আল্লামা সাঈদী হুজুরের চোখের পানিতে ভেসে যাবে সরকার !!

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১০:১৭ রাত

কারাগারের ভেতরে নামাজের মধ্যে বসে কোটি প্রানের স্পন্ধন আল্লামা সাঈদী হুজুর হু হু করে কেঁদে উঠেন !!

:

গোলাম মাওলা রনির একটি কলাম মারফত জান্তে পারলাম!!

:

আল্লামা সাঈদী হুজুর নামাজরত অবস্থায় কেঁদে কেঁদে দোয়া করেন!

:

রনি বলেন আল্লামা সাঈদী হুজুর গারাগারে অন্য কয়েদীদের সাথে নিয়ে উনার ঈমামতিতে পাঁচ ওয়াক্ত

নামাজ আদায় করেন!!

:

প্রত্যেক নামাজ শেষে তিনি মহান প্রভূর দরবারে এতিমের মতো দুটি হাত গগনের দিকে তুলে ফরিয়াদ করেন হে

আল্লাহ্ আমি মজলুম আমার দোয়া তুমি কবুল করো !!

:

আমি যদি অন্যায় করে থাকি তাহলে তুমি শাস্তিদাতা !!

:

ও আল্লাহ্ আমাকে তুমি দুনিয়ার শাস্তিদানের মাধ্যমে আখিরাতের কঠিন শাস্তি থেকে উদ্ধার করো !!

:

আর যদি কোন অন্যায় না করে থাকি তাহলে তুমি এই মজলুমের জিম্মাদার হয়ে যাও !!

:

আমি দেখতে চাই পৃথীবির কোন জুলুমবাজের এত স্পর্ধা যে তোমার জিম্মা থেকে কোন নিরাপরাধ ব্যাক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে তারা শাস্তি প্রদান করে !!

:

এইভাবে সবাই মিলে জেলের ভেতর ঘন্টার পর ঘন্টা মোনাজাত করে চোখের পানিতে বুক ভাসান !!

:

হে আল্লাহ্ তুমি এই মজলুম নিরপরাধ আলেমের দোয়া কবুল করে নাও এবং আল্লামার চোখের পানিতে এই

নাস্তিকদের ভাসিয়ে দাও !!

:

আমীন !!

বিষয়: বিবিধ

৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File