মানুষ যখন ন্যায় অন্যায় আলাদা করতে ভুলে যায় তখন তাদের ঘারে জালেম শাষক কে চাপিয়ে দেয়া হয়।

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫৯:২৩ সন্ধ্যা

যে দেশের পরিচালক রা বা শাষক মিথ্যার আশ্রয় নিয়ে অন্যায়ে লিপ্ত থাকে সে দেশের জনগন কি করে ভাল হতে পারে?,,জালেম শাষক যে জাতির ঘারে চেপে বসে সে জাতি কোন ভাবেই উন্নতি করতে পারেনা। সেটা চরিত্রের, ন্যায়নীতির দিক থেকে হউক বা অর্থনৈতিক দিক থেকে।আর এটাও ঠিক মানুষ যখন ন্যায় অন্যায় বুজার জ্ঞান হারিয়ে নিজের স্বার্থকে শুধু প্রাধান্য দেয়। নিজ সার্থের জন্য সর্বদা অন্যায়ে লিপ্ত হয় তখন সে জাতির ঘারে আল্লাহ জালেম শাষককে চাপিয়ে দেন। যাতে করে চেতনা জাগে।জানিনা এই জাতির ন্যায় অন্যায় বুজার চেতনা কবে জাগ্রত হবে।আল্লাহ এই জাতির বিবেককে জাগ্রত করুন ন্যায়অন্যায় বুজে জালিমের বিরোদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দিন।

বিষয়: বিবিধ

১২০৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353820
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৪
শেখের পোলা লিখেছেন : সে বোধ থাকলে আজকের এ দশা হতনা৷ ধন্যবাদ৷
353832
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫৫
হাফেজ আহমেদ লিখেছেন : একমত
353847
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১৫
সুমন আহমেদ লিখেছেন : ধন্যবাদ সবাইকে সুন্দর মন্তব্যের জন্য।
353897
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।

প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
354057
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪৭
সুমন আহমেদ লিখেছেন : আমরা সত্য ও ন্যায়ের পক্ষে লিখে যাব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File