কোরআন নাযিল হয়েছে মানব জাতির হেদায়াতের জন্য।

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৭:৫৮ রাত

# আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন সমস্ত মানব জাতির হেদায়াতের জন্য।

,

,

মানুষের জন্মথেকে অর্থাৎ দোলনা থেকে কবর পর্য্ন্ত সমস্ত জীবনের প্রতিটি কাজ সুষ্টু ভাবে সম্পন্ন করার নিয়ম- নীতি, আইন-কানুন সব আল্লাহর পক্ষথেকে দিয়েছেন।

,

,

নিজেকে মুসলমান ঘোষনা করে বা দাবি করে কুরআনের একটা আয়াত না মানার বা অশ্বীকার করার কোন সুযোগ নাই সে মুসলমান থাকতে পারেনা।

,

,

সুতরাং নিজেকে মুসলমান দাবি করে কেউ কুরআনের বিপরীত আইন কানুন কায়েম করার, রাখার এবং পরিচালনার জন্য চেষ্টা করা যায়েজ নাই।

,

,

মুসলমান রাজনীতি করবে কুরআনের রাজনীতি, দেশ ও সমাজ পরিচালনার চেষ্টা করবে আল্লাহর দেয়া আইন অনুযায়ী এটা স্পষ্ট ঘোষনা।

,

,

মুসলমান কুরআনের রাজনীতি ছাড়া আর কিছু করতে পারেনা ।যারা অন্য রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের সবাইকে এই সহজ কথাটুকু বুঝার তৌফিক আল্লাহ দান করুন।

"আমিন"

বিষয়: বিবিধ

১০৭৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339818
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। অনেক ধন্যবাদ।
339847
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৪৯
এ,এস,ওসমান লিখেছেন :
মুসলমান কুরআনের রাজনীতি ছাড়া আর কিছু করতে পারেনা ।যারা অন্য রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের সবাইকে এই সহজ কথাটুকু বুঝার তৌফিক আল্লাহ দান করুন।


ভাই এই কথায় উপরে কুরআন হাদিসের উপরে একটা পোষ্ট লেখেন।
339849
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৫৬
সুমন আহমেদ লিখেছেন : ইনশা-আল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File