এটা কোন মানবিকতা ?
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ২৪ নভেম্বর, ২০১৫, ০১:৪১:৫৬ দুপুর
মৃত্যুর পর মানুষ হিসাবে মানুষের সাথে আর শত্রুতা থাকেনা।নির্দোষ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কে ফাঁসিতে ঝুলানো হল। রাজনৈতিক কারনে তাকে দোষী সাব্যস্থ করে সর্বউচ্চ দন্ডে দন্ডিত করা হল। ধরে নিলাম তাদের ভাষায় তিনি দোষী ছিলেন, শাস্তি দেওয়ার পর কোন ব্যক্তির সাথে আর শত্রুতা থাকেনা, মৃত্যুর পরেতো নয়ই। কিন্তু আমরা কি দেখলাম! মৃত্যু দন্ড দেওয়ার পরও একটা মৃতদেহের সাথে যে আচরন করা হল তাকিকোন মানুষ করতে পারে এটা জাতির কাছে প্রশ্ন।মৃত্যুর পর একজনকে দাফন করা ফরজে কেফায়া সবার দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালনে যে ভাবে বাঁধা দেয়া হল, এটা কোন মানবতা? এর উত্তর কে দেবে? যারা মানবতা নিয়ে চিৎকার করেন দেশের বড় বড় বুদ্ধিজীবিরা প্রশ্ন রইল।যারা সভ্য সমাজে নিজেকে সভ্য মানুষ বলে পরিচয় দেয়, ধর্মীয় দিক থেকে হউক বা মানবতার দিক দিয়ে হোক এটা কি মানুষের কাজ???
বিষয়: বিবিধ
১০১৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামাতিদের উপর সমর্থন বেড়েছে
ক্ষোভ হলো মিথ্যাবাদিদের উপর কখন প্রতিশোধ নিবে সেই প্রতিক্ষায় আছে
মন্তব্য করতে লগইন করুন