*সেরা ব্লগ নির্বাচক* পক্ষ হতে একটি সংবাদ....!
লিখেছেন লিখেছেন সেরা ব্লগ নির্বাচক ০২ আগস্ট, ২০১৫, ১১:২৩:১৮ রাত
সম্মানিত ব্লগার ও ভিজিটরবৃন্দ, আস্সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা।
সেরা ব্লগ নির্বাচক নামের এই নিকটি আমরা কয়েকজন ব্লগার মিলে তৈরী করেছি!! আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন একটি সেরা লেখা নির্বাচন করে রাখব এবং মাস শেষে ৩০টি সেরা লেখা এক সাথে প্রকাশ করব!!
ব্লগিং উপভোগ করতে চাই আমরা সবাই.... ব্লগারেরা অক্লান্ত পরিশ্রম করে লেখা তৈরী করে, কিন্তু মূল্যায়ন নেই বললেই চলে..! অবমূল্যায়নের করনে অনেক ভালো লেখক হাত গুড়িতে নিচ্ছে!! যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ সমাজ বিনির্মাণে অন্তরায় হয়ে দাড়াবে....।
সুস্থ সমাজ ও সুন্দর মানসিকতা তৈরির জন্য চাই ভাবনার প্রকাশ, আর ভাবনা প্রকাশের জন্য বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে ব্লগ।
ব্লগিং হোক শন্তির জন্য , দেশের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য, সত্য বিকাশের জন্য, বাংলা ভাষার উন্নতির জন্য, সুস্থ মানসিকতা তৈরির জন্য।
ব্লগিং হোক কুসংস্কারের বিপক্ষে, খুনির বিপক্ষে, দূরনীতির বিপক্ষে, দুঃশাসনের বিপক্ষে, অশ্লীলতার বিপক্ষে, যৌতুকের বিপক্ষে।
আবেদনঃ- আপনাদের মতামত ও পরামর্শ চাই যাতে করে আমাদের এ উদ্যোগ সফল এবং সুন্দর করতে পারি।
বিঃদ্রঃ এই নিক এ ব্লগ কর্তৃপক্ষের কোন হাত আছে ভাবে কারো মস্তিস্কে অযথা রক্তক্ষরণ না করলেই চলবে।
বিষয়: বিবিধ
১৪৬০ বার পঠিত, ৬২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লেখা হলে সেরা তালিকায় আসতেও পারে।
সুন্দর উদ্যোগ, অনেক অনেক শুভেচ্ছ।
বিঃদ্রঃ এখানে আরো অনেকের প্রোপিক দেয়া সম্ভব হয়নি কারন জায়গার অভাব।
তবে এ বিষয়ে আগামী পোস্ট গুলোতে নজর রাখা হবে.....।
আমরা নির্বাচক হিসাবে সব ব্লগারদের সম্মানের চোখে দেখতে চাই।
পোস্টে সেরা মন্তব্যকারীদের উপর বিশেষ নজর দেয়া হবে।
ভালো উদ্যোগ।
চমৎকার এমন উদ্যোগে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন আপনাদের কে!
জাযাকুমুল্লাহু খাইরান!!
ভাল উদ্যোগ। কিন্তু একমত নই বা উচিত না যে - কেউ উৎসাহ না পেলে লেকা বন্ধ করে দিবেন।
সবাই পূর্ণবয়স্ক এবং লেখক, যথেষ্ট ম্যাচিউরিটি প্রত্যাশিত।
একটা কথা নিরাপক্ষ বলতে কি বুঝাতে চাইলেন? নিজের লেখা নির্বাচিত না হলে যদি পক্ষপাতিত্ব খুঁজতে থাকেন তা হলে ভুল করবেন।
আপনাদের পরামর্শই পারে আমাদের এগিয়ে নিতে....।
আমাদের চেষ্টা থাকবে প্রতিদিনের একটি সেরা লেখা খুঁজে আনতে.... আপনারা লিখতে থাকুন ভালো লেখা যাতে করে আমাদের পরিশ্রম বেড়ে যায়। ধন্যবাদ।
কিছু পয়েন্ট-
(ক) প্যানেলে কারা আছেন, অন্তত কয়জন আছেন জানালে ভালো।
(খ) ৩০টা আসলেই বেশি হয়, ৫/১০টা ঠিক আছে বলে মনে হয়।
জাযাকাল্লাহ খইর
৩০ দিনে ৩০টা না আরো কি কমানো যায় না? ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন