খলীফা উমর (রাঃ) ছেলের কান্না!!

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ২৪ জুলাই, ২০১৬, ০৩:১৭:৩২ দুপুর

খলীফা উমর (রাঃ) ছেলের কান্না আর

মুসলিম শ্বাসকদের শিক্ষা!

'

মক্তব থেকে এসে খলীফা উমরের ছেলে

ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে!!

হযরত উমর প্রিয় ছেলেকে কাছে টেনে

জিজ্ঞাসা করলেন, "কাঁদছো কেন

বাবা?"

ছেলে উত্তরে বল্লো, "সবাই আমাকে

টিটকারী দেয়" আমার জামা ছিঁরা বলে!!

দেখোনা বাবা, আমার জামায় চৌদ্দ

যায়গায় তালি!!

এবং তারা বলে, বাপ নাকি আবার

মুসলিম জাহানের শ্বাসনকর্তা কিন্তু

ছেলেকে একটা জামা কিনে দিতে

পারেনা!!

এই কথা বলেই ছেলেটির কান্নার মাত্রা

আরও বাড়িয়ে দিলো ওরা!!

ছেলের কথা শুনে হযরত ওমর কিছুক্ষন

ভাবলেন। তারপর বাইতুল মা'লের

কোষাধ্যক্ষকে লিখে পাঠালেন।

"আমাকে আগামী মাসের ভাতা থেকে

চার দিরহাম ধার দিবেন??"

উত্তরে কোষাধ্যক্ষ তাঁকে লিখে

জানালেন, "আপনি ধার নিতে পারেন।

কিন্তু আগামীকাল যদি আপনি মরে যান

তাহলে কে আপনার ধার শোধবে?"

হযরত উমর ছেলের গা-মাথায় হাত বুলিয়ে

সান্ত্বনা দিয়ে বল্লেন, "যাও বাবা, যা

আছে তা পরেই মক্তবে যাও। আমাদের

তো আর অনেক টাকা-পয়সা নেই। আমি

খলীফা সত্য, কিন্তু ধন-সম্পদ তো সবই

জনসাধারনের!!

আল্লাহু আকবার, এই হলো একজন মুসলিম

শ্বাসকের মুখের ধৈর্যের বানী!!

আর আমার দেশের নামধারী মুসলিম

শ্বাসকদের ছেলে-সন্তানেরা

জনসাধারনের কোটি কোটি টাকা

হাতিয়ে নিয়ে বিদেশে বিলাশ-বহুল

জীবন-যাপন করতেছে!!

হযরত উমরের ছেলে এবং হযরত উমরের এই

ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে

সঠিক ইসলামী দলের অন্তর্ভুক্ত হতে হবে,

এবং বাংলাদেশে সত্ লোক'কে ক্ষমতায়

বসিয়ে জনসাধারনের জান-মালের

নিরাপত্তা নিশ্চিত্ করার দায়ীত্ব

আমাদেরকেই নিতে হবে!!

মহান আল্লাহ্ আমাদেরকে কবুল করে

নিন!!

আমীন ইয়া রাব্বাল আলামীন!!

বিষয়: বিবিধ

১৬২৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375165
২৪ জুলাই ২০১৬ দুপুর ০৩:৪০
saifu islam লিখেছেন : দুনিয়ায় সৎ নেতৃত্ব ছাড়া দুর্নীতি মুক্ত করে শান্তি কায়েম করা সম্ভব নয়। এটা প্রমান করে দেখিয়ে গেছেন খোফায়ে রাশেদীন। ইসলাম চাড়া শান্তি আসবে না আসতে পারেনা। ধন্যবাদ সুন্দর লিখার জন্য।
375167
২৪ জুলাই ২০১৬ দুপুর ০৩:৫৪
সুমন আহমেদ লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকে মোবারকবাদ।
375168
২৪ জুলাই ২০১৬ দুপুর ০৩:৫৫
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের বিকল্প নেই। ভালো লাগলো অনেক ধন্যবাদ
375170
২৪ জুলাই ২০১৬ বিকাল ০৪:০০
সুমন আহমেদ লিখেছেন : যাযাকাল্লাহ ভাই, উৎসাহিত করার জন্য।
375181
২৪ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫৯
শেখের পোলা লিখেছেন : অমন সৎ লোকের প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। দীর্ঘ অপোর পর হয়ত আবার আবির্ভাব হতে পারে। আপাততঃ নাই বললেই চলে। ইরাণে হয়ত এখনও আছে। আহমেদ দিনেজাদ সেই প্রজাতির।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File