দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৭:৩৯ বিকাল
# নিজেকে সঠিক মানের মানুষ হিসাবে গঠন করতে হলে। (যাকে বলে আত্বগঠন) আগে জানতে হবে কোন কাজ করলে বা কোন পথে চল্লে প্রকৃত মানের মানুষ হওয়া যায়।
মনগড়া ভাবে চলে কেউ কোন দিন ভাল মানুষ হতে পারবে না। তাই জানতে হবে এর উপাদান, আর এর প্রথম উপাদান হল সঠিক জ্ঞান অর্জন ।
@ আার সঠিক জ্ঞানের একমাত্র প্রধান উৎস হল আল্লাহ''র নাজিলকৃত ঐশি বানী আল-কোরআন, দ্বিতীয় হল রাসুল (সাঃ) এর হাদিস।
@সুতরাং সঠিক জ্ঞান কোরআন এবং হাদিস থেকে অর্জন করতে হবে।
আমরা যদি সঠিক জ্ঞান অর্জন করতে চাই তাহলে কোরআন এবং হাদিস নিয়মিত অধ্যয়ন করতে হবে।
কোরআন নাজিল করা হয়েছে মানুষ অধ্যয়ন করবে বুঝবে এবং তদানুযায়ী নিজের জীবনের প্রতিটি কাজ আন্জাম দেবে।
সুতরাং কোরআন এবং হাদিস নিয়মিত অল্প করে হলেও আমরা অধ্যয়ন করি (আমি সহবলছি)।
আমরা জানি সঠিক ভাল মানুষ ছাড়া পরিবার সমাজ রাষ্ট্র কোথাও শান্তি হয়না না। এর জন্য সঠিক জ্ঞান জরুরী।
# এছাড়া আমাদের আসল জীবন এই দুনিয়ার জীবন নয়। আমরা জন্মেছি মরতে হবে এটা আল্লাহর নির্ধারিত আইন মোকাবেলা করে কারও শক্তি নাই রোধ করার। তাই বুদ্বিমানের কাজ হবে পরের জীবনে চিন্তা করা।
দুনিয়া হল পরের জীবনের ( আখেরাতের) কৃষিক্ষেত এদুনিয়ায় যা উপার্জিত হবে তা সেখানে ভোগ করতে হবে।
আমাদের জীবন পরিচালনার জন্য, আখেরাতের জন্য কোরআন এবং হাদিছ অধ্যয়ন অবশ্যই কর্তব্য।
তার সাথে সাথে যারা কোরআন এবং হাদিস বিশ্লেষন করে বিভিন্ন সাহিত্য রচনা করেছেন সেগুলিও অধ্যয়ন করা দরকার।
আবারও বলছি আমি সহ আসুন আমরা আখেরাতে জীবনে মুক্তির লক্ষ্যে এবং দুনিয়ার জীবনের শান্তির জন্য জ্ঞান অর্জন করি জীবনকে গঠন করি।
আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত কোরআন - হাদিস সাথে সাথে ইসলামী সাহিত্য অধ্যয়ন করার তৌফিক দিন আমিন ।
বিষয়: বিবিধ
১৮১০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ খাইরান ।
মন্তব্য করতে লগইন করুন