৬.৭ মাত্রা ভু-কম্পনে আল্লাহর ক্ষমতা কতটুকু দেখেছেন? আর এভাবেই পৃথিবী ধ্বংশ করবেন।

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৪ জানুয়ারি, ২০১৬, ০৮:৪২:৪৪ রাত

@যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেয়া হবে।পৃথিবী তার ভিতরের সমস্ত কিছু বাইরে বের করে দেবে।আর মানুষ বলবে তার কি হয়েছে? সুরা-আল যিলযালঃ১,২,৩,আয়াত।,,মাত্র ৬.৭ মাত্রার ভুমি কম্পে নাড়িয়ে দিল কয়েকটি দেশ। হতাহতের সংখ্যাও অনেক। এর পরেওআল্লাহ্ রাব্বুল আলামিনের শক্তি সম্পর্কে ধারনা হয়না?এই মাত্রা যদি আরও বেশী হয় ১২/১৪/১৮/২০;তাহলে কি হতে পারে?মানুষকে সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য, মানুষ সর্ব সময় সর্ব কাজে আল্লাহর হুকুম মানবে।সেই মানুষ এমন হীন কাজ নাই করছে না! যে কাজ নিষিদ্ধ সেগুলি আরও বেশী করছে যার ফলে আজ সমাজের এই বিপর্যয়। যে কাজ গুলি সবচাইতে বেশী জগন্য সেগুলি আজ মাত্রাছাড়িয়ে গেছে। সব চাইতে জগন্য কাজ হল ব্যাবিচার, সেই ব্যাবিচার আজ যে ভাবে প্রসার লাভ করেছে, এই অপরাধের বদলে আল্লাহ কি করতে পারেন এর একটু নমুনা আমরা দেখলাম।একটু ঝাঁকুনিতে যদি এমন হয়। জানবাঁচাতে দিকবেদিক ছুটাছুটি করেছে। চার তালা থেকে লাফ দিয়েছে বাঁচতে, বাঁচা যাবে কি? লাফ দিয়েকোথায় পরবে জমিনের উপর বাঁচতে? জমিন যদি ফেটেযায় তাহলে তো সলিল সমাধী হবে।সুতরং আজকের এই ভূ-কম্পন থেকে শিক্ষা নিয়ে সংশোধন হওয়া দরকার। আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষনা করে বাঁচতে পারা যাবেনা।মরলেও যাতে আল্লাহর অনুগত বান্দা হয়ে তার কাছে ফিরে যাওয়া যায় সে চিন্তা করাই বুদ্ধিমানের কাজ।আল্লাহ আমাদের গজব থেকে হেফাজত করুন।

বিষয়: বিবিধ

১৪৯০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356109
০৪ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কে শিক্ষা নিবে?? এই দেশে মন্ত্রি বলছেন এর চেয়ে বেশি মাত্রার ভুমিকম্প হলেও কিছু হবেনা!
০৪ জানুয়ারি ২০১৬ রাত ১০:২০
295703
অপি বাইদান লিখেছেন : আল্লার ক্ষমতা!!! তো আল্লা এই ক্ষমতা বেচারা জাপানের প্রতি এত বেশি প্রয়োগ করেন ক্যান??
356115
০৪ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৩৩
সুমন আহমেদ লিখেছেন : নাস্তিক রা সর্বকালেই আল্লাহর সাথে মোকাবেলা করার ঘোষনা দিয়ে এসেছে।
356120
০৪ জানুয়ারি ২০১৬ রাত ১০:০৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আল্লাহু আকবার,,,, আমি এত ঘুম ঘুমিয়েছিলাম যে টের পাইনি Sad
356122
০৪ জানুয়ারি ২০১৬ রাত ১০:০৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
356125
০৪ জানুয়ারি ২০১৬ রাত ১০:২০
অপি বাইদান লিখেছেন : আল্লার ক্ষমতা!!! তো আল্লা এই ক্ষমতা বেচারা জাপানের প্রতি এত বেশি প্রয়োগ করেন ক্যান??
356133
০৪ জানুয়ারি ২০১৬ রাত ১০:৫১
সুমন আহমেদ লিখেছেন : নাস্তিকদের কোনদিনই শিক্ষা হবেনা,
০৫ জানুয়ারি ২০১৬ রাত ০২:১৫
295714
অপি বাইদান লিখেছেন : আপনার আল্যার শিক্ষা হবে কবে? নাকি উনি বেহাইয়ার মত প্যানপ্যান করতেই থাকবেন!!
০৫ জানুয়ারি ২০১৬ রাত ০২:১৫
295715
অপি বাইদান লিখেছেন : আপনার আল্যার শিক্ষা হবে কবে? নাকি উনি বেহাইয়ার মত প্যানপ্যান করতেই থাকবেন!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File