ধন্য সেই বিধান যা খলিফাকে পর্যন্ত খাতির করেনা!!

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ২৫ জুলাই, ২০১৬, ০৩:২৬:৫৩ দুপুর

৬৫৮ সালে যখন খলীফার আসনে হযরতরআলী (রাঃ), তখন তাঁর ঢাল চুরি হয়েছিল!!

ঢাল'টি চুরি করেছিল একজন ইহুদী

লোকে!!

খলীফা আলী (রাঃ) সেই ঢালের কারনে

কাযীর কাছে বিচার প্রার্থী হলেন!!

কাযী ডাকলেন দুই পক্ষকেই। ইহুদী

লোকটা হযরত আলী'র অভিযোগ

আস্বীকার করলো.!!

কাযী হযরত আলীর কাছে সাক্ষী

চাইলেন, কাযীর কথামতো হযরত আলী

হাজির করলেন তাঁর এক ছেলে এবং এক

চাকরকে!!

কিন্তু আইনের চোখে এ ধরনের সাক্ষী

অচল, অতঃপর কাযী হযরত আলী (রাঃ)

এর অভিযোগ নাকচ করে দিলেন!!

মুসলিম জাহানের খলীফা হয়েও কোন

বিশেষ বিবেচনাও তিনি পেলেন না

কাযীর কাছ থেকে!!

নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকলেন হযরত

আলী (রাঃ)"/

কিছুই করার নেই কারন ইসলামী আইনের

চোখে শত্রুমিত্র সব সমান!!

কাযীর বিচার দেখে ইহুদী অবাক হলো!

অবাক বিস্ময়ে সে বলে উঠলো, "অপূর্ব এই

বিচার, ধন্য সেই বিধান যা খলীফাকে

পর্যন্ত খাতির করেনা, আর ধন্য সেই নবী

যার প্রেরনায় এরূপ মহত্ ও ন্যায়নিষ্ট

জীবনের সৃষ্টি হতে পারে!!

ইহুদী লোকটি আরো বলতে বাধ্য হলো, হে

খলীফাতুল মুসলিমীন, ঢালটি সত্যই

আপনার। আমি তা চুরি করেছিলাম। এই

নিন আপনার ঢাল। শুধু ঢাল নয়, তার সাথে

আমার জানমাল-আমার সব কিছু ইসলামের

জন্য দিয়ে দিলাম!!!

আর বর্তমানে আমাদের ৯৫% মুসলিম

দেশের বিচার ব্যাবস্থা শুধু ইহুদী-

খ্রিষ্টান আর নাস্তিক-বামদের দ্বারায়

পরিচালিত হচ্ছে এবং সেই বিচার

ব্যাবস্থায় নির্দোষ আলেম-উলামাদের

নির্বিচারে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে

হত্যা করা হচ্ছে, কেউ কোন কথা

বলছেনা!!

সত্য তার আপন মহিমায় এভাবেই ছড়িয়ে

পড়বে, এবং আজকের কালো আইন

আগামি দিনের ইতিহাসে প্রমান হবে সব

কয়টা রায়েই ছিল মিথ্যা!!

হে আল্লাহ্ আপনি আমাদের এই মুসলিম

দেশে কোরআন-হাদিসের আইন

প্রতিষ্টিত করে দিন!!

আমিন!!

বিষয়: বিবিধ

১৩৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375243
২৫ জুলাই ২০১৬ বিকাল ০৫:০৩
কুয়েত থেকে লিখেছেন : সত্য তার আপন মহিমায় এভাবেই ছড়িয়ে
পড়বে, এবং আজকের কালো আইন
আগামি দিনের ইতিহাসে প্রমান হবে সব
কয়টা রায়েই ছিল মিথ্যঘ ভালো লাগলো অনেক ধন্যবাদ
375245
২৫ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৩৮
সুমন আহমেদ লিখেছেন : শুকরিয়া
375251
২৫ জুলাই ২০১৬ রাত ০৮:১২
সামছুল লিখেছেন : ভালো লাগলো! ধন্যবাদ।
375277
২৫ জুলাই ২০১৬ রাত ১১:৩৬
সুমন আহমেদ লিখেছেন : শুকরিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File