বিজ্ঞানের উৎস এবং গবেষনার ক্ষেত্র একমাত্র ইসলাম।

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ১০ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩৪:৪৯ রাত

এই আধুনিক যুগে যা আবিস্কৃত হচ্ছে তা রাসুল (রা) এর উপর নাজিলকৃত ঐশীবানীর গবেষনালব্ধ ফসল। যা কিনা সব চাইতে বেশী উপকারে আশে সত্যপথের পথিকদের তা আজ প্রমানিত।

আজ আবিস্কৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ইসলাম পন্থীরাই সবচাইতে সঠিক কাজে সৎ পথে ব্যবহার করছে এর প্রমান ইতিমধ্যেই সবাই পেয়েছেন।

যার কারনে ইসলামী আন্দোলনের নেতৃত্ব খতম করার উদ্যোগের সাথে সাথে প্রতিবাদকে স্তব্ধকরে রাখার জন্য এই ফেইজবুক বন্ধ করে দেওয়া হল।

সুতরাং এই মাধ্যমকে আরো উত্তম ভাবে কাজে লাগিয়ে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।ইসলাম বিদ্ধেষীরা যতই খারাপ পথে ব্যবহার করে চরিত্র হনণের জন্য চেষ্টা চালাক।

বিষয়: বিবিধ

১০৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353489
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫১
অপি বাইদান লিখেছেন : আল্লার মুমিনরা ঝাড়, ফুক, পানিপড়া ছাড়া আর কিছু আবিস্কার করতে না পারলেও ইহুদী-নাসারার আবিস্কার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ কল্লা কাটার ছবি পোষ্ট করে নেকি হাসিল করে ঠিকই।
353520
১১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
সুমন আহমেদ লিখেছেন : নাস্তিক ইহুদী নাসাদের দাপট সাময়ীক।
353521
১১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০০
সুমন আহমেদ লিখেছেন : কোরআন থেকে জ্ঞান অর্জন করে কাজে লাগালে বুঝতে পারবে সব।
353523
১১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:০৬
সুমন আহমেদ লিখেছেন : নাস্তিকদের কথা আলাদা ওরা আল্লাকে বিশ্বাস করেনা। কিন্তু ভিন্ন ধর্ম নিয়ে চলে তারাতো কোন না কোন ভাবে সৃষ্টি কর্তার অস্থিত্ব বিশ্বাস করে। ভিন্ন ধর্মের লোকও কোরআন পড়তে বুঝতে অসুবিধা হবার কথা নয়। জ্ঞানের স্বল্পতা নিয়ে যা মুখে আসে তাই বলতে অভ্যস্ত কিছু মানুষ এটা ঠিক না। চিন্তা করে বুঝে কথা বলা বুদ্ধিমানের কাজ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File