মনে কিছু প্রশ্ন জাগে?

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫৬:০৭ রাত

আমার কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাইনা এটা কি করে হয়?

দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে, রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ লক্ষ তথা ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে ১৬ ই ডিসেম্বরে দেশ স্বাধীন হল। তখন পাকিস্থানী বাহিনীর আত্মরক্ষাই কঠিন হয়ে গেল। ঠিক ২দিন আগে ১৪ ই ডিসেম্বর ওই বাহিনী আসন্ন পরাজয়ের ভীতি অন্তরে নিয়ে কি করে বুদ্ধিজীবিদের হত্যা করতে পারে? এটা যদি হানাদার বাহিনীর বাংলাদেশ কে মেধাহীন করার পরিকল্পনা হতো আগে কেনো করল না? পরাজয়ের সময় এটা কি করে করার সাহস পায়? নাকি এর পিছনে অন্য কোন ষড়যন্ত্র ছিলো? নাকি মিত্ররা সুযোগের সৎব্যবহার করেছিলো?

বিষয়: বিবিধ

১২৭৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354079
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫০
আব্দুল গাফফার লিখেছেন : চিন্তার বিষয় ! বাংলাদেশের ইতিহাসে অনেক কিছুই যুক্তি দিয়ে মেলানো বেশ কঠিন । স্বাধীনতার যুদ্ধে ৩ লক্ষ না ৩০ লক্ষ শহীদ হয়েছেন এখনো খোলাসা হয়নি । অনেক ধন্যবাদ
354082
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ১২:০০
অপি বাইদান লিখেছেন : এত সাধের ফাঁকিস্তানকে আল্যা রক্ষা করতে পারলেন্না। এটাই আল্যার অক্ষমতা।
354086
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৫৭
সুমন আহমেদ লিখেছেন : অপি বাইদান বেশী দৃষ্টতা ভালনা।আপনি ব্যক্তিগত ভাবে বিশ্বাসী না হতে পারেন তাই অন্যের বিশ্বাস কে সব সময় কটাক্ষ করা বদ্ধিমানের কাজ না।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File