ইসলামী আন্দোলন কেনো করবো?

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ১৪ জানুয়ারি, ২০১৬, ০৩:১৭:৫৯ দুপুর

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

ইসলামী আন্দোলন কেনো করবো??? এই প্রশ্নটা অনেকের মনেই জাগ্রত হয়। এ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছি। আল্লাহ বলছে, ওয়াকিমুস সালাত মানে "নামাজ কায়েম করো" সেই আল্লাহই বলছে ওয়াকিমুত দ্বিন মানে "দ্বীন-ইসলাম কায়েম করো" এখন আপনি নামাজ কায়েম মানবেন কিন্তু ইসলাম কায়েম মানবেন না কেনো ?? দুইটাইতো সরাসরি আল্লাহর কথা, কোরআনের আয়াত

.

ইসলাম কায়েম আল্লাহ ফরজ করে দিয়েছেন । এখন ইসলাম কীভাবে কায়েম করবেন ?? আওয়ামীলীগ বিএনপি কি ইসলাম কায়েম করছে বা করবে ??? নিশ্চয়ই না । তাহলে কেনো তাদের সাপোর্ট করেন ? ইসলামী দল ক্ষমতায় আসা ব্যতীত ইসলাম কায়েম অসম্ভব । তাই ইসলাম কায়েমে ইসলামী দল করা ফরজ ।

.

রাজনীতি অর্থ রাষ্ট্র পরিচালনার নীতি । আল্লাহর কোরআনে কি রাষ্ট্র পরিচালনার নীতি নাই ?? বরং কোরআনে ব্যক্তিগত দিক থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সকল নীতি আছে । এই নীতি কার জন্য । যারা আল্লাহ এবং আল্লাহর কোরআনকে বিশ্বাস করে তাদের জন্য । আপনি কি কোরআন বিশ্বাস করেন ??? যদি করেন তাহলে কেন কোরআনের রাজনীতি বাদ দিয়ে আওয়ামীলীগ বিএনপির কুফরী রাজনীতি করেন ??

.

আপনি কি বিশ্বাস করেন কোরআন সব সমস্যার সমাধান ? তাহলে রাজনীতির সমাধান কোরআন দিতে পারবে না কেনো ? নাকি কোরআন এক্ষেত্রে ব্যর্থ ?? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাজনীতি করেন নাই ?? দেশ চালান নাই । আবু বকর রাঃ, উমর রাঃ, ওসমান রাঃ, আলী রাঃ উনারা কি দেশ চালান নাই ?? ইসলাম দিয়ে কেনো দেশ চলতে পারবে না ?? এখন সময় আছে আখিরাতে কঠিন আজাব থেকে মুক্তি পেতে চাইলে কোরআনের রাজনীতি করুন।।

.

ইসলামী আন্দোলন প্রত্যেক মুসলমান কেন করবে? পবিত্র কুরান- হাদিসে আলোকে আমরা জানতে পারলাম তার আলোকে প্রতিটি মুসলমান কেন ইসলামী আন্দোলন করবে তার সার সংক্ষেপ নিম্নে তুলে ধরা হলো। যা অন্তরে বিশ্বাস রেখে,মুখে স্বীকার করে এবং কার্যে পরিণত করতে হবে।

.

০১) ইসলামী সংগঠন বা আন্দোলন করা প্রত্যেক মুসলমানকে আল্লাহ তাআলা ফরয করে দিয়েছেন বলে।

.

০২) মুসলমানের ঈমান বাঁচাতে বা ঈমানের অপরিহার্য দাবী আদায়ে ।

.

০৩) ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রমাণ করতে।

.

০৪) সংগঠন না থাকলে ইসলাম সগৌরবে টিকে থাকতে পারে না বলে।

.

০৫) তাগুত জাহেলিয়াতকে অস্বীকার করে জাহান্নাম থেকে বাচার জন্য।

.

০৬) ইসলামী সংগঠনবিহীন মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু বলে ।

.

০৭) সংঘবদ্ধ জীবনযাপন জান্নাতপ্রাপ্তির পূর্বশর্ত বলে।

.

০৮) আমার বিল মারুফ নাহি আনিল মুনকারের হক আদায় করতে।

.

০৯) অর্থনৈতিক মুক্তি এবং স্বণির্ভর ও দারিদ্রমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে।

.

১০) অর্থনৈতিক মুক্তি এবং স্বণির্ভর ও দারিদ্রমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে।

.

১১) সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্টার জন্য।

.

১২) ইনসাফভিত্তিক ন্যায়ের শাসন প্রতিষ্ঠা ও ক্ষমতার অপব্যবহার রোধে।

.

১৩) দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তি ফিরিয়ে দিতে।

.

১৪) সংখ্যালঘুদের অধিকার,নারীর অধ্র্কার ও মর্যদা প্রতিষ্টা করতে।

.

১৫) রাষ্ট্রের স্বাধিনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে।

.

১৬) সর্বোপরি দ্বীনে শরিয়াতের হক আদায় করতে।

আশাকরি কিছুটা ধারনা দিতে পেরেছি। জাজাকাল্লাহ।

বিষয়: বিবিধ

৪৫৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356910
১৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৩
saifu islam লিখেছেন : সুন্দর লিখা মাঝে মাঝে দু'একটা কথার আরও একটু ব্যাখ্যা করলে ভাল হতো; ধন্যবাদ ভাল লাগল।
356912
১৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:৪৮
সামছুল লিখেছেন : ভালো লাগলো
356928
১৪ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫২
শেখের পোলা লিখেছেন : কিছুটা নয় বরং অনেকটাই দিয়েছেন৷ কিন্তু তার আগে মানুষকে ইসলামে ফিরিয়ে আনতে হবে৷মানুষ ইসলাম থেকে,ইমান থেকে,কোরআনের শিক্ষা থেকে বেরিয়ে গিয়ে বস্তু জগতে মিশে গেছে৷ আসুন তাদের ইসলামের গুরুত্ব বোঝাই৷ ধন্যবাদ৷
356942
১৪ জানুয়ারি ২০১৬ রাত ১০:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File