মোবাইলে ফেসবুকীয় ফেৎনা!!

লিখেছেন লিখেছেন দাওয়াত ৩০ আগস্ট, ২০১৫, ০১:২৭:২৬ দুপুর

বর্তমান সময়টায় চতূর্দিকে ফেৎনায় ভরপুর।

ঘরে ফেৎনা, বাহিরে ফেৎনা এমনকি সঙ্গেও ফেৎনা।

ঈমানের পর যে দ্বিতীয় ধাপটি পালনীয় হিসেবে

অতীব গুরুত্বপূর্ণ তা হচ্ছে নেক আমল।

নেক আমল যেমন মানুষের ঈমানের মজবুতি গঠন করে,

তেমনি ফেৎনার মাধ্যমে তা নড়বড়ে হয়ে যায়।

নেক আমলের মাধ্যমে হৃদয়ে ঈমানের যে নূর পয়দা হয়

ফেৎনার মাধ্যমে তা লোপ পায়।

রাস্তায় একজন বেগানা নারীকে দেখলে আমরা

চক্ষু সংযত করি সমষ্টিগত অনেকগুলো কারনে।

তাকওয়া, দাঁড়ি-টুপির লেবাছ, আত্নসম্মানবোধ ও

লোকচক্ষু ইত্যাদি আমাদের চক্ষু সংযত করতে সাহায্য করে।

কিন্তু ঘরে অথবা নির্জনে টিভি, মোবাইল ফোন, কিংবা পিসিতে

একই বেগানা নারীর ছবি ভেসে উঠলে তাকওয়া ব্যতীত

আর কোন বিষয় আমাদের সহায়ক হয়না।

উপরন্তু নির্জনে শয়তান মানুষকে ঘায়েল করার সুযোগও পায় বেশী।

এ হিসেবে আমি মনে করি বর্তমান সময়ে বাজার কিংবা পথে-ঘাটে

যতটুকু আমরা ফেৎনার স্বীকার হই তার চেয়ে বহুগুন

বেশী ফেৎনার স্বীকার হই টিভি-মোবাইল কিংবা ফেসবুকের মাধ্যমে।

আমরা যারা মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করি

তাদের এব্যাপারটি ভেবে দেখা গুরুত্বপূর্ণ।

বিশেষ করে আমরা যখন মসজিদে প্রবেশ করি কিন্তু

মোবাইল বন্ধ না করে দিয়ে কেবল সাইলেন্ট রাখি।

আল্লাহ আমাদেরকে এসকল ফেৎনা থেকে হেফাজত করুন, আমীন।

বিষয়: বিবিধ

৮৯৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338631
৩০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২৪
ফারদিন ইসলাম লিখেছেন : আমীন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File