জালিমের ফাঁসির রশি মজলুমের জুতার ফিতার সমান ও নয় !!

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৩ অক্টোবর, ২০১৫, ১০:১৮:০২ সকাল

শহীদদের মৃত্যু নেই তাঁরা মরেও অমর হয়ে থাকবে আমাদের মাঝে,

আসমানী কিতাব নাজিলের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে কিন্তু

আসমানি কিতাবের আলোকে জীবন রাঙ্গিয়ে শাহাদাতের মর্যাদা লাভের দরজা বন্ধ হয়ে যায়নি!!!

বাতিলের প্রসাদে আঘাত হেনে তার ভিতকে কাঁপিয়ে দিতে পারে যে শহীদি তামান্না, তা এখন ও জাগরুক দ্বীনি আন্দোলনের লক্ষ লক্ষ মুজাহিদের হৃদয় বন্দরে!!!

মরূ আরবের ধু ধু বালুচর থেকে যে খুনের নহর প্রবাহিত হয়েছে তা আজ ছড়িয়ে পড়েছে পৃথীবির প্রান্তরে প্রান্তরে!!!

হজরত হামজা (রাঃ) ও হজরত হানযালা (রাঃ) এর বুক চিরে যে স্রোতধারা প্লাবিত করেছিল আরবের বুকে লালিত পুঞ্জীভূত প্রতিষ্টিত জাহেলিয়াতকে!!!

সেটি আজ ইরান, তুরান, আফ্রিকা পার হয়ে আছড়ে পড়েছে দক্ষিন এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ বাংলাদেশে!!!

মিল্লাতের এক বিরাট দায়িত্বভার

মাথায় তুলে নিয়ে যারা আসহাবে রাসূলের জীবন চরিত্রের আলোকে, অনাগত ভবিষ্যতের জন্য দেশের তরূণ ছাত্রসমাজকে সত্, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দেশের প্রতিটা জনপদেকে আলোকিত করার জন্য জ্বালিয়েছে কোরআনের মশাল!!!

লাখ লাখ দিকভ্রান্ত পথহারা তরূনকে যারা দেখাচ্ছে হেরার রাজ তোরন, দুনিয়ার মোহ মায়া স্বার্থকে পায়ে পিশে যারা এগিয়ে চলেছে লক্ষপানে, সময়ের প্রতিটি বাঁকে বাঁকে যারা তৈরী করেছে

প্রেরনার এক সুউচ্ছ মিনার, তাদের একটিঈ পরিচয় তারা ইসলামী আন্দোলনের কর্মী, শহীদি কাফেলার যাত্রী!!!

তারা জালিমের জুলুম'কে কখনো ভয় করেনা, জালিমের ফাঁসির রশি তাদের পায়ের জুতার ফিতার সমান ও নয়!!!

দোয়া করি শহীদি কাফেলার প্রত্যেকটা মজলুম নিরাপরাধ নেতা-কর্মীকে আল্লাহ্ উত্তম যাযা দান করূন!!!

আমীন ইয়া রাব্বীল আলামিন !

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344144
০৩ অক্টোবর ২০১৫ সকাল ১০:২৭
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : জালিমের ফাঁসির রশি মজলুমের জুতার ফিতার সমান ও নয় শহীদদের মৃত্যু নেই তাঁরা মরেও অমর হয়ে থাকবে আমাদের মাঝে,দোয়া করি শহীদি কাফেলার প্রত্যেকটা মজলুম নিরাপরাধ নেতা-কর্মীকে আল্লাহ্ উত্তম যাযা দান করূক। অনেক ধন্যবাদ
344146
০৩ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩০
অপি বাইদান লিখেছেন : দোয়া করি শহীদি কাফেলার প্রত্যেকটা মজলুম নিরাপরাধ নেতা-কর্মীকে আল্লাহ্ উত্তম যাযা দান করূন!!!

যিনি ইহ কালে এত বিশাল খাস বান্দার ফাঁসি রদ করতে পারেন্না সেই তার কাছেই পরকালের মূলা ভিক্ষা?
344150
০৩ অক্টোবর ২০১৫ সকাল ১১:০২
সুমন আহমেদ লিখেছেন : যাযাকাল্লাহ্ মান্নান ভাই
344151
০৩ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৪
সুমন আহমেদ লিখেছেন : অপি তোমাদের অট্রহাঁসি একদিন কান্নায় রূপ নিবে ইনশাল্লাহ্ সেই দিন তোমাদের মতো নাস্তিকরা আল্লাহর আদালত থেকে পার পাবানা ইনশাল্লাহ্ ।
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪০
285512
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুমন ভাই
সকলে মিলে অপিবাইদানকে ব্লগ করেন যাতে তার নোংড়া কথা আর আমাদের চোখের সামনে না আসে
344157
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জালিমের ফাঁসির রশি মজলুমের জুতার ফিতার সমান ও নয় শহীদদের মৃত্যু নেই তাঁরা মরেও অমর হয়ে থাকবে আমাদের মাঝে,দোয়া করি শহীদি কাফেলার প্রত্যেকটা মজলুম নিরাপরাধ নেতা-কর্মীকে আল্লাহ্ উত্তম যাযা দান করূক।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
344161
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হে জাতীর শ্রেষ্ঠ সন্তানেরা আমাদের ক্ষমা করে দিও, আমরা অসহায় জাতী তোমাদের চিনতে পারিনি, পারিনি তোমাদের মর্যাদা দিতে...ইনশাআল্লাহ দেখা হবে জান্নাতে।
344174
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১১
সুমন আহমেদ লিখেছেন : যাযাকাল্লাহ্
344176
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১২
সুমন আহমেদ লিখেছেন : আব্দুল মতিন ভাই তাকে আমি ব্লক দিব না দেখি সে কি করে ।
০৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
285547
শেখের পোলা লিখেছেন : ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়,গর্হীত কথা বলে গোনাহগার হতে হয়৷ তাই তাকে বাইরে রাখাই উত্তম৷
344202
০৩ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:০৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভালো লাগলো, ধন্যবাদ।
১০
344217
০৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
শেখের পোলা লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান৷
১১
344223
০৩ অক্টোবর ২০১৫ রাত ০৯:১৪
লজিকাল ভাইছা লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File