সঠিক ইতিহাস কি জানতে পারবে ভবিষ্যৎ প্রজন্ম?

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৬:৩৩ রাত

ভবিষ্যত প্রজন্ম ইতিহাস থেকে শিক্ষাগ্রহন করে।

আমরাও কয়েক হাজার বছর আগের সবকিছু ইতিহাস থেকে শিখতে পেরেছি।ইতিহাস যদি সঠিক ভাবে লিখা হয় তাহলেই তো সঠিক জ্ঞান অর্জন করা যায়।

আমরা এমনি এক কপাল পোড়া জাতি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তোবা সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত থাকবে। স্বাধীন মন নিয়ে নিরপেক্ষ ভাবে সঠিক তথ্যদিয়ে ইতিহাসবিদরা যদি ইতিহাস সংরক্ষন না করে না লিখে তাহলে আগামী প্রজন্ম সঠিক জ্ঞান থেকে বঞ্চিত হবে।

স্বাধীনতার ৪৪ বছর পরও বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক চলছে। নিজেদের বড়ত্ব, ক্ষমতার দাপট দেখানোর জন্য ইতিহাস রচিত হচ্ছে।

যে সমস্ত কাজ নিজেদের পথকে প্রশস্থ করার জন্য সাহায্য করে সে জন্য, মনগড়া ভাবে নিজের মতকরে ইতিহাস লিখা হচ্ছে আর এখানেই মতানৈক্যের সৃষ্টি।

যদি সঠিক ভাবে সত্যকে তুলে ধরে ইতিহাস লিখা হত তাহলে কেউ কাউকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলতে পারতোনা বিতর্কের সুত্রপাত হতোনা।

ভবিষ্যত প্রজন্মের জন্য সঠিক জ্ঞানের উৎস যদি রেখে যাওয়া না হয় তাহলে দায়ি থাকবে এই ইতিহাসবিদরা।এই মিথ্যার ইতিহাস যুগ-যোগান্তর চলবে।

সুতরাং বিতর্ক না করে একে অপরকে দোষারুপ না করে সঠিক ইতিহাস তুলে ধরাই বুদ্ধিমানের কাজ হবে। নাহয় বিশ্বাস ঘাতক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে ভবিষ্যত প্রজন্মের কাছে যুগ যুগ ধরে।

বিষয়: বিবিধ

১৩৬৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355266
২৫ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২১
হতভাগা লিখেছেন : ইতিহাস সদা পরিবর্তনশীল ।
355272
২৫ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এসব নিয়ে বিতর্ক করে ঘোলা পানিতে মাছ শিকার না করাই ভালো। বিএনপি এখন হালে পানি পাচ্ছে না বলে এসব মিমাংসিত ইস্যু নিয়ে রাজনীতি করছে।
355282
২৫ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৩৮
সুমন আহমেদ লিখেছেন : পট পরিবর্তন হয় ইতিহাস ধারাবাহিক থাকে পরিবর্তন হয়না।
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০২
295427
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ১০০% সত্য কথা
355310
২৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন : সঠিক তথ্য জানার অনেক সোর্স আছে, সামনে যা পাওয়া যায় তাতেই নির্ভর না করে খোঁজাখুঁজি করলে অনেক অজানা সত্য সামনে চলে আসে। সো, চেষ্টাতো থাকতে হবে।
355446
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ১২:১৯
সুমন আহমেদ লিখেছেন : জানা যাবে ঠিকই কিন্তু রেকর্ড। পালটানো যায় না। এছাড়া নিজ চেষ্টায় ক'জনই বা সত্য জানার চেষ্টা করে ভুলটা কেই সত্য মনে করে।
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০১
295426
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুমন ভাই
চমতকার কথা বলেছেন ,শুধু ভুলটাকে নয় নিজের দলের নেতা যেটা বলবে সেটাই ইতিহাস বলে ওরা মনে করে
355854
৩১ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৫
সুমন আহমেদ লিখেছেন : ধন্যবাদ আমার লিখার উদ্দেশ্য এটাই। যে যাবলে তাই ইতিহাস হয়ে যায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File