ঘুরে ফিরে দেখা হল সেই কদম্ব তলায়।

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২২:২৮ রাত

শিক্ষায় ভ্যাট আরোপ করা হল, প্রতিবাদে ছাত্ররা ক্লাস বর্জন করে নেমে এল রাস্তায়। তাদের দাবী অবশেষে মানা হল কিন্তু ঝরাতে হল রক্ত।

প্রশ্ন হল শিক্ষার উপর ভ্যাট পরিশোধ করতে হতো কার? যারা মাথার ঘাম পায়ে ঝরিয়ে তাদের সন্তানকে লেখাপড়া শিখাতে ভার্সিটিতে ভর্তি করতে চায়।

সেটা তুলে নেয়া হল, এখন আবার শিক্ষাসামগ্রী কম্পিউটারের উপর, এও দেখলাম এই ভ্যাট ক্রেতার কাছ থেকে আদায় করা হবে। যে কম্পিউটার ত্রিশহাজার টাকা দাম দিয়ে কেনা হবে।

সে ক্রেতা কে একহাজার দুইশত টাকা ভ্যাট ধরা হবে। এটা কে পরিশোধ করবে ঐ অভিবাবক যে তার সন্তানকে এই অত্যাধুনিক যুগে যুগউপযোগী করে গড়ে তুলতে চায়।

এই দিকে আবার গ্যাস বিদ্যূতের দাম বাড়ীয়ে কাদের উপর বোঝা বাড়ানো হল?

ঘুরে ফিরে ঐ জনগন। আবার যানবাহনের ভাড়া বাড়ছে এটার ভুক্তভুগি একই ব্যক্তি লাভ কোথায় বলতে পারেন?

মানুষের মৌলিক অধিকার পূরন করার দায়িত্ব সরকারের। সরকার নিজদায়িত্বে রাষ্ট্রের ভবিষ্যত প্রজন্মকে যোগ্যতা সম্পন্ন করে গড়েতুলবে যার মেধা এবং দক্ষতা যেকাজের প্রতি আগ্রহ যার সে অনুযায়ী।

তাতো গুঁড়ে বালি, মৌলিক দায়িত্ব নিজেরা পালন করতে পারছেনা। ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটি মৌলিক দায়িত্ব পালন নাকরে উপরুন্ত ভ্যাট আরোপ করে বাধাদান করা হচ্ছে।

ঘুরে ফিরে শোষিত এক ব্যক্তি যে অভিবাক সন্তানকে উচ্চ শিক্ষাদেওয়ার বাসনা মনে পোষন করে। সেই আবার বাড়তি বিল দিতে হবে, সেই ব্যক্তিই গাড়ীতে উঠে বর্ধিত ভাড়া পরিশোধ করতে হয়।

সুতরাং মাননীয় সরকারের উচিত কিছু ভর্তুকি দিয়ে জনগনের পাশ্বে দাঁড়ানো। সাধারন জনগন যেহেতু সরকার গঠনের জন্য ভরষাস্থল। এটাই জনগনের প্রত্যাশা।

বিষয়: বিবিধ

৮৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341766
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যাই করেন আপনাদের ভ্যাট দিতে হবে। এবং ব্যবসায়িদের ভ্যাট এর অতিরিক্ত ভ্যাট সংগ্রহকারি কর্মকর্তাদের ঘুষ দিতে হবে।
341771
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৪৪
সুমন আহমেদ লিখেছেন : ভাই তাই তো বল্লাম ঘুরে ফিরে ঐ জায়গায়।
ধন্যবাদ আপনাকে।
341784
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:০৬
শেখের পোলা লিখেছেন : এমপিদের নিজের ও আত্মীয়দের গাড়ি কেনায় ভ্যাট আছেকি?
341911
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৯
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আমাদের দেশে ভ্যাট হলো বর্তমানে দূর্নীতি করার একটা নতুন জায়গা সুতরাং কাকে বললো ? বেড়ায় যদি ক্ষেত খেয়ে ফেলে বেড়ার কি করার আছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File