মুসলমানদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেরাই দায়ী।

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ১৬ নভেম্বর, ২০১৫, ০৭:০০:১৫ সন্ধ্যা

মুসলিম শব্দের অর্থ হল আত্বসমর্পন কারী। যে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্বসমর্পন করে। আল্লাহর কাছে আত্বসমর্পনকারী ব্যক্তির কাজ আল্লাহর হুকুম মেনে চলা।

আল্লাহ বলেছেনঃ "তোমরা আল্লার রুজ্বুকে মজবুত ভাবে ধারন কর বিচ্ছিন্ন হয়োনা"।

কিন্তু বিশ্ব মুসলিম আজ শত ভাগে বিভক্ত।

এক আদর্শে আদর্শিত হয়েও আল্লাহর হুকুম কে অমান্য করে আজ শুধু বিছিন্ন নয় পরস্পরের পরম শুত্রু।

যেখানে আল্লাহর ঘোষনা ঐক্যবদ্ধ হয়ে আল্লাদ্রোহীদের মোকাবিলা কর, দুর্ভাগ্যবসত সে মুসলমান পরস্পর বিরোধীতায় লিপ্ত।

তাহলে এই মসলুমানদের অবস্তার জন্য কাকে দায়ী করা যায়।আল্লাহর কাছে আত্বসমর্পন না করে আল্লাহর হুকুম না মেনে কি মুসলমান হওয়া যায় নিজের বিবেক কে জিজ্ঞাস করলেই উত্তর পাওয়া যাবে।

আজ মুসলমান হলেই মৌলবাদী, জঙ্গী বা সন্ত্রাসী বানিয়ে ঐক্যবদ্ধ ভাবে নির্মুল করা হচ্ছে। এটা আদিকাল থেকে হয়ে আসছে। ইসলাম বিদ্ধেষীরা মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াতে দেবেনা এটা তাদের শপথ।

তাদের এই কাজে পুর্ন সমর্থন ও সর্বাত্ত্বক সহযোগীতা করছে নামধারী মুসলিমরা।শুধু কি তাই নিজের অস্থিত্ব ভুলে তাদের সাথে একাকার হয়ে গেছে।

যে মুসলিমদের কাছে সবচাইতে নির্ভরযোগ্য আল্লাহ ঘুষিত সত্য জ্ঞানের উৎস বর্তমান।সেই আল'কুরআন থেকে জ্ঞান অর্জন না করে, পনেরশত বছরের পুরানো বলে পাশ্চাত্যের জ্ঞানকে ধারন করেছে।

তাহলে মুসলিমদের ধংশের কবর রচনা তো নিজেরাই করছে। এটা মুসলমানদের সবচাইতে বড় আত্মঘাতী। এথেকে বেরিয়ে আসতে হলে, কোরআন কে মজবুত ভাবে ধারন করে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই।

আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন।

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349959
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
শেখের পোলা লিখেছেন : এ কথা আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন৷ দুঃখের বিষয় আমরা কোরআন বুঝিনা৷আসুন আগে সকলে কোরআন বোঝার চেষ্টা করি৷
সংশোধনি;- (এথেকে বেড়িয়ে আসতে হলে,)জনাব মাইণ্ড না করলে বলি, এ বাক্যে যা বলতে চেয়েছেন তা শুধু একটা 'ড়'('র' হবে)তে উল্টায়ে দিয়েছে৷ তাই ওটা বদলে দিয়েন৷ ধন্যবাদ৷
349986
১৬ নভেম্বর ২০১৫ রাত ১১:৫৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
349993
১৭ নভেম্বর ২০১৫ রাত ০১:০২
সুমন আহমেদ লিখেছেন : ধন্যবাদ,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File