আমিও তো ব্লগার তাই বলে কি আমিও নাস্তিক???
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৪ নভেম্বর, ২০১৫, ০৩:৩৭:২৯ দুপুর
ব্লগে লেখালেখি অথবা ভিসিট করি এ পকথাটা শুনলেই কিছু মানুষ জানি কেমন কেমন করে !
ব্লগ তো নাস্তিকদের নোংরামির যায়গা তুই এখানে কি করিস সুমন??
প্রায় প্রতিদিনেই কথাগুলি শুনতে হয় ধ্যাত আর ভাল্লাগেনা !
আসলে বাংগালীরা কেমন জানি একটু অন্যরকম আসলেই আমরা ভাল মন্দ বিচার করতে পারিনা বা পারার লাইগ্যা চেষ্টা ও করিনা !
ছোটবেলায় মাঝে মাঝে বাজার করার জন্য যেতাম, যাওয়ার সময় কাকা বলে দিতেন বাবা সুমন " ভদ্ররুপি লোকটার শাহী মসজিদের কনারে যে দুকানটা আছে ঐ দুকানে যেয়োনা" (!) এর কারন কি কেউ জানেন?
কারন হচ্ছে, এইতো অতীত নিকটে ব্রাজিল থেকে ডিজিটাল গমের মতো হয়তো, ভদ্ররূপি লোকটাও একবার হয়তো নামমাত্র কিছু নষ্ট আটা কিনেছিলেন, আর এর কারনেই বাজারের ১ নাম্বার মুদি দোকানী ঐ লুকটা ও এখন দশের মধ্যও নেই !
লুকটার দোকানের শুধু আটাগুলিই খারাপ ছিল অন্যান্য জিনিস অন্যদের চেয়ে মাশাআল্লাহ্ বেশ ভালই ছিল কিন্তু আমরা ঐ নষ্ট আটার পর উনার কাছে আর যাইনা কিছু কিনতে !
আসলে কি ব্লগে শুধু নাস্তিকরাই লেখা- লেখি করে??
না ঐ লুকের আটার মতো ২ এক জনের জন্য ব্লগ আর ব্লগার উভই আজ ব্লগ আর ফেইজবুক পল্লীর সাদা-কালো সমাজে ঘৃনীত !
আর যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে তারাই আজ ধ্বংশ হচ্ছে আর হওয়াটাও স্বাভাবিক !
মুসলমানদের শরীরে একফোঁটা রক্ত থাকতে এ দেশে বসে ইসলাম নিয়ে কটুক্তি করে পার পাবেনা !
ভাঙ্গা-গড়ার এই অনলাইনে আমি ভাই মূর্খ মানুষ, দেশ ও সমাজ ব্যাবস্থা আমায় বেদনা দেয় বলে ফেইজবুক কিংবা ব্লগের পাতায় দু-একটা কথা আওয়ালা- জাওলা করে বলি এই আর কি !
তা ছাড়া ফেইজবুক আর ব্লগ ছাড়া বাংলাদেশে অন্যায়ের প্রতিবাদ করার অন্য কোন মাধ্যম নেই, রাস্তায় নেনে প্রতিবাদ করতে গেলে ঘুম আর খুন হওয়ার ইচ্ছা হয়তো আমার মতো দু- একটা আধা পাগল ছাড়া সুস্থ মস্তিস্কের কোন মানুষেই করবে না !
আসলে কিছু কিছু পেইজের লিং বা
ব্লগারের জন্য সকল ব্লগার কিংবা
আইডির মালিক গুলি হয়ে যায় সকলের চোখে খারাপ আর নোংরামনা !
আসলে বিধাতা হযতো আমাদের
বাংলাদেশীদের ভাল মন্দ বিচার করার শক্তি দেননি, নাকি আমার আপনার দোষ কি করে বলবো ভেবে পাচ্ছিনা !
আজ-কাল ইসলামীষ্টদের ভিতরেও নেই বিন্দু মাত্র মায়া-মহব্বত আর
ভালবাসার রেখাপাত, কাকে দোষ দেব আর কাকে নয়, যার ফলে কোন কিছু কুলিয়ে উঠতে পারছি না ?
আল্লাহ্ আমাদের সঠিক বুঝ দান
করূন !
আমীন !
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন