জীবন বৃন্ত থেকে যে দিনটি ঝরে যায়।

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২১:৩৪ বিকাল

@# যে দিনটি জীবন বৃন্ত থেকে ঝরে যায় সেতো আর ফিরে আসার কথা নয়।

কিন্তু মনেপড়ে শুধু সেই পিছনে ফেলে আসা দিনের সংগঠিত ঘটনা সমুহ। অনেক সময় সৃতিচারন হয় নিরবে নিভৃত্বে।

জীবনের সাতে জড়িয়ে আছে সেই কিশোর জীবনের দুরন্ত পনা দিনগুলির কথা।

আজ মনে পরে কিশোর জীবনে চলার পথে নিজস্ব একটা পরিকল্পনা থাকত, সারা দিন কি করব কিন্তু পরিবারের বড়দের সাথে সেই পরিকল্পার গরমিল হতো সে জন্য কত মান অভিমান।

আজ ভাবি সেই পরিকল্পনায় মা বাবা বা পরিবারের বড়দের অনুমোদন যদি সব কাজে পাওয়া যেত তাহলে জীবন গঠন সম্ভব হতো না।

কারন সেই দিনের পরিকল্পনায় থাকত আড্ডা দেয়া, কখন কোথায় খেলতে যাওয়া, এই ধরনের নানা দুরন্তপনার কাজের পরিকল্পনা, তাতে নিজের জীবন গঠনের কোন পরিকল্পনা থাকত না কখনও চিন্তাও আসতোনা আর এটাই স্বাভাবিক।

কিশোর জীবনের জীবন গঠনে চিন্তা পরিকল্পনা মা বাবা অভিবাকরা যদি না করতেন জীবন গঠন সম্ভব হতোনা।

কিশোর জীবনের নিজ পরিকল্পনার বিরোধীতার জন্য যে অভিমান হতো, সে জন্য আজ নিজের প্রতি বড় অভিমান হয়।

শিশু থেকে কিশোর জীবন গঠনের পরিকল্পনাই আসল। সেইসময়ে জীবনকে যে ভাবে গঠন করা হয় সারা জীবনের পাথেয় তাই হয়।

তাই অভিবাবকই জীবনের মূল পরিকল্পানা কারী সুন্দর জীবন গঠনের জন্য।

যে অভিবাবক তার সন্তানের শিশু থেকে কিশোর জীবনে গঠন প্রনালীতে ত্রুটিপুর্ন সেচ্ছাচারিতার আশ্রয় দেন সেই সন্তানই সমাজের বিপর্যয়ের কারন হয়।

তাই গর্ববোধ করি দুরন্তপনা দিনের বাঁধা দান কারী আমার শ্রদ্ধেয় মা বাবা ভাই বোন কে নিয়ে।

হয়তো জীবনে বড় কিছু হতে পারি নাই তবুও। অন্তত সৎ ভাবে জীবন চালানোর অনুপ্রেরনার জন্য সব টুকু শ্রদ্ধা জানাই তাঁদের।

আজ যারা অভিবাবক মা বাবা সবাই যদি সন্তানের অন্তত সৎ পথের সন্ধ্যান দিতে পারেন তাহলে সেই সন্তান সমাজের উপকার করার সামর্থ অর্জন না করলেও বিপর্যয়ের কারন হবেনা।

আল্লাহ আমাদের সন্তানদের জীবন গঠনের প্রতি স্বচেষ্ট হওয়ার তৌফিক দিন।

বিষয়: বিবিধ

১০৯৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340368
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:০০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চমতকার লিখেছেন ভাই জান
আল্লাহ আপনার মতো সব মা বাবার তাদের সন্তানদেরকে সত মানুষ গড়ার অঙ্গিকারাবদ্ধ করেন
আমিন
ধন্যবাদ
340402
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। ভালো লাগলো।
আমরাই ভবিষ্যত কে সুন্দর করার চেষ্টা করতে পারি।
340474
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনি লিখেছেনঃ আজ ভাবি সেই পরিকল্পনায় মা বাবা বা পরিবারের বড়দের অনুমোদন যদি সব কাজে পাওয়া যেত তাহলে জীবন গঠন সম্ভব হতো না।

সত্যিই প্রতিটি জায়গায় দিকনির্দেশেক থাকা আবশ্যক, যদি তা না থাকে নরম বিছানা মনে করে সাগরের অথৈ জলে শুয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়. ! ধন্যবাদ আপনাকে।
340498
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩০
সুমন আহমেদ লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়ারাহমাতুললাহ, আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
340549
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৫০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File