচন নীতিমালায় উল্লেখ যোগ্য তেমন কঠিন কিছু নেই....! আমাদের দেয়া পোস্ট গুলো পড়লে হয়তো নীতির ব্যাপারে আপনি একটু হলেও ধারণা পাবেন। মতামতের জন্য ধন্যবাদ।
০৫ অক্টোবর ২০১৫ সকাল ০৮:২০
285804
জ্ঞানের কথা লিখেছেন : ৪নং লেখা সম্মন্ধ্যে আপনার মন্তব্যর উত্তর: عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ إِنَّ هَذَا الْعِلْمَ دِينٌ فَانْظُرُوا عَمَّنْ تَأْخُذُونَ دِينَكُمْ ‏
মুহাম্মদ বিন সীরীন (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ নিশ্চয়ই এই ইলম হলো দীন। কাজেই কার কাছ থেকে তোমরা দীন গ্রহণ করেছ, তা যাচাই করে নাও।

@ আপনি আমি সবাই নিশ্চিত যে সে একজন মিথ্যাবাদী ও প্রতারক। সে দ্বীনের নামে মিথ্যা বলে।
@ এরকম লোকের কাছথেকে কোন কিছু নেয়াই সালাফদের কর্মের বিপরীত।

দ্বীতিয় উত্তর: ডা জাকির নায়েক কি ভুল করতে পারেন না? আচ্ছা ডা জাকিরের কথা ধরলে হতভাগা ভাইয়ের নিচের প্রশ্নত্তর দিন?

০৫ অক্টোবর ২০১৫ রাত ১১:৩৬
285910
জ্ঞানের কথা লিখেছেন : ডা জাকির হুজুর প্রথম দিকের এক লেকচারে বলেছিলো যে পুরুষ হুর আছে। পরবর্তি সময় হুজুর সেটার ভুল বুঝে সঠিকটাতে ফিরছে। তিনি এখন পুরুষ হুর আছে বিশ্বাস করেন না। হুর হচ্ছে মহিলা।

জাকির হুজুরের লেকচার নিচেঃ
https://m.youtube.com/watch?v=mNCMmRJ2_GU
১৫
344618
০৬ অক্টোবর ২০১৫ রাত ০২:১৯
বৃত্তের বাইরে লিখেছেন : ভালো উদ্যোগ। এর আগের মাসের সেরা লেখাগুলো পড়তে চাইলে কি আপনাদের ব্লগে এসে খুঁজতে হবে? পুরাতন লেখাগুলো খুঁজে বের করার উপায় কি জানতে চাইছিলাম। নির্বাচিতদের অভিনন্দন। ধন্যবাদ আপনাদের Rose Good Luck
১২ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৫৫
286567
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : আমাদের নির্বাচিত লেখা পড়তে চাইলে অবশ্যই আমাদের পোস্ট গুলো দেখবেন!
১৬
349235
১০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক কষ্ট করছেন-ব্লগারদের জন্য আপনি। জাযাকাল্লাহ খায়ের..আশাকরি গুরুত্বপূর্ণ এই কর্মটি চালিয়ে যাবেন। অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File