সঠিক ইতিহাস কি জানতে পারবে ভবিষ্যৎ প্রজন্ম?
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৬:৩৩ রাত
ভবিষ্যত প্রজন্ম ইতিহাস থেকে শিক্ষাগ্রহন করে।
আমরাও কয়েক হাজার বছর আগের সবকিছু ইতিহাস থেকে শিখতে পেরেছি।ইতিহাস যদি সঠিক ভাবে লিখা হয় তাহলেই তো সঠিক জ্ঞান অর্জন করা যায়।
আমরা এমনি এক কপাল পোড়া জাতি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তোবা সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত থাকবে। স্বাধীন মন নিয়ে নিরপেক্ষ ভাবে সঠিক তথ্যদিয়ে ইতিহাসবিদরা যদি ইতিহাস সংরক্ষন না করে না লিখে তাহলে আগামী প্রজন্ম সঠিক জ্ঞান থেকে বঞ্চিত হবে।
স্বাধীনতার ৪৪ বছর পরও বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক চলছে। নিজেদের বড়ত্ব, ক্ষমতার দাপট দেখানোর জন্য ইতিহাস রচিত হচ্ছে।
যে সমস্ত কাজ নিজেদের পথকে প্রশস্থ করার জন্য সাহায্য করে সে জন্য, মনগড়া ভাবে নিজের মতকরে ইতিহাস লিখা হচ্ছে আর এখানেই মতানৈক্যের সৃষ্টি।
যদি সঠিক ভাবে সত্যকে তুলে ধরে ইতিহাস লিখা হত তাহলে কেউ কাউকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলতে পারতোনা বিতর্কের সুত্রপাত হতোনা।
ভবিষ্যত প্রজন্মের জন্য সঠিক জ্ঞানের উৎস যদি রেখে যাওয়া না হয় তাহলে দায়ি থাকবে এই ইতিহাসবিদরা।এই মিথ্যার ইতিহাস যুগ-যোগান্তর চলবে।
সুতরাং বিতর্ক না করে একে অপরকে দোষারুপ না করে সঠিক ইতিহাস তুলে ধরাই বুদ্ধিমানের কাজ হবে। নাহয় বিশ্বাস ঘাতক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে ভবিষ্যত প্রজন্মের কাছে যুগ যুগ ধরে।
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমতকার কথা বলেছেন ,শুধু ভুলটাকে নয় নিজের দলের নেতা যেটা বলবে সেটাই ইতিহাস বলে ওরা মনে করে
মন্তব্য করতে লগইন করুন