হে প্রিয় ভাই শিবির তোমায় ডডাকছে !!

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৭ এপ্রিল, ২০১৬, ১২:২৭:২৩ রাত

হে ইসলামী আন্দোলনের অন্য সংগঠনের ভাইয়েরা এসো দলে দলে ছাত্রশিবিরের ছায়া তলে.!!

নাহ্ আমি মরে গেলেও শ্বাষনতন্ত্র ছাত্র আন্দোলন ছেড়ে আসবনা, শিবির থেকে অনেক অনেক ভাল ছাত্র আন্দোলন.!!

আলহামদুলিল্লাহ্ খুব ভাল কথা আমিও তাহলে তোমাদের সাথে আছি যদি শিবির থেকে তোমাদের দায়ীত্বটা

বেশী হয়.!!

শুনো ভাই তোমার দায়ীত্ব কি শুধু মসজিদের ইমামতি করা??

তোমার দায়ীত্ব কি শুধু নবজাতক শিশুর

কানে আজান দেওয়া???

তোমার দায়ীত্ব কি শুধু মৃত ব্যাক্তির জানাযা পড়া??

তোমার দায়ীত্ব কি শুধু মিলাত পড়ানো???

ও প্রিয় ভাই তোমার দায়ীত্ব কি শুধু ১০/১২ জন মানুষ নিয়ে মসজিদে মসজিদে ঘুরে বেড়ানো?

না ভাই একজন মুসলমান হিসেবে তোমার দায়ীত্বের পরিধী এতোটুর মধ্যে সিমাবদ্ধ থাকতে পারেনা.!!

রাজপথে এসে সংসদ পরিচালনায় যোগ্যতম ভূমিকা পালন করার জন্য ছাত্রশিবির তোমাকে নিয়ে আগামি

দিনে দেশ গড়ে তুলতে চায়.!!

আজ মাদ্রাসা থেকে শিখে গিয়ে মাওলানা মতিউর রহমান নিজামী শুধু মসজিদে এসে ঈমামতিই শিখেনি, শুধু সংসদ পরিচালনা করা শিখেননি, শুধু মন্ত্রনালয় পরিচালনা করা শিখেননি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা আগামি দিনে দেশ পরিচালনার দায়ীত্ব গ্রহন করতে সক্ষম হবে সেই দায়ীত্বও গ্রহন করতে সক্ষম হয়েছেন.!!

হে প্রিয় ভাইয়েরা আমরা সেই শিক্ষা নিয়েই আজ মাদ্রাসা পড়ুয়া বন্ধুদের নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমরাও এসো আমাদের সাথে এসো শিবিরের ছায়াতলে.!!

আল্লাহ্ তোমাদের সঠিক বুঝ দান করুন এবং শিবিরকে জানার মতো এবং চিনার মতো মন-মানুষীকতা তৈরী করে দিক.!!

আমিন.!!

বিষয়: বিবিধ

১৫২৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364894
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪১
শফিউর রহমান লিখেছেন : সুন্দর লেখা...
সুন্দর আহ্বান...
প্রাণের আহ্বান
এ আহ্বান নিজের জন্য এবং সমাজের জন্য, যে সমাজে অনায়াসে জুলুম নির্যাতন চলতে থাকে দূর্বল মানুষগুলোর ওপর। যে সমাজ থেকে দ্বীনের আবেগ অনুভূতিগুলোকে মুছে দিয়ে দ্বীন এবং বে-দ্বীনকে এক করে ফেলার সকল কলা-কৌশল প্রয়োগ করা হচ্ছে জোর গতিতে।

আমাদের পরকালকে বে-দ্বীনদের পরকালের সাথে একাকার করে দেয়ার সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে রাষ্ট-যন্ত্র থেকে শুরু করে সমাজের প্রায় সকল অংশ থেকে। তাই শুধু ভালো মানুষ নয়, বরং আল্লাহর ভাল প্রতিনিধির দ্বায়িত্ব পালন করতে হবে। আর একাজে শিবিরই আমাদের জন্য অনুপ্রেরণা এবং আল্লাহর রহমত।
364913
০৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৪৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভালোই বলেছেন।
কে কার থেকে ভালো। তা যাচাইয়ের মানদন্ড হবে কুরআন ও সুন্নাহ।
365622
১৩ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪২
হতভাগা লিখেছেন : আপনারা যারা শিবিরিয়ান আছেন তাদের ম্যাক্সিমামেরই জন্ম স্বাধীনতার পরে । তারপরেও নিজামী-সাঈদীদের কারণে আপনারা কালারড হয়ে আছেন ।

আপনাদের উচিত ৭১ এ আপনাদের দায়িত্বশীলদের কৃত অপরাধের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া ।

এটা করলে দেখবেন সাধারন জনগনের বিশাল একটা সাপোর্ট আপনাদের পক্ষে খুব দ্রুত চলে আসবে এবং আপনাদেরকে নিয়ে যারা তামাশা করতো + মজা চাখতো সেই রাম-বামদের মাথানষ্ট হয়ে গেছে ।

নিজামী - সাঈদীরা তো সাংসদ হয়েছিলেন , তাই নয় কি ? এটা একটা লক্ষণ । মাফ চাইলে এরকম শত শত সাংসদ আপনাদেরও হয়ে আসবে - ইন শা আল্লাহ ।

কিন্তু আপনাদের ইগো কি সেটা হতে দেবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File